ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ৪:২২

পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি  জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া  ইউনিয়নের ৪নং ওর্য়াডের ঐতিহ্যের হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর শনিবার এসময় উপস্থিত সভাপতিত্বে করেন ভদন্ত নাইন্দাওয়াইংসা মহাথের আরো উপস্থিত ছিলেন মহাদু:খী ছোয়াইং পরম পূজনীয় মহাসংঘদানায়ক ভদন্ত আসাবা ভিক্ষু ডাকবাংলা পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্য ক্ষ ভদন্ত ঞানাওয়াইসা মহাথের নাইক্যছড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্য ক্ষ উ.খেমাচারা মহাথেরো বান্দরবান উজানি পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে অধ্যক্ষ  ডক্টরেট সুমেনা মহাথের সহ ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান দায়ক আদোমং মারমা হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মংসাথোয়াই মারমা  দায়ক সাবেক নির্বাহী প্রকৌশলী পৌরসভা মংসুইখই মারমা প্রবীন মাষ্টার দায়ক মংহলাঅং রাজস্থলী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি দায়ক চাইথোয়াইমং মারমা সাবেক মেম্বার সুইসাহলা চৌধুরী  বান্দরবান জেলা পরিষদ উপসহ-প্রকৌশলী মংওয়াইচিং মারমা উন্নয়ন বোর্ড উপজেলা প্রকল্পের সমন্বয়ক থুইসাচিং মারমা মংচিং চৌধুরী সাবেক চেয়ারম্যান ঞোমং মারমা চেয়ারম্যান সহধর্মিণী ক্রানুবাই চৌধুরী দায়িকা উসাবাই মারমা দায়িকা মিনু মারমা উমাচিং মারমা প্রমূখ। সকালে বিভিন্ন প্রান্তের হতে আসা গুরুভান্তেদের ভিক্ষুদের অথিদেরকে দায়ক দায়িকারা সকলে মিলে দুহাত দিয়ে  প্রণামের মধ্যে সু স্বাগতম শুভেচ্ছা অভ্যর্থণা জানানো হয়েছে। হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দায়ক দায়িকারা সকলে মিলে এ আচরিয়া গুরু পূজা অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিটি পাড়া বাড়িতে  যার যার আহার বা ছোয়াইং দান আয়োজন জন্য লটারী মাধ্যমে ভিক্ষু কে নিয়ে বাড়িতে দুপুরে খাবারে ব্যবস্থা   গ্রহণ করেন। কল্পতরু প্রদীপ জ্বলে পূজা ফলফ্রুট পূজা দান সহ টাকা পয়সা দান দাযক দায়িকারা সকলে মিলে দান করতে দেখা গেছে। গৌতম বুদ্ধের আর্দশের রীতিনীতি শ্বরণ আর্দশের  বুদ্ধ জাতি মারমা জনগোষ্ঠীর সম্প্রদায়ের গুরু ভান্তেদেরকে মহাদু:খী ছোয়াইং দান ও আচরিয়া গুরু পূজা করে থাকে পার্বত্য চট্রগ্রামের রাঙ্গামাটি জেলা রাজস্থলী উপজেলা বাঙ্গালহালিয়া হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ২য় তম গুরু পূজা পালিত। বিভিন্ন প্রান্তের হতে গৌতম বুদ্ধ ধর্মের অনুসারী ধর্মপ্রাণ  মারমা জনগোষ্ঠীর শত শত দায়ক দায়িকারা অংশগ্রহণ করেন।  এ আচরিয়া গুরু পূজা অনুষ্ঠানে ৩ পার্বত্য জেলা হতে অতিথি বিহার অধ্য ক্ষ প্রধান ১৩৭ জন উপস্থিত ভিক্ষু এবং শ্রমণ ৩০/ ৪০ জন অংশ গ্রহণ করেন। বিকাল ৩ টায় বৌদ্ধ ধর্মের দেশনায় প্রদান জাতক দায়ক দায়িকাদের উদ্দেশ্য রেইচা বৌদ্ধ বিহার ভিক্ষু  বলেন, বুদ্ধের ধর্মের সুখ শান্তি জন্য বৌদ্ধ ধর্মের রিতীনিতী দান শীল ভাবনা পালনীয় উত্তম মংগল কল্যাণের বয়ে আনে। শেষে দায়ক দায়িকারা গৌতম বুদ্ধের কাছে পঞ্চশীল প্রদীপ জ্বলে পূজা ফুল পূজা মধ্যে দিয়ে গুরুপুজা আচরিয়া অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।  জগতে সকল প্রাণী সুখী হউক। সব্বে স ত্তা সুখীতা হোন্ত

এমএসএম / এমএসএম

কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক

কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা

লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম

কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন

বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ

বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি

ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের

সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়

শালিখার দুঃস্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ