বান্দরবান সদরের ডেপুটি রেঞ্জার ও থানচি রেঞ্জারের আমলনামা
সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার
বান্দরবান বন বিভাগের স্পেশাল টিমের ওসি ও সদর রেঞ্জ কর্মকর্তা কাজী মোঃ সাইফুল ইসলামের বিরুদ্ধে সাঙ্গু রিজার্ভের কাঠ দিয়ে থানচিতে অবৈধভাবে ইটভাটায় জ্বালানি সরবরাহের লাইসেন্স প্রদানসহ ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, চলতি মৌসুমে ২০ লক্ষ টাকার বিনিময়ে ইটভাটা মালিক ও আওয়ামী লীগ নেতা সুজনের সাথে এই রফাদফা সম্পন্ন হয়েছে। সাইফুল ইসলাম ওই নেতাকে আশ্বস্ত করেছেন যে, তিনি দায়িত্বে থাকাকালীন ডিএফও-কে ম্যানেজ করবেন। তার এই কর্মকাণ্ডে বন বিভাগের অভ্যন্তরে কানাঘুষা চলছে এবং পরিবেশের জীববৈচিত্র্য ধ্বংসের আশঙ্কায় বান্দরবানের সুশীল সমাজ চরম উৎকণ্ঠায় রয়েছে।
অপরদিকে, দায়িত্ব গ্রহণের পরপরই ডেপুটি রেঞ্জ কর্মকর্তা কাজী মোঃ সাইফুল ইসলাম সাঙ্গু রিজার্ভ উজাড়ের নতুন মিশনে নেমেছেন বলেও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি থানচি রেঞ্জ কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেনের সঙ্গে গোপন সিন্ডিকেট গড়ে তুলে দীর্ঘদিন বন্ধ থাকা ‘জোত পারমিট’ অবৈধভাবে পুনরায় চালু করেছেন। এই সিন্ডিকেটের মাধ্যমে থানচি রেঞ্জ এলাকা থেকে সাঙ্গু রিজার্ভের সংরক্ষিত গাছ নির্বিচারে কেটে প্রথমে বান্দরবান সদর ডিপোতে পাঠানো হচ্ছে। সেখানে সাইফুল ইসলাম কাগুজে বৈধতার ছদ্মবেশে টিপি (ট্রানজিট পাস) ইস্যু করে সেই কাঠ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক আগের দিন কাজী মোঃ সাইফুল ইসলাম প্রভাবশালী মহলকে মোটা অংকের অর্থের বিনিময়ে ম্যানেজ করে বান্দরবান সদর রেঞ্জ কর্মকর্তার গুরুত্বপূর্ণ দায়িত্ব বাগিয়ে নিয়েছেন বলে জানা গেছে। নির্ভরযোগ্য সূত্র জানায়, এই পদে ডেপুটি রেঞ্জার মোঃ রাশেদুজ্জামানের দায়িত্ব পাওয়ার কথা থাকলেও সিসিএফ, সিএফ ও ডিএফও পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে প্রায় ৫০ লক্ষ টাকার একটি ‘প্যাকেজ ডিল’ সম্পন্ন করে সাইফুল ইসলাম পদটি নিশ্চিত করেন। একই সঙ্গে তাকে স্পেশাল টিমের ওসি এবং বালাঘাটা এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে, যা বন বিভাগের প্রচলিত প্রশাসনিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। গত ১১ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের পর থেকেই ওই প্যাকেজের টাকা তুলতে তিনি মাঠে সক্রিয় হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই লক্ষ্যে তিনি এইচ.এম জলিলুর রহমান, মোঃ সোহেল হোসেন, জয়ন্ত কুমার রায় ও মোঃ আবুল হোসেনসহ কয়েকজন ফরেস্ট গার্ডকে নিয়ে গোপন বৈঠক করেছেন।
অনুসন্ধানে জানা যায়, এই কর্মকর্তারা আগে থেকেই সদর রেঞ্জাধীন শহর ও সুয়ালক ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে অবৈধ কাঠ পাচারের মাসিক লাইন পরিচালনা করে আসছিলেন। নতুন রেঞ্জ কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর এই নেটওয়ার্ক আরও শক্তিশালী হয়েছে। সাইফুল ইসলাম অবৈধ কাঠ ব্যবসায়ীদের সাথে সরাসরি যোগাযোগ করে মোটা অংকের টাকার বিনিময়ে দিন-রাতে সেগুন কাঠ ও প্রাকৃতিক বনের কাঠ পাচারের জন্য অলিখিত ‘লাইন’ ও অনুমতি দিয়ে যাচ্ছেন। বন বিভাগের অভ্যন্তরীণ সূত্র বলছে, কাজী মোঃ সাইফুল ইসলাম আগামী দুই বছরের মধ্যে অবসরে যাবেন, তাই অবসরের আগে তিনি দুর্নীতির শেষ ছোবল দিতে এসেছেন। এই বিতর্কিত পদায়নকে কেন্দ্র করে বন বিভাগের ভেতরে ও বাইরে ব্যাপক সমালোচনা চলছে।
এ বিষয়ে কাজী মোঃ সাইফুল ইসলাম জানান, এই বিষয়ে তার কিছু জানা নেই। তিনি মাত্র ১০-১২ দিন আগে দায়িত্ব গ্রহণ করেছেন এবং কাজের চাপে সময় পাচ্ছেন না বলে দাবি করেন। থানচিতে ইটভাটায় জ্বালানির লাইসেন্স দেওয়ার বিষয়টিও তিনি অস্বীকার করেন। অন্যদিকে, দুর্নীতির সহযোগী হিসেবে অভিযুক্ত থানচির রেঞ্জার ইসরাইল তার এলাকায় কোনো জোত পারমিট চালুর কথা অস্বীকার করেছেন এবং সদর রেঞ্জ কর্মকর্তার সাথে কোনো মিটিং বা ইটভাটায় কাঠ ব্যবহারের অনুমোদনের কথা নাকচ করে দেন। তবে ইটভাটায় জ্বালানি হিসেবে কী ব্যবহৃত হচ্ছে, সে বিষয়ে তিনি নীরব থাকেন। অভিযোগ রয়েছে, ইসরাইল থানচি রেঞ্জের দায়িত্বকে পুঁজি করে প্রতিদিন বিপুল পরিমাণ অর্থ উপার্জন করছেন।
এমএসএম / এমএসএম
সাইফুল ইসলামের দূর্নীতির ডান হাত থানচির রেঞ্জার ইসরায়েল, দেদারসে চলছে কাঠ পাচার
ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত
রৌমারীতে শীতার্ত মানুষরে মাঝে কম্বল বিতরণ
বড়লেখায় নিসচা’র খাবার বিতরণ ও দোয়া মাহফিল
কৃষিজমি বাঁচাতে সাহসী অভিযান, রায়গঞ্জের এসিল্যান্ড মাসুদ রানার জনআস্থা অর্জন
বড়লেখায় টিলা কর্তনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের লাক্ষ টাকা জরিমানা
উপজেলা নির্বাহী অফিসার, সন্দ্বীপের উদ্যোগে ভোটকেন্দ্র পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ
আত্রাইয়ে দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীন উৎসব অনুষ্ঠিত
বারহাট্টার জনপদে জেঁকে বসেছে শীত
গভীর রাতে অসহায় শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন কোটালীপাড়ার এসিল্যান্ড
অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মাহফুজ, সম্পাদক আসলাম
রোহিঙ্গাদের জন্মনিবন্ধন তৈরি, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ