নন্দীগ্রামে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন
বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করেছেন উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা বিএনপি। এরপর পর্যায়ক্রমে বিএনপির সহযোগী সংগঠন যুবদল, সেচ্ছাসেবক দল, কৃষক দল, মহীলা দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নিরবতা পালন সহ দোয়া করা হয়। এরপর উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার ও সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদরের নেতৃত্বে এক বিজয় র্যালী পৌর শহরের বিভিন্ন পথ প্রদক্ষিন করে। র্যালী শেষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বেলায়েত হোসেন আদরের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, এনামুল হক বাচ্চু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম-আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু বক্কর সিদ্দিক রঙিন, সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, যুগ্ম-আহবায়ক কোরবান আলী, মতিউর রহমান মুসা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজু আহম্মেদ, যুগ্ম-আহবায়ক সিয়ামুল হক রাব্বী, উপজেলা কৃষকদলের সভাপতি ইস্কান্দার মির্জা মিঠু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, পৌর কৃষকদলের সভাপতি সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, সাধারণ সম্পাদক আবু সাইদ মিলন, উপজেলা মহিলাদলের সভানেত্রী রেশমা আরা সাথী, সাধারণ সম্পাদক ইস্মত আরা পারভীন পাপিয়া, উপজেলা ছাত্রলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন, সাধারণ সম্পাদক নুরনবী আহম্মেদ প্রমুখ।
এছাড়াও, দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ বিভিন্ন সামাজিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এমএসএম / এমএসএম
দৈনিক চাঁদপুরজমিন ও অনুপমা পত্রিকার সম্পাদক রোকনের মায়ের দাফন সম্পন্ন
সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার
ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
রৌমারীতে শীতার্ত মানুষরে মাঝে কম্বল বিতরণ
বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল
কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন
বড়লেখায় টিলা কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের লাক্ষ টাকা জরিমানা
উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ
আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত
বারহাট্টার জনপদে জেঁকে বসেছে শীত
গভীর রাতে অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড
অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম
রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ
Link Copied