ঢাকা বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্র আলোচিত মেঘনা আলম!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-১-২০২৬ দুপুর ১১:২৪

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম প্রথমবারের মতো অভিনয়ে নাম লেখালেন। ফরিদুল হাসানের পরিচালনায় ধারাবাহিক নাটক ‘মহল্লা’য় রহস্যময় চরিত্রে দেখা যাবে তাকে। এটিই মেঘনা আলমের অভিনয়জীবনের প্রথম কাজ।
অভিনয় অভিজ্ঞতা প্রসঙ্গে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে মিডিয়া বা বিনোদন জগতে আমার কোনো কাজের অভিজ্ঞতা ছিল না।
তখন আমি নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই স্বপ্ন ছিল- একদিন মুকুট পরে দেশের সেরা সুন্দরীর প্রতীক হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এবার অভিনয়ে এলাম।
প্রথম কাজের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য ছিল।
নাটকটির সংশ্লিষ্ট সূত্র জানায়, ধারাবাহিক ‘মহল্লা’র ২৭তম পর্বে মেঘনা আলমকে দেখা যাবে। পর্বটি প্রচারিত হবে আগামী ৩ জানুয়ারি রাত ৮টা ৪০ মিনিটে।
উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি মেঘনা আলম পরিবেশ আন্দোলন ও কৃষিভিত্তিক বিভিন্ন ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
একই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন। শুধু তাই নয়, আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা তার।

Aminur / Aminur

‘সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিতে পারেন’

চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান

আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান

‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি

ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

আকাশচুম্বী পারিশ্রমিক চাইছেন তামান্না!

প্রকাশ পেলো শেখ আলমাছ এর লেখা গান 'তুমি নেই বলে'

অপু ,পূজা,বুবলীর স্টাইলিং করে আলোচনার তুঙ্গে মাহফুজ কাদরী

নীরবে দীর্ঘ পথচলা: ফ্যাশন মডেল রাজ ম্যানিয়া

অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!

মাসে ৫ দিনের বেশি কাজ করি না : রুনা খান

‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা

‘মহল্লা’য় রহস্যজনক চরিত্র আলোচিত মেঘনা আলম!