‘আমাদের জন্য দোয়া করবেন’
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব জয়ের পর থেকেই বিনোদন জগতে তার পথচলা শুরু। এরপর র্যাম্প মডেলিং থেকে শুরু করে রুপালি পর্দায় ‘চোরাবালি’ ছবির মাধ্যমে নজর কেড়েছেন ভক্তদের। তবে পেশাদার জীবনের বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব এই তারকা।
নতুন বছরের আগমনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন পিয়া। ফেলে আসা বছরের নানা ঘটনাপ্রবাহ এবং চড়াই-উতরাইয়ের স্মৃতি স্মরণ করে নিজের ফেসবুক হ্যান্ডেলে মনের কথা প্রকাশ করেছেন তিনি।
পিয়া লেখেন, ‘নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। বিগত বছরের জন্য আমি কৃতজ্ঞ। বছরটি অনেক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে, যার মধ্যে আমার বাবার মৃত্যু ছিল সবচেয়ে বড় শোক।’
পাশাপাশি এই বছরে নিজের কিছু ইতিবাচক কাজের স্মৃতির কথাও বলেন তিনি। পিয়ার কথায়, ‘তবুও আলহামদুলিল্লাহ, আমরা কৃতজ্ঞ থাকতে পেরেছি। কারণ আমরা আমাদের সন্তান, নিজেদের এবং আমাদের চারপাশের কিছু মানুষ ও পশুপাখির জন্য কিছু করতে পেরেছি। মহান আল্লাহর কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই।’
পোস্টের শেষে জীবনের নতুন যাত্রায় ভক্তদের ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে তিনি লিখেছেন, ‘আমাদের জন্য দোয়া করবেন।’
প্রসঙ্গত, শোবিজের পাশাপাশি আইন পেশাতেও যুক্ত পিয়া জান্নাতুল। সুপ্রিম কোর্টের আইনজীবী তিনি। হবিগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে তিনি কাজ করতেন।
Aminur / Aminur
‘আগে যেভাবে কাজ করতাম, এখন তা সম্ভব নয়’
‘ভালোবাসা সব জয় করতে পারে’
‘আমাদের জন্য দোয়া করবেন’
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
প্রতিশ্রুতি দিয়ে কথা রাখেনি : ঋতুপর্ণা
কণ্ঠশিল্পী সালমার বিচ্ছেদ
কবে চার হাত এক হচ্ছে বিজয়-রাশমিকার?
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো দিয়ামনি ই কমিউনিকেশন আইকনিক স্টার অ্যাওয়ার্ড
এখন এফডিসির দিকে তাকাই না : ডলি জহুর
এই গল্প আপনার মনকে উষ্ণ রাখবে : মেহজাবীন
বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!
আমাকে ভক্তদের ঋণ শোধ করতে হবে— বলেই নতুন যাত্রায় থালাপতি