মাসে ৫ দিনের বেশি কাজ করি না : রুনা খান
জনপ্রিয় অভিনেত্রী রুনা খান তার দীর্ঘ দুই দশকের অভিনয় ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কোনো কিছুর প্রতিই তিনি খুব কট্টর বা উগ্র নন, বরং জীবনের প্রতিটি বাঁককে একটি জার্নি বা ভ্রমণ হিসেবে দেখতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন।
রুনা খান বলেন, ‘ব্যক্তি মানুষ হিসেবে আমি কোনো কিছুরই খুব কট্টর সমালোচক নই। জীবনের সবকিছুই আপেক্ষিক। যেকোনো নতুন চেষ্টাকে আমি ইতিবাচকভাবে দেখি। কারো ভালো লাগবে, আবার কারো লাগবে না এটাই স্বাভাবিক। আমাদের উচিত সবকিছু আর একটু সহজ করে দেখা।’
নিজের কাজ করার ধরণ নিয়ে এই অভিনেত্রী জানান, গত ১৫ বছর ধরে তিনি একটি নির্দিষ্ট নিয়মে কাজ করে যাচ্ছেন। ক্যারিয়ারের দীর্ঘ সময় পার করলেও কাজের সংখ্যা নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
রুনা বলেন, ‘আমি মাসে গড়ে পাঁচ দিনের বেশি কাজ করি না। ২০০৯ সালে বিয়ের পর সন্তানের জন্য তিন বছরের একটা বিরতি নিয়েছিলাম। এরপর থেকে এখন পর্যন্ত বছরে মাত্র তিন থেকে চারটি কাজ করি।’
বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে কাজের প্রচার বাড়লেও নিজের অবস্থানে তিনি স্থির আছেন বলে জানান। তার কথায়, ‘১০ বছর আগেও আমি বছরে ৪-৫টি কাজ করতাম, এখনো তাই করছি। আমি একই জায়গায় আছি। আমার কাছে জীবন মানে পথ চলতে পারাটাই বড় কথা।’
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ওটিটি প্ল্যাটফর্মে রুনা খানের অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। তবে কাজের সংখ্যার চেয়ে কাজের গুণগত মান এবং ব্যক্তিগত প্রশান্তিকেই তিনি সবসময় প্রাধান্য দিয়ে আসছেন।
এমএসএম / এমএসএম
‘সিনেমার মিটিংয়ে বলেছিলাম, অডিশন ছাড়া নিতে পারেন’
চারিদিকে ঠান্ডা কোথাও বসতে পারছি না : জয়া আহসান
আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা : সাদিয়া আয়মান
‘হাওয়া’র পর তিন সিনেমা নিয়ে আসছেন তুষি
ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস
আকাশচুম্বী পারিশ্রমিক চাইছেন তামান্না!
প্রকাশ পেলো শেখ আলমাছ এর লেখা গান 'তুমি নেই বলে'
অপু ,পূজা,বুবলীর স্টাইলিং করে আলোচনার তুঙ্গে মাহফুজ কাদরী
নীরবে দীর্ঘ পথচলা: ফ্যাশন মডেল রাজ ম্যানিয়া
অ্যানিভার্সারি লুকে চমকে দিলেন তাহসান পত্মী রোজা!
মাসে ৫ দিনের বেশি কাজ করি না : রুনা খান
‘রুহ বাবা’র সঙ্গে বলিউডে পা, ফের হিন্দি ছবিতে প্রান্তিকা