ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১-২০২৬ দুপুর ৪:১৯

কুড়িগ্রামের ২টি খাদ্য গুদামে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাঁড়াশি অভিযান চালিয়ে ৫২৭ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল ঘাটতি এবং ১২০ মেট্রিক টন চাল লোপাটের প্রস্তুতিকালে সিলগালা করেছে। খাদ্য বিভাগের দুর্নীতি নিয়ে দুদকের অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় তড়িঘরি করে জেলা খাদ্য বিভাগ নিজেদের দায় এড়াতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কিন্তু তাদের কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয় নি।
জেলা দুনীর্তি দমন কমিশনের সহকারী পরিচালক মো: সাবদারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুড়িগ্রামের জেলা খাদ্য গুদাম ও সদর উপজেলা খাদ্য গুদামের ১৪টি গুদাম ঘরের মধ্যে ৮টিতে ৫২৭ মে.টন ধান ও ৩৫ মে.টন চালের কোনো হদিস মেলে নি। অথচ খাদ্য বিভাগের কাগজ কলমে দেখানো হচ্ছে উধাও এই ধান ও চাল গুদামেই সংরক্ষিত আছে। পক্ষান্তরে গুদামে ১২০ মেট্রিক টন চাল মজুদ থাকলেও নথিপত্রে এর কোনো মজুদ নেই। অভিযোগে জানা যায়, ৫২৭ মে.টন ধান ও ৩৫ মে.টন চাল আত্মসাতের পর দুর্নীতিবাজ খাদ্য বিভাগের কর্মকর্তারা অবশিষ্ট ১২০ মে.টন চাল লোপাটের প্রস্তুতি নিচ্ছিল। এরকম অভিযোগের প্রেক্ষিতে দুদকের অভিযানে এই অনিয়ম-দুর্নীতির চিত্র ধরা পড়ে।  
এ ছাড়াও তিনি জানান, ৮০জন কৃষকের কাছ থেকে ৩০০০ কেজি করে ধান সংগ্রহ করা হয়েছে মর্মে কাগজপত্র দেখান কর্মকর্তারা যার ঠিকানা ও মোবাইল নম্বর নয়। এরমধ্যে যাচাইয়ের জন্য তাৎক্ষণিক ৮জনে সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তারা জানান ধান সরবরাহ করেন নি এবং কয়েকজন জানান তারা কৃষক নন, তাদের নম্বর কারা খাদ্য বিভাগে দিয়েছে তাও জানেন না।  
তিনি অভিযোগ করে বলেন, খাদ্য কর্মকর্তারা দুদকের এই অভিযান টিমকে বিভ্রান্ত করতে এলাহী অটো রাইস মিলসহ বিভিন্ন রাইস মিলে ঘাটতির চাল ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে মজুদ আছে মর্মে দাবী করে। কিন্তু সেখানে অভিযান চালিয়ে এর কোনো সত্যতা পাওয়া যায় নি। এতে প্রতীয়মান হয় খাদ্য বিভাগের একটি সংঘবদ্ধ চক্র পরিকল্পিতভাবে দীর্ঘদিন থেকে এ অনিয়ম দুর্নীতি করে আসছে।
সরকারি ক্রয়মূল্য প্রতি কেজি ধান ৩৪টাকা হিসাবে ৫২৭ মে.টন ধানের মূল্য  এক কোটি ৭৯লাখ ১৮হাজার টাকা, প্রতি কেজি চালের মূল্য ৫০টাকা হিসাবে ৩৫মে.টন চালের মূল্য ১৭লাখ ৫০হাজার টাকা আত্মসাত করা হয়। এছাড়া ১২০ মে.টন চাল যার মূল্য ৬০ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে বিশেষভাবে মজুদ করা হয়। সব মিলিয়ে দুই কোটি ৫৬ লাখ ৬৮ হাজার টাকার দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক।
কুড়িগ্রাম জেলা খাদ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কাজী হামিদুল হক খাদ্য বিভাগে দুদুকের অভিযানের কথা স্বীকার করে বলেন, এ অভিযান চলমান রয়েছে। কাজেই এই মুহূর্তে কী পরিমাণ অনিয়ম-অসঙ্গতি ধরা পড়েছে তা বলা সম্ভব হচ্ছে না। তবে খাদ্য বিভাগ তার স্বচ্ছতা নিশ্চিত করতে ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে সোমবার। ভূরুঙ্গামারী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হামিদুল ইসলামকে আহ্বায়ক, নাগেশ^রী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওছার হাবিব ও কারিগরী খাদ্য পরিদর্শক জোবেদ আলীকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। তবে তাদের তদন্ত কাজের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয় নি।

Aminur / Aminur

রাজস্থলীতে ভূমি অধিগ্রহনের খতিগ্রস্থ দের মাঝে ৬জনকে চেক বিতরণ

সোনাগাজীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে দুই ব্যাক্তির সাজা

কুমিল্লায় ধর্মরক্ষিত মহাথের’র ৫ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও কনকস্তূপ বৌদ্ধ বিহার ভিত্তিপ্রস্তর স্থাপন

অবৈধ কয়লা উৎপাদনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, গুঁড়িয়ে দেওয়া হলো ৭৪টি চুল্লি

শীতে কাঁপছে দেশ" বীজতলা নিয়ে শঙ্কায় কৃষক

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আবেদন করলেন দলের আরেক প্রার্থী!

পথে পথে ঘুরে হতদরিদ্রদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি)

চট্টগ্রামে পরিকল্পিত অগ্নিসংযোগের রহস্য উন্মোচন, আটক ৭

গোদাগাড়ীতে ২ হাজার পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, দুইজন পলাতক

কুড়িগ্রাম খাদ্য বিভাগের প্রায় আড়াই কোটি টাকা লোপাট অভিযোগ দুদকের

রাজশাহীতে নারী ভোটারদের নিয়ে গণভোটের বিশেষ প্রচারণা

কুমিল্লার যানজট সমাধানে ৭ দিনের মধ্যে দৃশ্যমান কাজ হবে - কুসিক প্রশাসক

বারহাট্টায় মাদক ও জুয়ার বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট