ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ২৫-১২-২০২৫ দুপুর ৪:২৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা এবং ঢাকার তিনশত ফিটে গণসংবর্ধনাকে ঘিরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সকাল থেকেই পরিবহনের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। বৃহস্পতিবার(২৫ ডিসেম্বর) ভোর থেকেই দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা রাজধানীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দূরপাল্লার পরিবহনে করে বেশির ভাগ জেলা থেকে মধ্যরাতে যাত্রা শুরু করেন তারা। ফলে সকাল থেকেই ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ঢাকাগামী যানবাহনের চাপ সৃষ্টি হয়। অপর দিকে টানা তিনদিনের ছুটি থাকায় এবং দুপুরের পর নেতাকর্মীরা ফিরতে শুরু করায় দক্ষিনাঞ্চলগামী লেনেও পরিবহনের বাড়তি চাপ তৈরি হয়। সরেজমিনে বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে এই চিত্র।

খোঁজ নিয়ে জানা গেছে, তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে মাদারীপুর জেলার শিবচর থেকে বিএনপির নেতাকর্মীরা বুধবার সকাল থেকেই ঢাকা যাওয়া শুরু করেন। এছাড়া, বৃহস্পতিবার ভোর থেকেও স্থানীয় নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা করে। মাদারীপুর থেকে ভোরে নেতাকর্মীদের গাড়ি বহর এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মাসেতু পার হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করে। দূরপাল্লার পরিবহন, মাইক্রোবাস সহ অন্যান্য পরিবহনের বাড়তি চাপ দেখা যায় এক্সপ্রেসওয়েতে। ভোর থেকে সকাল দশটা পর্যন্ত ঢাকামুখী চাপ এবং দুপুরের পর থেকে দক্ষিনাঞ্চলমুখী লেনে চাপ বাড়ে যাত্রীদের। 

জেলা বিএনপির নেতারা জানান, দীর্ঘ ১৭ বছর প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানানোর পাশাপাশি জনসভায় যোগ দিতে বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে রাজধানী ঢাকায় ছোটার ঢল নেমেছে। প্রিয় নেতাকে একনজর দেখতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড, শকুনি লেক, পৌর ঈদগাহ মাঠ, বিসিক শিল্প নগরী, চৌরাস্তা এলাকায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী জড়ো হন। পরে সেখান থেকে তারা যানবাহনে ঢাকার পথে যাত্রা শুরু করেন। এ সময় দলীয় পতাকা, ব্যানার ও ফ্যাস্টুন নিয়ে যাত্রা শুরু করেন দলীয় নেতাকর্মীরা।

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান জানান, 'দীর্ঘ ১৭ পর তারেক রহমানকে দেশের মানুষ কাছে পাবেন। স্বাভাবিকভাবে সবাই খুশিতে আত্মহারা। তারেক রহমান দেশে না থাকলেও নেতাকর্মীদের কাছাকাছি ছিলেন। অনলাইনে তার বক্তব্য শুনেছেন। এখন সবাই স্বচোখে দেখবেন। বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সারা দেশের মানুষ উদগ্রীব হয়ে অপেক্ষা করছেন এই ২৫ ডিসেম্বরের জন্য।'

এক্সপ্রেসওয়ের পাঁচ্চরে থাকা একাধিক যাত্রী জানান,'বৃহস্পতিবার সকালে ছিল ঢাকাগামী পরিবহনের চাপ। নেতাকর্মী ও সাধারণ সমর্থকেরাও আজ(বৃহস্পতিবার) ঢাকা গিয়েছে। দুপুরের পর আবার ঢাকা ফেরত যাত্রীদের চাপও রয়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে। 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম জানান,'মহাসড়কে যানবাহনের বাড়তি রয়েছে। গতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ মহাসড়কে দায়িত্ব পালন করছে। ঘন কুয়াশায় সতর্কতার সাথে গাড়ি চালাতে চালকদের পরামর্শ দেয়া হচ্ছে।'

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই

রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়

যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার

সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নেত্রকোনায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ