ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


মাসুদ পারভেজ, কাপাসিয়া photo মাসুদ পারভেজ, কাপাসিয়া
প্রকাশিত: ১৮-১২-২০২৫ দুপুর ৪:২৩

গাজীপুর -০৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে দলীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, বিএনপি নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ। 
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতৃবৃন্দদের অংশগ্রহণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। 
মনোনয়নপত্র সংগ্রহের পর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি যথাযথ ভাবে মেনে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নিয়ম মেনে মনোনয়নপত্র নির্ভুল ও সঠিক ভাবে পুরন করে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক ভাবে জমা দেয়া হবে। ইতিপূর্বে প্রচার প্রচারণা সংক্রান্ত যতো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছিল, ইতিমধ্যে সবগুলোই নিজ দায়িত্বে সরিয়ে নেয়া হয়েছে। দলীয় নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ়তার সাথে প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় রয়েছে। আরো কিছুদিন দেখে প্রতিক্রিয়া জানানো হবে। তবে বিএনপির বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। সম্পুর্ন নিরপেক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত কর্মকান্ড পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। এছাড়া গত বুধবার সকালে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

Aminur / Aminur

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ