ঢাকা রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫

কোনাবাড়িতে বসত বাড়ী ও ঝুট গোডাউন আগুন,ব্যাপক ক্ষয়ক্ষতি


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৭-১২-২০২৫ দুপুর ১১:৪৪

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি আমবাগ এলাকায় ঝুট গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ারসার্ভিসের চার ইউনিটের  কর্মীরা। 
রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার সময় মহানগরের কোনাবাড়ি আমবাগ কমিশনার মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউন থেকে  এ আগুনের সূত্র পাত হয়।
খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের  চেষ্টা করে। পরে সহয়তায় গাজীপুর চৌরাস্তা  মর্ডান ফায়ারসার্ভিস থেকে আরও ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও চার ঘন্টা পর সম্পূর্ণ নির্বাবণ আনতে সক্ষম হয় ফায়ারসার্ভিসের কর্মীরা। 
স্থানীয়রা বলছেন অপরিকল্পিত ভাবে গোড়ে উঠা ঝুট গোডাউন দিনদিন ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। একই এলাকায় ৬ দিনের ব্যবধানে আবারও ঝুট গোডাউন আগুনের বিষয়টি নিয়ে জনমন  আতংক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি এটি কি আসলেও বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত? নাকি অন্য কিছু। 
ঝুট গোডাউনের মালিক ফজলুর রহমান বলেন, ভোর ৫ টা ২০ মিনিটের সময় আমার ঝুট গোডাউনে আগুন লাগার খবর পাই। বাসা থেকে  আসতে আসতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কোন মালামাল বের করতে পারিনি। সব পুড়ে শেষ হয়ে যায়। 
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) রাত ৯ টার সময় কোনাবাড়ি আমবাগ বোর্ডঘর এলাকায় শাহজাহান মিয়ার সেমিপাকা টিনসেট রুমে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ২ ইউনিট প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ৯ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  
কোনাবাড়ি মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান,আমবাগ  কমিশনার মার্কেট এলাকায় একটি ঝুট গোডাউনে আগুন লাগলে মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি  ও গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় ৩০
লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ কোটি টাকার মালামাল। 
এছাড়াও শনিবার রাত ৯ টার সময় কোনাবাড়ি থানাধীন আমবাগ বোর্ডঘর এলাকায় বসতবাড়িতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ  টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ারসার্ভিসের ওই কর্মকর্তা।

Aminur / Aminur

রাজস্থলীতে ২১লক্ষ টাকা বিদেশি সিগারেট অবধৈ পাচারকালে ইউপি সদস্য সহ আটক ৪

কালিয়ায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ইনার হুইল ক্লাবের মেগা জয়েন্ট প্রজেক্টে উন্নয়ন উপকরণ বিতরণ

রায়গঞ্জের সাবেক ওসির বিরুদ্ধে ২৩ লাখ টাকার পাম অয়েল আত্মসাতের অভিযোগ

লোহাগড়ায় কিশোরের লাশের পাশে ‘চার কাঁধি সুপারি’: রহস্যে ঘেরা মৃত্যু তদন্তে পুলিশ

টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

জয়পুরহাট জাতীয় ছাত্রশক্তির ৪৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন

ভাঙ্গা কবরে বস্তাবন্দি ব্যাগ, ব্যাগ খুলে মিলল একনলা বন্দুক-পাইপগান

গাসিকে নাগরিক সেবার মান উন্নয়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়

যে কোনো মূল্যে সমাজকে মাদকমুক্ত করব: ঠাকুরগাঁও পুলিশ সুপার

পাহাড়ের উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে সন্ত্রীদের কঠোর হস্তে দমন করা হবে: ব্রিগেডিয়া জেনারেল মোহাম্মদ নাজমুল হক

তানোরে নবান্ন ও বীজ বিনিময় উৎসব-১৪৩২ অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে নব যোগদান কারী ইউএনও’র মতবিনিময় সভা অনুষ্ঠিত