গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু, আহত ৫
নাটোরের গুরুদাসপুরে ইজিবাইক, অটোভ্যান ও ইটবহনকারী ট্রলির মধ্যে ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকের দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের হালসা- নাজিরপুর সড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার নাজিরপুর ইউনিয়নের রানীনগর মোল্লাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে হায়দার আলী (২৮) ও একই গ্রামের মৃত আকবর আলীর ছেলে আফসার আলী (৭০)। আহত পাঁচজনের মধ্যে ৩ জনের শংকামুক্ত হলেও অপর ২জন হযরত আলীর ছেলে সাব্বির (১৭) রাজশাহী হাসপাতালে ও মৃত লবির উদ্দিনের ছেলে হাকিম (৬৫) নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়সুত্রে জানাযায়, উপজেলার নাজিরপুরের রানীনগর মোল্লাপাড়া গ্রাম থেকে মাটি খনন কাজের উদ্দেশে ইজিাবাইকে করে পাশ্ববর্তী সিংড়া উপজেলার চকলাড়–য়া গ্রামে যাচ্ছিলেন ৮জন শ্রমিক। পথিমধ্যে যাত্রীবাহী ইজিবাইক, অটোভ্যান ও ইট বহনকারী ট্রলির মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই আফসার আলী (৭০) মারা যান। আহত হয় আরো ৬ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য আহতদের নাটোর সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্ররণ করা হয়। পরে আহতদের মধ্যে হায়দার আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আফসার আলীর মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ইজিবাইক যাত্রী আব্দুল হালিম বলেন, নিজ উপজেলা থেকে আমরা সবাই মাটি খনন কাজে পাশ্ববর্তী সিংড়ার উপজেলার চকলাড়–য়ায় যাচ্ছিলাম। কুয়াশাচ্ছন্ন হালসা-নাজিরপুর আঞ্চলিক সড়কে ঠিকমত যানবাহনও দেখা যাচ্ছিলো না। গুপিনাথপুর এলাকায় পৌঁছালে সামনে থেকে আসা অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে বিপরীতমুখী আসা ইটবহনকারী বোঝাই ট্রলির সাথে ধাক্কা খেয়ে আমাদের ইজিবাইকটি ছিটে পড়ে। এরপর কি ঘটে আমি বলতে পারবো না।
এদিকে নিহত দুই পরিবারে চলছে শোকের মাতম। এবিষয়ে পরিবারের সদস্যদের সাথে কথা বলতে চাইলে কেউ কোন কথা বলতে রাজি হয়নি।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার বলেন, দুর্ঘটনার তদন্ত চলছে। এবিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। তবে আইনগত ব্যবস্থা প্রত্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
কক্সবাজার সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযান
মোংলায় কোস্ট গার্ডের অভিযানে অপহৃত নারী উদ্ধার; ১ অপহরণকারী আটক
কালকিনিতে টানা ৬ষ্ঠবারের মতো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান মোল্লারহাট ফাযিল মাদরাসা
লামায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
নেত্রকোনায় মাদক সেবনের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে জখম
কুড়িগ্রামে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার
রায়গঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট সচেতনতায় উঠান বৈঠক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিকের নব নির্মিত অফিস শুভ উদ্বোধন
বাগেরহাটে এনসিপির প্রধান সমন্বয়ক সহ ১২ সদস্যর আনুষ্ঠানিক পদত্যাগ
বিপুল পরিমান অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, শ্রমিক ফেডারেশনের বিবৃতি
ক্ষমতাকে আমানত হিসেবে রাখার ঘোষণা আবু সুফিয়ানের
সাবেক ছাত্রলীগ নেতার পদোন্নতি নিয়ে কেজিডিসিএলে তোলপাড়