ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২১-১-২০২৬ বিকাল ৭:২৫

টাঙ্গাইলের ৮টি আসনে ৫৫ জন বৈধ প্রার্থীর মধ্যে ৯ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বর্তমানে ওই আসনগুলোতে প্রার্থীর সংখ্যা হলো ৪৬ জন। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। টাঙ্গাইল জেলা নির্বাচন কমিশনার কার্যালয় সূত্র জানায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ৬জন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে ৪ জন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ৫ জন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ৬ জন, টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে ৯ জন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ৭ জন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে ৩ জন ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে ৬ জন এমপি প্রার্থী রয়েছেন।
এদের মধ্যে টাঙ্গাইলের ৮ টি আসনে ৮ জন বিএনপির মনোনীত প্রার্থী এবং ৫ জন বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া জামায়াত ইসলামীর ৭ জন, এনসিপি'র ১জন প্রার্থী রয়েছেন।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে যাঁরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ফকির মাহবুব আনাম (স্বপন)। বিএনপির বিদ্রোহী মোহাম্মদ আলী এবং বিএনপি বহিস্কৃত অবসরপ্রাপ্ত কর্ণেল অসাদুল ইসলাম আজাদ। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. মোহাম্মদ আব্দুল্লাহেল কাফী ,  মুহাম্মদ ইলিয়াছ হোসেন মনি (জাতীয় পার্টি) ও মো. হারুণ অর রশিদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, টাঙ্গাইল জেলা জামায়াত ইসলামের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর (জামায়াত ইসলামী), হুমায়ুন কবীর তালুকদার (জাতীয় পার্টি) ও মনোয়ার হোসেন সাগর (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ৬ জন আসনের প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত এসএম ওবায়দুল হক নাসির। বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ। জামায়াতে ইসলামী'সহ ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি’র সাইফুল্লা হায়দার। এছাড়া মো. রেজাউল করিম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আইনিন নাহার নিপা (স্বতন্ত্র)।
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন। বিএনপির বিদ্রোহী প্রার্থী মুক্তিযোদ্ধা মো. আব্দুল হালিম। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির ইঞ্জিনিয়ার লিয়াকত আলী,  ইসলামী আন্দোলন বাংলাদেশের আলী আমজাদ হোসেন ও স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী।
টাঙ্গাইল-৫ (টাঙ্গাইল সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু)। বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ। খন্দকার জাকির হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), ফাতেমা আক্তার বিথী (গণ সংহতি আন্দোলন), মো. মোজাম্মেল হক (জাতীয় পার্টি), শফিকুল ইসলাম (গণঅধিকার পরিষদ), হাসরত খান ভাসানী (বাংলাদেশ সুপ্রীম পার্টি), সৈয়দ খালেদ মোস্তফা জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসেন বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. মো. আব্দুল হামিদ , মো. আখিনুর ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. কবীর হোসেন (গণঅধিকার পরিষদ), মামুনুর রহীম (জাতীয় পার্টি), তারেক শামস খান হিমু (জাতীয় পার্টি জেপি) ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আশরাফুল ইসলাম ও জুয়েল সরকার।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ও মোঃ তোফাজ্জল হোসেন (বাংলাদেশ রিপাবলিকান পার্টি)।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) বিএনপি মনোনীয় প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। বিএনপির বিদ্রোহী সালাউদ্দিন আলমগীর রাসেল। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. শফিকুল ইসলাম খান, মো. নাজমুল হাসান (জাতীয় পার্টি), আওয়াল মাহমুদ (বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টি) ও মো. আলমগীর হোসেন (আমজনতার দল)।

Aminur / Aminur

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা

এনডাব্লিউইউতে কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত