ঢাকা সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১-১২-২০২৫ দুপুর ১১:২৫

আগেরদিন পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা বার্সেলোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু তারা আগের দুই ম্যাচের মতো জিরোনার মাঠে গিয়েও হোঁচট খেয়েছে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর কিলিয়ান এমবাপের পেনাল্টিতে সমতায় ফেরে জাবি আলোনসোর দল। এরপর আর কোনো গোল না পাওয়ায় রিয়ালকে টানা তৃতীয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। 
গতকাল (রোববার) রাতে প্রতিপক্ষের মাঠে সবদিক থেকেই এগিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা। ৬০ শতাংশ বলের দখল রেখে ২৫টি শট নেয় রিয়াল, তবে লক্ষ্যে রাখতে পারে কেবল ৪টি শট। বিপরীতে অবনমন অঞ্চলে থাকা স্বাগতিক জিরোনার ১০ শটের ৪টি লক্ষ্যে ছিল। তাদের সঙ্গে ১-১ সমতার পর রিয়াল চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার চেয়ে পিছিয়ে আছে ১ পয়েন্টে। 
চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ম্যাচ থেকে ৫টি পরিবর্তন এনে শিষ্যদের মাঠে নামিয়েছিলেন রিয়াল কোচ আলোনসো। শুরু থেকে বল পায়ে থাকলেও, সেভাবে আক্রমণ শাণাতে পারছিল না তারা। জিরোনার ২৬ মিনিটে লক্ষ্যে রাখা প্রথম শটটি গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দেন। আরও ১২ মিনিট পর রিয়াল প্রথম বলার মতো সুযোগ পায়। তবে কর্নার থেকে উড়ে আসা বল এডার মিলিটাও হেড দিয়ে জিরোনা গোলরক্ষকের কাছে পরাস্ত হন। ৩৯ মিনিটে এমবাপে লিড এনে দিয়েছিলেন, কিন্তু ভিএআর মনিটর দেখে হ্যান্ডবলের সংকেত দেন রেফারি।
৪৫ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে বক্স থেকে জোরালো শটে অ্যাজেডিন ঔনাহি রিয়ালের জাল কাঁপিয়ে দেন। সেই গোল শোধ করতে ২২ মিনিট অপেক্ষা করতে হয়েছে সফরকারীদের। বিরতির পর আবারও মিলিটাওয়ের হেড পরাস্ত হয় প্রতিপক্ষ গোলরক্ষকের কাছে। জিরোনা ব্যবধান বাড়ানোর বড় সুযোগ পেয়েছিল ৫৭ মিনিটে। কিন্তু ওয়ান-অন-ওয়ানে তাদের একটি শট কোর্তোয়ার দেয়াল ভেদ করতে পারেনি। 
ভিনিসিয়ুসের গোলে ৬১ মিনিটে সমতায় ফিরতে পারত রিয়াল, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ৬ মিনিট পরই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টি পায় লস ব্লাঙ্কোসরা। স্পট কিকে স্কোরলাইন ১-১ করেন এমবাপে। যা চলতি মৌসুমের লা লিগায় ফরাসি অধিনায়কের ১৪তম গোল (সর্বোচ্চ)। সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপে ২৪ গোল করেছেন। ক্লাব ও জাতীয় দলের জার্সিতে দারুণ সময় কাটাচ্ছেন ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা।
যদিও এমবাপের গোলটি কেবল রিয়ালের হার এড়াতে পেরেছে। বাকি সময়ে আর গোল হয়নি। ফলে ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ৩৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। জিরোনা ১২ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে, রেলিগেশন জোনে।

 

Aminur / Aminur

‘ফুটবলের প্যারোডি’ ছেড়ে মেসিকে ছুটি নেওয়ার পরামর্শ

বিপিএলের পরই বিশ্বকাপ, যা বলছেন বাংলাদেশের কোচ

টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ

ঝোড়ো হাফসেঞ্চুরি-সেঞ্চুরি, ১৬ ছক্কায় রেকর্ডবুকে অভিষেক

অবশেষে তৃতীয় টি-টোয়েন্টির স্কোয়াডে শামীম

একটি ট্রফি জিতে আরেকটির অপেক্ষায় মেসির মায়ামি

সাইফুদ্দিন ঝড়ে আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের রুদ্ধশ্বাস জয়

বিপিএলের নিলাম থেকে বাদ, প্রতিক্রিয়ায় যা বললেন বিজয়

ফেনীতে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ইনজুরি নিয়েও গোল করলেন, করালেন নেইমার

সৌদি আরবে নারী টি-টোয়েন্টি টুর্নামেন্ট

বাংলাদেশের বিপক্ষে সাফল্যের রহস্য জানাল আয়ারল্যান্ড

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ