ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে বারহাট্টার গাছিদের


বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি photo বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২৫ দুপুর ৩:৪৯

ঋতুর বৈচিত্র্যের দেশ বাংলাদেশে প্রকৃতির রূপ প্রতিনিয়তই বদলায়। ভোরের পাতায় শিশির বিন্দু, দিনের মিষ্টি রোদ আর হালকা কুয়াশা জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। আর শীত মানেই খেজুর রসের মৌসুম। শীতের আমেজ শুরু হতেই নেত্রকোনার বারহাট্টায় খেজুর গাছিরা ব্যস্ত হয়ে পড়েছেন গাছ প্রস্তুত করা ও রস সংগ্রহে।

অগ্রহায়ণের প্রথম সপ্তাহ থেকেই উপজেলা সদর ও প্রত্যন্ত এলাকার গাছিরা পুরোদমে খেজুরের গাছ পরিচর্যা ও রস সংগ্রহের প্রস্তুতি নিচ্ছেন। সরেজমিন দেখা গেছে—ঠুঙ্গি, বাইলধারা, দড়ি ও দা হাতে গাছিরা বিকেলবেলা ছুটছেন গাছের দিকে। খেজুর গাছের মাথা পরিষ্কার করে দুই সপ্তাহ বিশ্রাম দিয়ে তারপর শুরু হচ্ছে রস আহরণ।

গাছিরা সকালের সময়কে জানান—কার্তিকের শেষদিকে গাছ ছাঁটাই শেষ করে এখন হাঁড়ি বেঁধে রস সংগ্রহ করছেন। পুরোপুরি শীত না নামায় বর্তমানে রস কম পাওয়া যাচ্ছে, তবে শীত বাড়লেই রসের পরিমাণও বাড়বে। গাছির সংখ্যা কমে যাওয়ায় অনেক গাছ রস আহরণ ছাড়াই দাঁড়িয়ে থাকে। নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহী না হওয়ায় গাছির সংখ্যা আরও কমছে। তারপরও চার-পাঁচ মাস খেজুর রস বিক্রির আয় দিয়ে চলে তাদের সংসার।

তারা আরও জানান, শীত মৌসুমের এই সময়ে কাজের চাপে দম ফেলারও সময় থাকে না। উপজেলায় খেজুর রসের ব্যাপক চাহিদা রয়েছে। প্রতি গ্লাস রস ২০ থেকে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। খেজুর গাছের বুক চিরে পাইপ লাগিয়ে মাটির হাঁড়িতে রস সংগ্রহ করা হয় সকাল ও সন্ধ্যায়।

ভাঁটি অঞ্চল ধর্মপাশা থেকে গাছ পরিচর্যা করতে আসা গাছি হোসেন আলী বলেন, প্রতি বছর অগ্রহায়ণের শুরুতে ৪০–৫০টি গাছ ভাড়া নিয়ে রস সংগ্রহ করেন। রাতে বাদুড় ও পোকামাকড় যাতে হাঁড়িতে ঢুকতে না পারে—সে জন্য জাল পেঁচিয়ে রাখা হয়। প্রতিদিন গড়ে ২০–৩০ লিটার রস বিক্রি করতে পারেন তিনি। এবারও ভালো উপার্জনের আশা করছেন।

রায়পুর, সাহতা ও বাউসী এলাকার গাছিরাও জানালেন—আগের মতো বড় আকারের খেজুর গাছ আর নেই। শহরমুখী নতুন প্রজন্ম গাছ পরিচর্যার কাজ শিখতে চায় না, ফলে নিজেদের খাওয়ার মতো রসও পাওয়া কঠিন হয়ে পড়ছে। একসময় এই রস বিক্রি করে অনেক পরিবারের খরচ চলত।

গোপালপুর বাজারে রস খেতে আসা কলেজ ছাত্ররা জানান—খেজুর রসের স্বাদ শীতের সকালে আলাদা রকম। প্রতিদিনই এক গ্লাস করে খাবার পরিকল্পনা করছেন তারা। আবার ভোরে হাঁটতে বের হওয়া ক্রেতারা বলেন—টাটকা খেজুর রসের ঘ্রাণ শহরে বিরল; তাই নিজেদের জন্য যেমন খান, তেমনি বোতলভরে বাসায়ও নিয়ে যান।

এলাকার সচেতন মহল জানায়—একসময় বারহাট্টার বিভিন্ন অঞ্চলে অসংখ্য খেজুর গাছ ছিল। কিন্তু পরিবেশবান্ধব গাছগুলো ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহারের কারণে ধীরে ধীরে হারিয়ে গেছে। খেজুর গাছের ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক গুরুত্ব রক্ষায় জরুরি উদ্যোগ প্রয়োজন।

স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে ডা. আবু রায়হান বলেন—খেজুর রস সুস্বাদু হলেও ‘নিপাহ ভাইরাস’ ছড়ানোর বড় উৎস কাঁচা রস। অন্তত ৭০–৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটিয়ে খেলে ঝুঁকি অনেক কমে যায়। তাই নিরাপত্তার স্বার্থে খেজুর ও তালের রস ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেন তিনি।

বারহাট্টার মাঠে-ঘাটে শীতের হাওয়া বইতে শুরু করলেই প্রকৃতি জানান দেয়—খেজুর রসের মৌসুম এসে গেছে, আর তার সাথে ব্যস্ত হয়ে উঠেছেন স্থানীয় গাছিরা।

এমএসএম / এমএসএম

রাঙ্গাবালীতে কোস্টগার্ডের অভিযান ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

শিবচরে কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত: কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরণ

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫-এর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্বে চিকিৎসা সেবা ব্যাহত

শরীয়তপুরের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

মাদারীপুরে ডাসারে গরু চুরির সময় ছুরিকাঘাতে যুবক আহত

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে বারহাট্টার গাছিদের

মনপুরায় বেড়িবাঁধ নির্মাণে লবণ পানি ব্যবহার: বাড়ছে ভাঙনের আশঙ্কা