ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২৫ রাত ১১:১১

রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলসিঁড়ি গলফ ক্লাবে চারদিন ব্যপী প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় শনিবার। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলসিঁড়ি গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল।

এই অনুষঠানে আরও উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান সাইফ আলী খাঁন অতুল ও নওরীন জাহান মিতুল, পরিচালক ওয়ালিদ মুখাই আলী। 

উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ (অব.), সাবেক ফুটবলার এবং রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার,  ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব (অব.), রূপায়ণ গ্রুপের সিইও ব্রিগেডিয়ার জেনারেল এবিএম সালাউদ্দিন (অব.) এবং রূপায়ণ গ্রুপের ডিরেক্টর লেফটেনেন্ট কর্নেল কবির উদ্দিন আহমেদ (অব.), দেশ রূপান্তর সম্পাদক কামাল উদ্দিন সবুজ ।

টুর্নামেন্টে প্রায় ৬০০ গলফার অংশ নেন। মোট ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিশেষ একটি পুরস্কারও দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে মাহির আলী খাঁন রাতুল বলেন, 'জলসিঁরির দারুণ অবকাঠামো আছে। এই গলফ ক্লাব সবুজতায় ভরপুর। আমি বিশ্বাস করি ভবিষ্যতে জলসিড়ি গলভ ক্লাব আরো ভালো করবে।
রুপায়ন সব সময় স্পোর্টসের সঙ্গে, ফুটবল, হকি, ক্রিকেটের পর গলফে বিশেষ করে জলসিরির সঙ্গে একতাবদ্ধ হতে পেরে আমরা খুশি। ভবিষ্যতেও আমরা এমন কমর্কান্ডে যুক্ত থাকবো। সবার উপস্থিতি এই টুর্নামেন্টকে সার্থক করেছে। 'মিহির আলী খাঁন রাতুল আরও বলেন, 'রূপায়ন নারায়ণগঞ্জে গড়ে তোলে দেশের প্রথম স্যাটেলাইট টাউন এবং ঢাকায় রূপায়ণ সিটি উত্তরা। আপনাদের এই সব প্রজেক্টে স্বাগতম। আপারা ঘুরে আসলে খুশি হবো।'

প্রধান অতিথি মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ বলেন, 'এই গলফ ক্লাবের শুরু থেকে আমি জড়িত। এটি সুন্দর একটি গলফ কোর্স। আগে এটা শুধু কাগজে ছিল। পরে আমার দল বালু ফেললো ও গাছ লাগালো। মাঠ সবুজ করে তুললো। এখন এই জলসিড়ি গলফ ক্লাব  বন্ধুত্ব গড়ে তোলে খেলার মাধ্যমে। এটি দিন দিন ভালো করছে তাই বর্তমান কমিটিকে ধন্যবাদ। মানুষ দিন দিন আরো বেশি করে এখানে আসছে যা আমাকে আবেগ আপ্লুত করে। এই টুর্নামেন্ট দারুণসফর হয়েছে। জয়ীদের শুভ কামনা। যারা হেরে গেছেন মনে রাখতে হবে এটাও শিক্ষা দেয়। রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ।
আপনাদের সহায়তা ছাড়া এমন প্রাণবন্ত ইভেন্ট হতো না। এমন গলফ মাঠে নামলেই ছেলে মেয়েরা মোবাইল থেকে বের হবে।'

এরপর ছিল মনোমুগ্ধকর সংস্কৃতিক অনুষ্ঠান।
তার আগে শনিবার সকালেই উদ্বোধনী অনুষ্ঠানও হয়। সকালে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলসিঁড়ি গলফ ক্লাবের বর্তমান প্রসিডেন্ট মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান এবং রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল। উদ্বোধনের পর জলসিঁরি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট বলেন, 'রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট পৃষ্ঠপোষকতা করার জন্য রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ। প্রথম থেকেই এই গলফ ক্লাবের উন্নতির সঙ্গে রূপায়ণ জড়িত ছিল। তাই সাধুবাদ।  জলসিরির অন্যান্ন প্রকল্পের সঙ্গেও জড়িত আছে তারা। আশা করি রূপায়নের নির্মাণ মানদন্ডের উপর নির্ভর করে জলসিড়ির বাকি পকল্পও আরও সুন্দরভাবে গড়ে উঠবে। আশা করি ভবিষ্যতেও রূপায়ণ গ্রুপ আমাদের সঙ্গে থাকবে।'
প্রতিযোগিদের উদ্দেশ্য করে মেজর জেনারেল মোঃ হাসানুজ্জামান বলেন, 'জলসিরি গলফ ক্লাবের প্রাকৃতিক সুন্দর্য অন্য গলফ ক্লাবের চেয়ে ব্যতিক্রম ও আকর্ষনীয়। তাই এখানে অনেক গলফার খেলতে আসেন। তারা জলসিরি গলফ ক্লাবকে পছন্দ করেন।'
রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, 'আমরা 
প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান করলাম। গলফারদের মধ্যে এই টুর্নামেন্ট ঘিরে অনেক সারা পাচ্ছি। গলফারদের মধ্যে বিশেষ আগ্রহ দেখতে পাচ্ছি, এর কারণ জলসিরি গলফ ক্লাব। এটা তারা একটু ব্যতিক্রম ভাবে তৈরী করেছেন। পূর্বাচলের এই দিকে গলফের যে সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে তাতে অংশ নিতে গলফার এবং গলফারদের বাইরেও অনেকে আসছেন। রূপায়ণ গ্রুপ সব সময় আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে অবদান রেখেছে বাংলাদেশে। পাশাপাশি ক্রীড়াঙ্গনেও বেশ অবদান রেখেছে রূপায়ণ। আমরা চাইছিলাম জলসিরির এমন সুন্দর প্রকল্পে স্পনসর করার মাধ্যমে দেশের এই বিষয়গুলো মানুষের কাছে পৌছাক। একটি সোসাইটিকে যে গলফের মাধ্যমেও ডেভলপ করা যায় সেটি তুলে ধরতে চেয়েছি। আশা করি সামনেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।'
ভবিষ্যতেও এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত থাকার কথা জানিয়ে মাহির আলী খাঁন রাতুল আরও বলেন, 'পূর্বাচল এবং জলসিরির অবকাঠামো উন্নয়নে এবং তাদের পরিকল্পনার সাথে ভবিষ্যতেও আমরা রূপায়ণ গ্রুপ যুক্ত থাকবো। দেশের ভালোর জন্য যতটুকু সম্ভব আমরা রূপায়ণ গ্রুপ অবদান রাখার চেষ্টা করবো।'

উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন জলসিঁরি গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, জলসিরি গলফ ক্লাবের সিইও লেঃ কর্ণেল আরিফ আহমেদ বেলাল (অব.), রূপায়ন গ্রুপ এর হেড অব মিডিয়া হাবিবুর রহমান পলাশ, এবং রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের হেড অব ব্র্যান্ড এন্ড মার্কেটিং শরিফুল ইসলাম তারেক।

এমএসএম / এমএসএম

শেষ হলো রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্ট

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্টের উদ্বোধন

অর্থনীতির স্থপতি মতিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক

বিশ্ব টয়লেট দিবসে হারপিকের স্যানিটেশন সচেতনতা অনুষ্ঠান

বিএনসিসি ক্যাডেটদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারীদের সংবর্ধনা

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে কোমলমতি ছাত্র ছাত্রীদের আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

৩০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

মানসম্মত ও প্রবেশগম্য টয়লেট নিশ্চিতের দাবি পরিবেশবাদীদের

মালয়েশিয়ার রাষ্ট্রদূত কর্তৃক সিএসই পরিদর্শন

রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন

বিএমইউতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান