‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা
বলিউড ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া ৩’ ছবিতে ‘রুহ বাবা’ খ্যাত কার্তিক আরিয়ানের সঙ্গে পর্দা ভাগ করে নজর কেড়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন বছরের শুরুতেই বড় চমক দিলেন ওপার বাংলার অভিনেত্রী প্রান্তিকা দাস। আবারও হিন্দি সিনেমার পর্দায় দেখা যাবে তাকে। তবে এবার আর ছোট কোনো চরিত্রে নয়, সরাসরি কেন্দ্রীয় চরিত্রে অভিষেক হতে যাচ্ছে।
হরর-কমেডি ঘরানার নতুন একটি ছবিতে অভিনয় করেছেন প্রান্তিকা, যার নাম ‘জোর’। তিন বন্ধুর গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি আগামী ১৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ক্যারিয়ারের শুরুতে কার্তিক আরিয়ানের মতো তারকার সঙ্গে অভিনয় করাকে বড় মাইলফলক মনে করেন প্রান্তিকা।
তবে নতুন ছবি ‘জোর’ নিয়ে তার উচ্ছ্বাস একটু বেশিই। ছবিতে ‘সরস্বতী’ নামের এক উচ্চাকাঙ্ক্ষী তরুণীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। নিজের চরিত্রটি নিয়ে প্রান্তিকা বলেন, ‘হিন্দি ছবিতে কাজ করার আলাদা আনন্দ আছে। এতে সারা দেশের মানুষের কাছে পৌঁছানো যায়।’
‘‘জোর’ সিনেমায় আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। সরস্বতী এমন এক মেয়ে, যে নিজের লক্ষ্য পূরণে যেকোনো পর্যায়ে যেতে পারে। এমনকি নিজের সৌন্দর্যকেও সে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে দ্বিধাবোধ করে না।’
ছবিটির শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এই অভিনেত্রী জানান, হরর-কমেডি হওয়ার কারণে শুটিং সেটে যেমন মজা হয়েছে, তেমনি ভয়ের দৃশ্যে অভিনয় করতে গিয়ে সত্যি সত্যিই শিউরে উঠেছিলেন তিনি। ছবিতে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে বলেও জানান তিনি।
‘জোর’ সিনেমায় প্রান্তিকার সঙ্গে অন্য দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন ঋষভ রাজ চাড্ডা এবং আকাশ মাখিজা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শক্তিমান অভিনেতা জয় সেনগুপ্তকে। বছরের শুরুতেই বড় পর্দায় প্রান্তিকার এই নতুন মিশন কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।
Aminur / Aminur
‘সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিতে পারেন’
চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান
আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান
‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি
ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস
আকাশচুম্বী পারিশ্রমিক চাইছেন তামান্না!
প্রকাশ পেলো শেখ আলমাছ এর লেখা গান 'তুমি নেই বলে'
অপু ,পূজা,বুবলীর স্টাইলিং করে আলোচনার তুঙ্গে মাহফুজ কাদরী
নীরবে দীর্ঘ পথচলা: ফ্যাশন মডেল রাজ ম্যানিয়া
অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!
মাসে ৫ দিনের বেশি কাজ করি না : রুনা খান
‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা