ঢাকা শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

বিশ্ব টয়লেট দিবসে হারপিকের স্যানিটেশন সচেতনতা অনুষ্ঠান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ৩:৫৩

বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উপলক্ষে স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকার লেকশোর হাইটস হোটেলে বিশেষ আয়োজন করে হারপিক বাংলাদেশ। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন এবং বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ স্যানিটেশন ব্যবস্থার নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে “বিশ্ব টয়লেট দিবস ও স্যানিটেশন কর্মী” বিষয়ে কী-নোট উপস্থাপন করেন ড. আব্দুল্লাহ আল মূঈদ (পিএইচডি)। তিনি বলেন, “টয়লেট শুধু প্রয়োজনে ব্যবহারের জায়গা নয়, এটি স্বাস্থ্য, সুরক্ষা ও পরিচ্ছন্নতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান।” তিনি স্যানিটেশন কর্মীদের অবদান, এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং কর্পোরেট খাতের ভূমিকা নিয়েও আলোকপাত করেন।

পরবর্তী প্যানেল আলোচনায় অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুল আলম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক, মজার ইস্কুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি। আলোচনায় বক্তারা জানান, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে সরকারি–বেসরকারি যৌথ উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হারপিকের নতুন সংস্করণ কমিক বই “দিপু–টুশি হাইজিন অভিযান”-এর মোড়ক উন্মোচন। শিশুদের স্বাস্থ্যবিধি, টয়লেট পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত পরিচর্যা বিষয়ে আনন্দময় ও সহজভাবে শেখাতে বইটি প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে একই শিরোনামে ডিজিটাল কার্টুন সিরিজও উদ্বোধন করা হয়।

হারপিক বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে স্যানিটেশন কর্মীদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দেয়। পাশাপাশি সিটি কর্পোরেশনের মাধ্যমে দুই হাজার পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগও ঘোষণা করা হয়।

রেকিট বেনকিজারের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি বলেন, “বিশ্ব টয়লেট দিবস মনে করিয়ে দেয়—স্যানিটেশন একটি মৌলিক মানবাধিকার। গ্রামাঞ্চলে সচেতনতা, স্কুলে হাইজিন শিক্ষা, স্যানিটেশন কর্মীদের সহায়তা ও শিশুদের স্বাস্থ্যবিধি–সচেতনতার মতো কার্যক্রমে অবদান রাখতে পেরে আমরা গর্বিত।”

প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী পালিত বিশ্ব টয়লেট দিবসের উদ্দেশ্য নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরা এবং এসডিজি–৬: “২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা”—এই লক্ষ্যে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধি করা।

এমএসএম / এমএসএম

অর্থনীতির স্থপতি মতিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক

বিশ্ব টয়লেট দিবসে হারপিকের স্যানিটেশন সচেতনতা অনুষ্ঠান

বিএনসিসি ক্যাডেটদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উজ্জ্বল ফলাফল অর্জনকারীদের সংবর্ধনা

প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস গলফ টুর্নামেন্ট শুরু

যমুনা ব্যাংক পিএলসি এর উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচীর অংশ হিসেবে কোমলমতি ছাত্র ছাত্রীদের আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

৩০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

মানসম্মত ও প্রবেশগম্য টয়লেট নিশ্চিতের দাবি পরিবেশবাদীদের

মালয়েশিয়ার রাষ্ট্রদূত কর্তৃক সিএসই পরিদর্শন

রাজধানী ঢাকার বনানী-১১ নম্বর রোডে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১৪২তম শাখা হিসেবে এয়ারপোর্ট রোড শাখার উদ্বোধন

বিএমইউতে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উদযাপন

বাংলালিংকের নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী মাহবুব হাসান

পুরান ঢাকায় ২ দিনব্যাপী রূপায়ণ প্রোপার্টি মেলা

বিএমইউতে রোবটিক সার্জারি নিয়ে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত