কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস
কুড়িগ্রাম জেলা জুড়ে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস, ঘন কুয়াশা আর রাতভর বৃষ্টির মতো ঝরা শিশিরে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্যমতে, আজ শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। যা গতmmmm শুক্রবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস
গতকাল বাতাসের আর্দ্রতা ছিল শতভাগ, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করে তুলেছে।নদনদী বেষ্টিত চরাঞ্চলগুলোতে শীতের প্রকোপ যেন কয়েক গুণ বেশি।
কুড়িগ্রামের ১৬টি নদীর ৪০০টি চরের মধ্যে ২৬৯টিতে মানুষের বসবাস রয়েছে। এসব চরে প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষ বসবাস করেন। হিমেল বাতাস আর কনকনে ঠান্ডায় চরবাসীরা ঘরবন্দি হয়ে পড়ছেন, সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিশু ও বৃদ্ধরা।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র তীরবর্তী দইখাওয়ার চর, রাউলিয়া, কালির আলগা, গোয়ালপুরী, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারি–দাগারকুটি, চিলমারীর কড়াই বরিশাল ও মনতলার চর, শাখাহাতির চর, রৌমারীর শৌলমারি ইউনিয়নের ঘুঘুমারি ও সুখের বাতি, রাজিবপুর উপজেলার বড়বের ভেলামারি এবং রাজারহাটের তিস্তা তীরবর্তী চর বিদ্যানন্দ, ধরলা নদীর তীরবর্তী গোরক মন্ডল, ধনী রাম ও জগমোহনের চরসহ নানা দুর্গম চরে শীতের তীব্রতা জনজীবনকে কার্যত অচল করে তুলেছে।
যাত্রাপুরের ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর জানান, তার ইউনিয়নের লোকসংখ্যা প্রায় ৩৬ হাজার। এর মধ্যে তিন ভাগের দুই ভাগ মানুষ ব্রহ্মপুত্র নদ দ্বারা বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাস করেন। ইউনিয়নে প্রায় ২০টি চর রয়েছে, যেখানে প্রায় ১৬ হাজার মানুষ শীতের চরম দুর্ভোগে রয়েছেন। প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। শীতার্ত মানুষদের নিয়ে তিনি মহাবিপাকে পড়েছেন বলেও জানান।
শীতের প্রভাব পড়েছে দিনমজুর শ্রেণির মানুষের জীবনেও। প্রচন্ড ঠান্ডার কারণে অনেকেই কাজে যেতে পারছেন না। আয় বন্ধ হয়ে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে তাদের দিন কাটছে অনিশ্চয়তার মধ্যে।
এদিকে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। জেলা সদর হাসপাতালসহ নয়টি উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রতিদিনই বাড়ছে সর্দি–কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকদের মতে, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ উপজেলায় ৫৪ লাখ টাকার ২২ হাজার কম্বল কিনে বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম
লাকসামে জ্যোতিঃ পাল মহাথের’র ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপিত
রূপগঞ্জে বিএনপি প্রার্থী দিপু ভূইয়াকে জয়যুক্ত করতে ঐক্যবদ্ধ ইউপি চেয়ারম্যান ও সদস্যরা
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই: শেখ মো. রেজাউল ইসলাম
দাঁড়িয়ে আছে শুধু কঙ্কাল চর কলাতলীতে আবাসনের নামে মানবিক বিপর্যয়
জিলাপি বিক্রি করে মাসে ৪০ হাজার টাকা আয় করেন সিংড়ার আসাদ
বাগেরহাট পৌর সভার বিভিন্ন সড়কের নির্মাণ কাজে ধীর গতি, চরম ভোগান্তিতে পৌরবাসী
ঝিনাইদহে ২৭ জন প্রার্থীর মধ্যে ২৩ জনের মনোনয়ন বৈধ ঘোষণা
শেরপুর সীমান্তে র্যাবের অভিযান: ৩৬৯ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক
বেগম খালেদা জিয়া দেশের মানুষের হৃদয়ের নেত্রী হয়ে থাকবেন:ডা. শাহাদাত
শালিখায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।
উৎসবমুখর পরিবেশে কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
দাউদকান্দিতে বৈষম্য বিরোধী মামলার দুই আসামি গ্রেফতার