কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ
গাজীপুর -০৪, কাপাসিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের পদপ্রার্থী শাহ রিয়াজুল হান্নান এর পক্ষে দলীয় নেতৃবৃন্দ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল দশটায় সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নিকট থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় কাপাসিয়া উপজেলা নির্বাচন অফিসার তামান্না রশীদ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফ ম এমদাদুল হোসেন, বিএনপি নেতা আফজাল হোসাইন, জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশিদ।
এছাড়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। মনোনয়ন পত্র সংগ্রহ শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিপুল সংখ্যক নেতৃবৃন্দদের অংশগ্রহণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মনোনয়নপত্র সংগ্রহের পর উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন। এসময় উপস্থিত স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন কমিশন ঘোষিত আচরণবিধি যথাযথ ভাবে মেনে দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। নিয়ম মেনে মনোনয়নপত্র নির্ভুল ও সঠিক ভাবে পুরন করে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক ভাবে জমা দেয়া হবে। ইতিপূর্বে প্রচার প্রচারণা সংক্রান্ত যতো ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড লাগানো হয়েছিল, ইতিমধ্যে সবগুলোই নিজ দায়িত্বে সরিয়ে নেয়া হয়েছে। দলীয় নির্দেশনা মেনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দৃঢ়তার সাথে প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় রয়েছে। আরো কিছুদিন দেখে প্রতিক্রিয়া জানানো হবে। তবে বিএনপির বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। সম্পুর্ন নিরপেক্ষ থেকে নির্বাচন সংক্রান্ত কর্মকান্ড পরিচালনা করার জন্য প্রশাসনের প্রতি তিনি উদাত্ত আহ্বান জানান। এছাড়া গত বুধবার সকালে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইউবী দলীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
Aminur / Aminur
পবিপ্রবিতে নিয়োগ-বিধি ও প্রমোশন দ্বন্দ্ব, বিএনপিপন্থী শিক্ষকদের বিজয় দিবস বর্জন
বড়লেখায় বিএনপির প্রকাশ্যে গ্রুপিং, কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া ঐক্যের পথ দেখছেন না নেতাকর্মীরা
মেহেরপুরে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ডেইরি খামারিদের মাঝে ঘাস ও খড় কাটার মেশিন বিতরণ
রাজশাহী-৬ আসনে এমপি পদপ্রার্থী আবু সাইদ চাঁদের মনোনয়ন ফরম উত্তোলন
তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী দগ্ধ, গবাদিপশুর প্রাণহানি
জয়পুরহাট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নির্বাচিত হলেন আনোয়ারুল হক আনু
পঞ্চগড়ে রায় হোমিও দোকান থেকে বিপুল ভারতীয় সাপ্লিমেন্ট পণ্য জব্দ, জরিমানা
ফেসবুকে পরিচয়, চ্যাটিং গ্রুপে গার্লফ্রেন্ডের ভিডিও ছড়ালেন প্রেমিক
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ 'কচ জাল' জব্দ ও পুড়িয়ে ধ্বংস
বাহারি বিজ্ঞাপনে ত্রিশালে ‘ব্যাঙের ছাতার মতো’ গজিয়ে উঠেছে দন্ত চিকিৎসালয়
কর্মবিরতিতে লোহাগড়ায় স্থবির শিশু স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে শত শত পরিবার
কাপাসিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী শাহ রিয়াজুল হান্নানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ