ঢাকা বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

হানিয়া আমিরের বিয়ের গুঞ্জন, দুঃসংবাদ দিলেন জ্যোতিষী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১১:৭

২০২৬ সাল শুরু হতে না হতেই পাকিস্তানের বিনোদন জগত- ললিউডে লেগেছে গুঞ্জনের হাওয়া! শোনা যাচ্ছে, জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ও গায়ক আসিম আজহারের পুরনো প্রেম নতুন করে জোড়া লাগতে যাচ্ছে; যা নিয়ে যেতে পারে তাদের বিয়ে পর্যন্ত। তবে এই আনন্দের খবরেই ঘটনা শেষ নয়! এই বছরে বিয়ে করলে নাকি হতে পারে তাদের বিচ্ছেদ! হ্যাঁ, সম্প্রতি পাকিস্তানের এক জ্যোতিষীই করেছেন এমন দাবি।

২০১৮ সাল থেকে হানিয়া ও আসিমের প্রেমের খবর ছিল ওপেন সিক্রেট। কিন্তু ২০২০ সালে তাদের সেই সম্পর্কের ইতি ঘটে। তবে সম্প্রতি আসিম আজহারের বাগদান ভেঙে যায়; এর পর থেকে হানিয়া ও আসিমের ফের এক হওয়ার গুঞ্জন জোরালো হয়। সামাজিক মাধ্যমে একে অপরের প্রতি ইতিবাচক ইঙ্গিত, বিভিন্ন পাবলিক ইভেন্টে একসাথে উপস্থিতি তাদের ঘনিষ্ঠ অবস্থানে আসার বিশ্বাসটি ভক্তদের মনে জোরালো করে। সে থেকেই গুঞ্জন, চলতি বছরেই বিয়ের পিঁড়িতেই বসতে পারেন তারা।   
এদিকে হানিয়া আমিরের বিয়ে নিয়ে যখন পাকিস্তানের বিনোদন জগত উত্তাল, তখন এ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন প্রখ্যাত জ্যোতিষী সামিয়া খান। হানিয়ার রাশিফল বিশ্লেষণ করে তিনি সতর্ক করে বলেন, হানিয়ার এখন ক্যারিয়ারে মন দেওয়া উচিত। ২০২৬ সালে বিয়ে করলে তার বিচ্ছেদের প্রবল সম্ভাবনা রয়েছে, যা তার ব্যক্তিত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে, জ্যোতিষী কিনান চৌধুরীর দাবি, তিনি হানিয়ার আগের বিচ্ছেদের কথা আগেভাগেই বলে দিয়েছিলেন। তার মতে, হানিয়া বর্তমানে নতুন সম্পর্কে আছেন এবং এ বছরই তা বিয়েতে রূপ নেওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তবে, হানিয়া আমির বা আসিম আজহার কেউই এখনও পর্যন্ত বিয়ের বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে ২০২৬ সাল ললিউডের এই মেগাস্টারদের জন্য বিয়ের বছর হবে না কি জ্যোতিষীদের আশঙ্কাই সত্যি হবে, তা সময়ই বলে দেবে।

 

Aminur / Aminur

‘সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিতে পারেন’

চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

আকাশচুম্বী পারিশ্রমিক চাইছেন তামান্না!

প্রকাশ পেলো শেখ আলমাছ এর লেখা গান 'তুমি নেই বলে'

অপু ,পূজা,বুবলীর স্টাইলিং করে আলোচনার তুঙ্গে মাহফুজ কাদরী

নীরবে দীর্ঘ পথচলা: ফ্যাশন মডেল রাজ ম্যানিয়া

অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!

মাসে ৫ দিনের বেশি কাজ করি না : রুনা খান

‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্র আলোচিত মেঘনা আলম!