অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
সরকার অনুমোদিত স্থানে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) নির্মাণ দ্রুত বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যের সুনামগঞ্জ প্রবাসীদের উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে সোমবার(২৪ অক্টোবর) এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আবুল লেইচ।
সদস্য সচিব অধ্যক্ষ মোঃ ছানাওর আলী কয়েছ ও যুগ্ম সদস্য সচিব মোঃ দিলাওর হোসেনের যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন মুফতি আব্দুল ওয়াদুদ লতিফি।
সভায় যুক্তরাজ্যে বসবাসরত সুনামগঞ্জ জেলার সব উপজেলার প্রবাসী নেতৃবৃন্দ ব্যাপকভাবে উপস্থিত হন। তারা অন্তবর্তী সরকারের প্রতি দাবি জানান— সুবিপ্রবির অনুমোদিত স্থানে দ্রুত ক্যাম্পাস নির্মাণকাজ শুরু করতে হবে।
মহাসমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক রেজাউল কবির জায়গীরদার রাজা, সাবেক চেয়ারম্যান নূরুল আমীন, ড. রোয়াব উদ্দিন, শিল্পপতি ও সমাজসেবী আলহাজ্ব জামাল উদ্দিন মকদ্দুছ, সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া, ব্যবসায়ী ও শিক্ষক খায়রুল ইসলাম, কবি ও সাহিত্যিক ইমদাদুন খান, প্রভাষক মাহবুবুর রউফ নয়ন, অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ শিক্ষক সমিতি ইউকে সভাপতি আবুল হোসেন, সমাজসেবী নজরুল ইসলাম, রাজনীতিবিদ আলাউদ্দিন আহমদ মুক্তা, ট্রাস্টি মজির উদ্দিন, শিক্ষাবিদ কামরুজ্জামান চৌধুরী, সাবেক চেয়ারম্যান শহীদুর রহমান শহীদসহ অসংখ্য শিক্ষানুরাগী, প্রবাসী কমিউনিটি নেতা, সাংবাদিক ও সমাজসেবী।
এছাড়াও বক্তব্য দেন জনাব সাজ্জাদুর রহমান, আব্দুল মালিক কুটি, সৈয়দ জিল্লুল হক, এমদাদুল হক, ফারুক আহমদ, মিজানুর রহমান চৌধুরী, আঙ্গুর আলী, সিজিল মিয়া, ফজলে রাব্বি স্মরণ, মহিউদ্দিন জগনু, চন্দন মিয়া, আমীর খসরু, ইকবাল হোসেন, শামীম আহমদ, রেদোয়ান খান, কাউন্সিলর ফয়জুর রহমান, ইসতাব উদ্দিন আহমদ, আবুল হাসনাত কয়েছসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সুবিপ্রবিকে অনুমোদিত স্থান থেকে সরিয়ে নেওয়ার চক্রান্ত চলছে। কিছু স্বার্থান্বেষী মহলের অপচেষ্টা আমাদের প্রতিহত করতে হবে এজন্য দেশে–বিদেশে সুনামগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ ও সজাগ থেকে সব ষড়যন্ত্রকে প্রতিহত করার আহ্বান জানান তারা।শেষে সরকারের প্রতি দ্রুত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ শুরু করার জোর দাবি জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করা হয়।
এমএসএম / এমএসএম
অনুমোদিত স্থানে সুবিপ্রবি নির্মাণের দাবিতে লন্ডনে প্রবাসীদের মহাসমাবেশ
হাতিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন
রায়গঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উদযাপন
রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
আবারো মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করলেন মেহেরপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে
সাটুরিয়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত
রাঙ্গামাটিতে সিএনজি -কাভারভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১,আহত ১
৬৪ জেলায় পুলিশ সুপার বদলি - কুমিল্লার নতুন পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
লাকসামে বিএনপি নেতা হিরু-পারভেজ নিখোঁজের ১২ বছর, স্বজনদের অপেক্ষার প্রহর কাটছে না
কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
মাদ্রাসায় পৌঁছে দেওয়ার কথা বলে জঙ্গলে নিয়ে মেয়েকে ধর্ষণ: পলাতক বাবা গ্রেপ্তার