ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রয়াত ড হৃাম্রাউ মারমা সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১৭-১২-২০২৫ দুপুর ২:১৩

বান্দরবান পার্বত্য জেলা রাজভিলা ইউনিয়নের উদালবনিয়া নিবাসী প্রয়াত ড হৃাম্রাউ মারমা সাপ্তাহিক ক্রিয়া অষ্টপরিস্কার ও মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর সকাল ৯ টায় রাজভিলা বৌদ্ধ বিহারে বুদ্ধমূর্তি জীবিন্যাস প্রদীপ জ্বল পূঁজা পঞ্চশীল গ্রহণ নিহত ব্যক্তি প্রতি 
উৎ স্বর্গ  শান্তি কামনায় নির্বাণ স্বর্গলাভ পরে জন্মাতে সুখ শান্তি পাওয়ার জন্য পরিবারবর্গসহ পাড়াবাসী আত্নীয় স্বজন রা সকলে মিলে গৌতম বুদ্ধের কাছে প্রার্থণা করা হয়। এসময় প্রধান গুরু থেরো  উপস্থিত ছিলেন উদালবনিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ উ: পাইন্দাওয়াসা মহাথেরো হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্য ক্ষ উ: ঞানাওয়াইসা  বাঙ্গালহালিয়া সরকারী কলেজের প্রভাষক থেরো উ: উদারা ভান্তে সহ বিভিন্ন প্রান্তের হতে আগত বৌদ্ধ বিহারে প্রায় ২৫ জন ভিক্ষু এবং এলাকার দায়ক দায়িকারা  বৌদ্ধ ধর্মের অনুসারী  পরিবারের আত্নস্বজনরা  উপস্থিত ছিলেন। উদালবনিয়া পাড়া নিজ বাড়িতে ১০ টায় স্বগীয় মৃত উপর প্রতি বিদেহী আত্মা শান্তি উৎ স্বর্গ নির্বান লাভ গৌতম বুদ্ধের কাছে সকলে প্রার্থণা করেন। এ সংঘদান অনুষ্ঠানে সকল উদ্দেশ্য গৌতম বুদ্ধের জাতক ধর্মের দেশনায় পাঠ করে শুনানো হয়েছে। বুদ্ধ মূতিই জীবন্যাস কল্পতরু, চীবর দান টাকা পয়সা দান ফল ফ্রুট দান সহ নানা ধরনের জিনিস পত্র অতিথি আগত ভিক্ষু বা ভান্তে দেনকে এসব দান করা হয়েছে। বুদ্ধের ধর্মের রীতিনীতি বুদ্ধ মারমা সমাজের নিয়মঅনুযায়ী সংঘদান পালন করা হয়েছে। প্রয়াত উ হৃাংম্রাউ মারমা গত ১২ ডিসেম্বর রোজ শুক্রবার বান্দরবান বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টায় মৃত্যুবরন করেন।  মৃত্যু কালে ১ছেলে ১মেয়ে আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর কালে বয়স ৭৭ বছর ছিলেন। তিনি বুদ্ধের নিয়মনিতী ভাবে ২২ বছর উপাসক পালন করেছিল। অস্টশীল প্রতিনিয়ত পালন করে গেছে বলে পরিবারসূত্রে জানা যায়।  দুপুরে অতিথি ভিক্ষুগণ আহার ছোয়াইং দান সহ দায়কদায়িকা এবং স্থানীয় অতিথি দেরকে আহার ব্যবস্থা করা হয়েছে।  জগতের সকল প্রাণী সুখ শান্তি জন্য জন্য কামনা করেন উদালবনিয়া ভান্তে উ: পাইন্দাওয়াসা থেরো দেশনায় মধ্যে দিয়ে অস্টপরিস্কার দান ও মহাসংঘদান শেষ করা হয়েছে। সব্বে স ত্তা সুখীতা হোন্ত জগতে সকল প্রাণী সুখী হউক। সাধু সাধু সাধু।

এমএসএম / এমএসএম

উপকার করলে থাকে না পিঠের ছাল, বাস্তব প্রতিচ্ছবি অর্জুন গাছ

মহান বিজয় দিবসে আনোয়ারা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

লাকসামে বাংলাদেশ জামায়াত ইসলামী’র উদ্যোগে বিজয় দিবসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মনপুরায় চরে চরে চর ঘেরা জালের বিচরণ নেই মৎস্য অফিসের কার্যকর তদারকি

নালিতাবাড়ীতে মাদ্রাসায় নেই বিজ্ঞান শাখা, তবুও কম্পিউটার ল্যাব এসিস্ট্যান্ড ও সহকারী নিয়োগ

বগুড়া-৫ শেরপুর-ধুনটে কে হচ্ছেন আট দলের প্রার্থী

মাগুরায় রাজাকার ঘৃণা স্তম্ভে জুতা–স্যান্ডেল ও থুতু নিক্ষেপ,

মহান বিজয় দিবসে ইছানগর যুব সংঘের ফ্রি খতনা ক্যাম্প অনুষ্ঠিত

বিরামপুরে কারিতাসের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

মান্দায় বাসের চাপায় কারারক্ষী নিহত

রূপালী ব্যাংক আলফাডাঙ্গা শাখায় রাত ৮টায় উড়তে দেখা গেছে জাতীয় পতাকা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপন

বালাগঞ্জে নানা কর্মসূচিতে সাঙ্গ হলো বিজয় দিবস