ঢাকা সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১-২০২৬ রাত ৮:৫০

নতুন বছরে নতুন সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেছেন, এসএমই ও এসএমএস খাতের উন্নয়নের মাধ্যমে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার কার্যকর উদ্যোগ নেবে। তিনি বলেন, তরুণদের চাকরির মুখাপেক্ষী না রেখে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) রাজধানীর পুরানা পল্টনের কালভার্ট রোডে পল্টন টাওয়ারে অবস্থিত ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ঐতিহ্যবাহী দৈনিক বিজনেস ফাইল-এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের মাননীয় সচিব মো. ওবায়দুর রহমান। সভার উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. হালিদা হানুম আখতার। এতে সভাপতিত্ব করেন দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরী।
শিল্প সচিব বলেন, এসএমই ও এসএমএস খাতকে শক্তিশালী করতে সহজ অর্থায়ন, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তা বাড়ানো হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের শিল্প খাতে টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট এম এ আউয়াল, বিসিক চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের নিবন্ধক (অতিরিক্ত সচিব) এ কে এম নূরুন্নবী কবির।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ও বিকেএমইএ-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান, সম্মিলিত ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক মীর নিজাম উদ্দিন আহমেদ সিআইপি, এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক ও এম আর গ্রুপ চেয়ারম্যান মো. বজলুর রহমান এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক প্রবীর কুমার সাহা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আবু মোতালেব, নিয়াজ আলী চিশতী, এম এ সাত্তার খান এবং ডালাস গ্লোবাল ইনভেস্টমেন্টের সিইও গ্রীনচাষী কামরুজ্জামান মৃধাসহ বিভিন্ন খাতের প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা নতুন সরকারের কাছে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, নীতিগত স্থিতিশীলতা এবং ব্যবসা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময়

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও চাষী মজদুর সংগ্রাম পরিষদের পাঁচ দফা দাবি

এসএমই ও এসএমএস খাত উন্নয়নে তরুণ উদ্যোক্তা তৈরিতে জোর দেবে সরকার

গুলিস্তান-বঙ্গবাজারে মোজাম্মেল হক মজুর সাড়ে তিন দশকের ‘একচ্ছত্র সাম্রাজ্য’, অতিষ্ঠ ব্যবসায়ীরা

ডেমরায় ভবন নির্মাণ কাজে বাধা ও প্রাণনাশের হুমকি

চকরিয়া প্রেস ক্লাবের সদস্য ও প্রবীণ সাংবাদিক এস এম হান্নান শাহর ইন্তেকালে বিএমবিএস চেয়ারম্যানের শোক

উত্তরায় বিসিক পৌষমেলার উদ্বোধন, ‎হস্ত ও কারুপণ্যসহ দেশীয় পণ্যে সমৃদ্ধ

গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামানকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি

শীতার্ত ও অসহায় ৩০০ জনকে শীতবস্ত্র দিলো বিজিবি

রাজধানীতে মদের কারখানা ও আধুনিক ‘কুশ’ ল্যাব উদ্ঘাটন

রোমাঞ্চকর ফাইনালে বাংলাদেশ ফাইন্যান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন সিটি ব্যাংক

সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্ট এর পুরস্কার বিতরণ

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ড্যাব শিশু হাসপাতাল শাখার দোয়া-মাহফিল অনুষ্ঠিত