রাজস্থলীতে একমাত্র ঝুলন্ত ব্রিজ স্থানীয় জনগণ প্রতিদিন ঝুঁকি তে চলাচল
রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা পূর্ব ও দক্ষিণ অঞ্চলে পাহাড় পর্বত সবুজ ঘেরা অপরূপ সৌন্দর্যময় একমাত্র ছোট উপজেলা রাজস্থলী তে অবস্থিত কাঠের পাটাতান তৈরি একমাত্র ঝুলন্ত সৌন্দর্য ব্রিজ। (২৬ তারিখ বুধবার ২০২৫) সরেজমিনে ঘুরে এসে দেখা গেছে, ২নং গাইন্দ্যা ইউনিয়ন ও ১নং ঘিলাছড়ি ইউনিয়নের সীমানা এর অন্তর্গত কাপ্তাই খাল নামক তীরে ঝুলন্ত ব্রীজের উপর চারপাশে পাহাড়ের প্রকৃতি সৌন্দর্যময় দৃশ্যবলী অপরুপ দেখা যায়। এ ঝুলন্ত ব্রীজ ১৯৮৬ সালে ডেয়ারিং টাইগার সেনা সৈনিক স্বেচ্ছা শ্রমের মাধ্যমে নির্মাণ করেছেন এতে এলাকায় স্থানীয় জনসাধারণের যাতায়াতের সুবির্ধাথে ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচল সুবিধা এ ঝুলন্ত ব্রিজ হতে পায়ে হেঁটে পারাপার করতে দেখা যায়। এ ঝুলন্ত ব্রিজটি অনেকের কাছে সুপরিচিত লাভ করছে। তৎকালীন প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমলে ঝুলন্ত ব্রিজ নির্মাণ করা হয়েছে বলে স্থানীয়রা জানান। এ ঝুলন্ত ব্রিজ প্রায় মেয়াদ ৩৯ বছর অতিবাহিত জানা যায়। উল্লেখ্য, বাস্তবে দেখা যায়, কাঠের পাটাতান কিছু বেহাল দশা গর্তে ছিদ্র কাঠ নষ্ট পরিনত রয়েছে। অন্যদিকে দৈনন্দিন ঝুলন্ত কাঠের তৈরি ব্রিজ হতে প্রতিনিয়ত শত শত স্থানীয় জনসাধারণ এবং স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা ঝুঁকির মধ্যে ঝুলন্ত ব্রিজ উপর নিত্য কাজের এপার ওপার প্রতিনিয়ত যাতায়াত করছে। স্থানীয় কয়েকজন দিনমজুরী সুইচিংমং মারমা সহ তরকারী বিক্রেতা মাসুইপ্রু মারমা গণমাধ্যম কে জানান, রাজস্থলী উপজেলা একমাত্র অপরূপ সৌন্দর্যময় কাপ্তাই খালের তীরে সদরে অবস্থিত ঝুলন্ত ব্রিজটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে দৃষ্টি গোচর কিছু মেরামত ও সংস্কার করে দিলে এলাকার স্থানীয়দের চলাচলের ঝুঁকি হতে উপকার আসবে। উপজেলা আয়তন পরিমাণ ১৪৫.০৪ বর্গ কিলোমিটার ১৯৮৩ সালে রাজস্থলী উপজেলা রূপান্তরিত করা হয়েছে। জনসংখ্যা আনুমানিক পাহাড়ি ও বাঙালি মিলে প্রায় ৩০ হতে ৩৫ হাজার বসবাস করছে। সদরে মাঝখানে রাজস্থলী উপজেলা নিকটতম ঝুলন্ত কাঠের তৈরি ব্রিজ সৌন্দর্যময় রর্ক্ষাথে গুরুত্বপূর্ণ হিসাবে সকলে কাছে জনপ্রিয় বলে জানা যায়। স্থানীয়রা গণমাধ্যমকে জানান, অনতি লম্বে স্থানীয় উপজেলা প্রশাসন নিকট দৃষ্টি আকর্ষণ করছি পূনরায় ঝুলন্ত কাঠের তৈরি মনোরম সৌন্দর্যময় ব্রীজ মেরামত ও সংস্কার করার জন্য জোর দাবী এলাকাবাসীবৃন্দ।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়