ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বিশ্ব টয়লেট দিবসে হারপিকের স্যানিটেশন সচেতনতা অনুষ্ঠান


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-১১-২০২৫ দুপুর ৩:৫৩

বিশ্ব টয়লেট দিবস ২০২৫ উপলক্ষে স্যানিটেশন, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়াতে ঢাকার লেকশোর হাইটস হোটেলে বিশেষ আয়োজন করে হারপিক বাংলাদেশ। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষাবিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নেন এবং বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ স্যানিটেশন ব্যবস্থার নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

অনুষ্ঠানে “বিশ্ব টয়লেট দিবস ও স্যানিটেশন কর্মী” বিষয়ে কী-নোট উপস্থাপন করেন ড. আব্দুল্লাহ আল মূঈদ (পিএইচডি)। তিনি বলেন, “টয়লেট শুধু প্রয়োজনে ব্যবহারের জায়গা নয়, এটি স্বাস্থ্য, সুরক্ষা ও পরিচ্ছন্নতার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান।” তিনি স্যানিটেশন কর্মীদের অবদান, এসডিজি বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং কর্পোরেট খাতের ভূমিকা নিয়েও আলোকপাত করেন।

পরবর্তী প্যানেল আলোচনায় অংশ নেন ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এবিএম শামসুল আলম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহবুবুর রহমান তালুকদার, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও ফজলুল হক, মজার ইস্কুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ এবং রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি’র হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি। আলোচনায় বক্তারা জানান, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে সরকারি–বেসরকারি যৌথ উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হারপিকের নতুন সংস্করণ কমিক বই “দিপু–টুশি হাইজিন অভিযান”-এর মোড়ক উন্মোচন। শিশুদের স্বাস্থ্যবিধি, টয়লেট পরিচ্ছন্নতা ও ব্যক্তিগত পরিচর্যা বিষয়ে আনন্দময় ও সহজভাবে শেখাতে বইটি প্রকাশ করা হয়েছে। এ উপলক্ষে একই শিরোনামে ডিজিটাল কার্টুন সিরিজও উদ্বোধন করা হয়।

হারপিক বাংলাদেশ ও সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে স্যানিটেশন কর্মীদের কল্যাণে আরও সক্রিয় ভূমিকা রাখার ঘোষণা দেয়। পাশাপাশি সিটি কর্পোরেশনের মাধ্যমে দুই হাজার পরিচ্ছন্নতা কর্মীর সঙ্গে যুক্ত হওয়ার উদ্যোগও ঘোষণা করা হয়।

রেকিট বেনকিজারের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি বলেন, “বিশ্ব টয়লেট দিবস মনে করিয়ে দেয়—স্যানিটেশন একটি মৌলিক মানবাধিকার। গ্রামাঞ্চলে সচেতনতা, স্কুলে হাইজিন শিক্ষা, স্যানিটেশন কর্মীদের সহায়তা ও শিশুদের স্বাস্থ্যবিধি–সচেতনতার মতো কার্যক্রমে অবদান রাখতে পেরে আমরা গর্বিত।”

প্রতিবছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী পালিত বিশ্ব টয়লেট দিবসের উদ্দেশ্য নিরাপদ স্যানিটেশনের গুরুত্ব তুলে ধরা এবং এসডিজি–৬: “২০৩০ সালের মধ্যে সকলের জন্য নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা”—এই লক্ষ্যে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধি করা।

এমএসএম / এমএসএম

সর্বজনীন পেনশন স্কিমে ডিজিটালি অর্থ সংগ্রহে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করছে কমিউনিটি ব্যাংক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা–৭ সংসদীয় আসনে সার্বিক নিরাপত্তা প্রস্তুতি বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

বৈজ্ঞানিক গবেষণা, উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত উদ্ভাবন জোরদারে দেশি–বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষর

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে শাখা ব্যবস্থাপনায় নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

অনুষ্ঠিত হলো আইইউবিএটি’র ৯ম সমাবর্তন

ঢাকা ব্যাংক ও বায়ার ক্রপসায়েন্স লিমিটেডের মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট সেবা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর

নগদ ওয়ালেটে বৈদেশিক রেমিট্যান্স বিতরণে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও নগদ এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

ডাচ্-বাংলা ব্যাংকের ২০২৬ সালের ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫১তম পর্ষদ সভা অনুষ্ঠিত

এনআরবিসি ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ‘বিজকন ২০২৬’ অনুষ্ঠিত

মানোন্নয়নের পাশাপাশি উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে কাজ করছে জাতীয় বিশ্ববিদ্যালয় ঃভাইস-চ্যান্সেলর, জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি ব্যাংকের ঢাকা বিভাগের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র উদ্যোগে ব্যামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত