সাতকানিয়া: পুলিশ পরিচয়ে আওয়ামী লীগ খোঁজার কথা বলে গরু লুট
দরজা খুলুন, আমরা পুলিশের লোক। বাড়িতে আওয়ামী লীগের কেউ আছে?’—এমন ভয়ভীতি প্রদর্শন ও কথার মারপ্যাঁচে ফেলে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি সংঘবদ্ধ ডাকাতদল তিনটি গরু লুট করে নিয়ে গেছে। ধারাবাহিক চুরি ও ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয় খামারি ও সাধারণ কৃষকেরা আতঙ্কে দিন কাটাচ্ছেন এবং দ্রুত ডাকাতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম বড়দুয়ারা গ্রামের মাহালিয়া রাস্তার মাথায় এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. নুরুন্নবী সওদাগর জানান, রাত ২টার দিকে কয়েকজন ব্যক্তি দরজায় জোরে জোরে কড়া নাড়তে থাকেন। ঘুম থেকে উঠে দরজার পাশে দাঁড়িয়ে তিনি কী হয়েছে জানতে চাইলে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলেন। একই সঙ্গে ডাকাতদলের সদস্যরা বলেন, বাড়িতে আওয়ামী লীগের লোক রয়েছে, তাদের গ্রেপ্তার করতে এসেছি। দ্রুত দরজা না খুললে ভেঙে ফেলার হুমকিও দেন তারা। তবে সন্দেহ হওয়ায় তিনি দরজা খুলেননি। একপর্যায়ে তারা রাগান্বিত হয়ে চলে যান।
কিছুক্ষণ পর দরজা খুলে গোয়ালঘরে গিয়ে তিনি দেখতে পান, তালা ভেঙে তিনটি গরু লুট করে নিয়ে গেছে। তখনই তিনি বুঝতে পারেন, তারা প্রকৃতপক্ষে পুলিশ নয়; বরং একটি সংঘবদ্ধ ডাকাতদল। ঘটনার পরপরই আশপাশের লোকজন ও পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আইনি সহায়তার আশ্বাস দেয়।
স্থানীয় কৃষক আবুল হোসেন বলেন, ‘আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ কৃষিকাজের পাশাপাশি গরু লালন-পালন করে। ইদানীং হঠাৎ করে বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা বেড়েছে। এখন তো গরু ডাকাতি পর্যন্ত শুরু হয়েছে। আমরা সবাই আতঙ্কে আছি।’
একই এলাকার বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। এতে প্রকৃত পুলিশের ওপরও মানুষের আস্থা নষ্ট হচ্ছে। রাতে পুলিশের টহল জোরদার করা এবং ভুয়া পুলিশ পরিচয়ধারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি।’
বাজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মহিউদ্দিন বলেন, ‘গরু ডাকাতির খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও গরু বা ডাকাতদের সন্ধান পাওয়া যায়নি। ডাকাতদল কৌশলে বাড়ির লোকজনকে ভয়ভীতি দেখিয়ে গরুগুলো লুট করে নিয়ে গেছে।’
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
এমএসএম / এমএসএম
বাসি খাবার বিক্রির জন্য সংরক্ষণ, হোটেল মালিকের জরিমানা
আধুনিকতার ছোঁয়ায় গরু দিয়ে হালচাষ এখন শুধুই স্মৃতি
কুড়িগ্রাম-২ আসনে এনসিপির মনোনয়ন পত্র সংগ্রহ
রায়গঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তারা
বড়লেখায় বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার ও চেকপোস্ট স্থাপন করে তল্লাশি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আত্রাইয়ে উপজেলা বিএনপির আনন্দ মিছিল
মান্দায় স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, স্বামীসহ আটক ৩
গোদাগাড়ীতে বেশি দামে সার বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
হাটিকুমরুলে ঢাকা মহাসড়কের পাশেই চোরাই পাথরের রমরমা ব্যবসা
ফুলছড়িতে গরু ব্যবসায়ী খোকা মিয়া হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার
বগুড়ায় লোটো শোরুমের মালিককে অপহরণের পর হত্যা
দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদের মনোনয়ন উত্তোলন