ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-১২-২০২৫ দুপুর ১১:২৫

নেইমারের শৈশবের ক্লাব সান্তোস রেলিগেশনের শঙ্কায় ছিল। দলকে বাঁচাতে শেষ তিন ম্যাচে ইনজুরি নিয়েই খেললেন। গতকাল (রোববার) ক্রজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে সান্তোস রেলিগেশন থেকে টিকে গেল, তারপরই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চিত করলেন, বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি।
২০২৩ সালের পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার রেলিগেশনের ঝুঁকিতে ছিল সান্তোস। শেষ লিগ ম্যাচ জিতে ব্রাজিলের প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করল তারা। এই সাফল্য পেতে নেইমার রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। লিগের শেষ তিন পর্বে রেসিফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করেন তিনি। জুভেন্তুদের বিপক্ষে করেন হ্যাটট্রিক। আর সবশেষ ম্যাচ জয়ে কার্যকরী অবদান রেখেছেন প্লেমেকার হিসেবে। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়ে মৌসুম শেষ করল সান্তোস।
লিগে ১৯ ম্যাচ খেলে আট গোল করা নেইমার ম্যাচ শেষে বললেন, ‘এজন্যই এখানে এসেছিলাম আমি, ক্লাবকে সর্বোচ্চ সহযোগিতা করতে। আমার জন্য গত কয়েক সপ্তাহ ছিল কঠিন। যারা আমাকে উদ্বুদ্ধ রেখেছে, তাদের ধন্যবাদ জানাই। তারা সঙ্গে না থাকলে আমি এই ইনজুরি, হাঁটুর সমস্যা নিয়ে ম্যাচগুলো খেলতে পারতাম না। আমার বিশ্রাম প্রয়োজন, তারপর হাঁটুর অস্ত্রোপচার করাবো।’
নেইমার অবশ্য হাঁটুর চোট ও অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত জানাননি। তবে তার আশা, বিশ্বকাপের জন্য ব্রাজিলের মূল স্কোয়াডে তার জায়গা হবে। যদিও কার্লো আনচেলত্তি মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক অধিনায়ককে দলে রাখেননি। ইতালিয়ান কোচ বলেছিলেন, কেবল ফিট থাকলে নেইমারকে দলে নিবেন তিনি।
এবারের ব্রাজিলিয়ান লিগ শিরোপা জিতেছে ফ্লামেঙ্গো। ১-০ গোলে সিয়ারাকে হারিয়ে নবমবার চ্যাম্পিয়ন হলো তারা। গত মাসে কোপা লিবার্তাদোরেসও জিতেছিল রিও ডি জেনিরোর ক্লাব।

 

Aminur / Aminur

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার

পর্তুগালকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ব্রাজিলের

বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য-ব্রোঞ্জ

অবশেষে বিয়ে ভেঙেই দিলেন স্মৃতি মান্দানা

১৮ ম্যাচ পর হারলো আর্সেনাল, সিটির জয়

সেই দৃশ্যে অভিনয় ছিল লজ্জার— সৌদি উৎসবে মার্কিন নায়িকা

জোড়া অ্যাসিস্টে এবার মায়ামিকে সর্বোচ্চ শিরোপা জেতালেন মেসি

বিপিএলে নোয়াখালী এক্সপ্রেসের সঙ্গে যুক্ত হলেন পলাশ

২ ইউরোপীয় পরাশক্তির সঙ্গে খেলবে ব্রাজিল, কবে কার সঙ্গে ম্যাচ

বিশ্বকাপ গ্রুপপর্বের প্রতিপক্ষ দল নিয়ে যা বললেন স্কালোনি

ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে নারিনের ‘৬০০’

অবসর নেওয়ার কারণ জানালেন রাসেল