ঢাকা সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামের অধিকাংশ মানুষ জানেই না আগামী সংসদ নিবাচনে হ্যাঁ না গণভোটের কথা


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২৬-১-২০২৬ দুপুর ৪:৪২

আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।গণভোট’ হওয়ায় সরকারের তরফ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু শহর ও গ্রামে অধিকাংশ মানুষ জানেই হ্যাঁ বা না ভোট কি।কুড়িগ্রামে এ সংক্রান্ত কার্যক্রম চলমান থাকলেও   প্রত্যন্ত  গ্রামাঞ্চলসহ চরাঞ্চলগুলোতে এ কার্যক্রম সীমিত। আার মাত্র ১৫ দিন পর হবে সংসদীয় নির্বাচন। একই সাথে হবে গণভোট হ্যাঁ ও না ভোট।সাধারণ ভোটারদের অধিকাংশই সংসদ নির্বাচনের ভোটে আগ্রহী থাকলেও ‘গণভোট’ নিয়ে তাদের কার্যত কোন ধ্যান-ধারণা নেই। এক্ষেত্রে পর্যাপ্ত প্রচার-প্রচারণা না থাকার অভিযোগ আছে সাধারণ মানুষের। তবে গণভোটের প্রচার-প্রচারণা চলমান আছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা, ৩০টি ঐক্য মত্যভিত্তিক সংস্কার প্রস্তাব এবং অন্যান্য সাংবিধানিক সংশোধনী, এই চারটি প্রশ্নের সমন্বয়ে হ্যাঁ অথবা না ভোটের সমীকরণই হচ্ছে গণভোট। গণভোটে উত্থাপিত প্রশ্নগুলো ভোটারদের কাছে পরিষ্কার না। সচেতনমহল মনে করছেন সাধারণ মানুষকে এ বিষয়ে ধারণা দিতে না পারলে জটিলতার সৃষ্টি হবে।
কুড়িগ্রামের ৪টি আসনে মোট ভোটার ১৮লক্ষ ৭৬ হাজার ৫শ ৫৫জন।এর মধ্যে পুরুষ ৯লক্ষ ৩১হাজার ৭শ ২৭জন মহিলা ভোটার ৯ লক্ষ ৪৪হাজার ৮শ ৭জন। নারী ভোটার ১৩ হাজার বেশী। কাঁঠাল বাড়ি ইউনিয়নের শিবরাম খোলারপাড় গ্রামে ভোটার করিম ও মাসুদ জানান হ্যাঁ না ভোটের কথা আমরা কিছু বুজি না। আমরা দীঘদিন জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকে ভোট দিয়ে আসছি। দলীয় প্রতীক ছাড়া আমরা হ্যাঁ না ভোট বুঝি না। দলীয় প্রতীক যদি থাকে তাহলে সেটাতে যাব দলীয় প্রতীকে সীল মেরে চলে আসবো।
হোলখানা ইউনিয়নের সন্যাসী গ্রামের মাঝি মুক্তা  জানায় আমরা মাছ বিক্রি করে খাই। আমাদের কিসের হ্যাঁ না ভোট। আমরা ভোট কেন্দ্রে যাবো যাকে ভালো লাগবে তাকে দিবো। হ্যাঁ না ভোট কোথায় দিবো। প্রতীক না থাকলে বুঝি না হ্যাঁ না ভোট কি ?
কুড়িগ্রাম জেলার শিক্ষা অনুরাগী চাষী নুরনবী সরকার জানান এ অঞ্চলের মানুষের কোন পূব অভিঙ্গতা নাই নতুন হ্যাঁ না ভোট কিভাবে দিবে ।তারা আজ  পর্যন্ত কিছুই বোঝেনা । মূল ব্যালট পেপারের সংগে হ্যাঁ না ভোট সংযোজন করেছে এ বিষয়ে তথ্য অধিদপ্তর বা নির্বাচন কমিশন বা ইন্টরিয়ন সরকারের প্রচার  প্রচারণা বেশি বেশি করে করতে হবে  । 
কুড়িগ্রাম ২ আসনের কমিউনিষ্ট পাটির্র এমপি প্রার্থী মোঃ আনসার আলীআগামী ১২ ফেব্রয়ারী জাতীয় সংসদ নিবাচন অনুষ্ঠিত হবে। এবং নিবাচনে দুটি ব্যালট পেপার থাকবে। ১টি জাতীয় সংসদের অন্যটি হ্যাঁ না ব্যলট পেপার বিষয়ে এলাকার লোক সেভাবে জানে না বোঝে না কি করতে হবে ।

এমএসএম / এমএসএম

মহেশখালী-কক্সবাজার নৌ রুটে যাত্রী নিয়ে উল্টে গেল স্পীড বোট, নিহত ১

কালিয়ার প্রতিটি পরিবারের সেবক হিসেবে কাজ করতে চাই-প্রফেসর নাগিব হোসেন

মহম্মদপুরে উপজেলা ছাত্রদলের সাথে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুমিল্লায় প্রবাসী সাংবাদিকের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের অভিযোগ

রামুতে সরিষা হলুদের আলপনায় গ্রামীণ সৌন্দর্য

গাজীপুরে কলেজে বিনামূল্যের ন্যাপকিন বক্স স্থাপন করলেন ছাত্রদল নেতা সাব্বির

কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকীতে প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

জয়পুরহাটে শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সকালের সময়ে সংবাদ প্রকাশের পর উলিপুরে প্রধান শিক্ষকের পদ স্থ‌গিত

ধানের শীষের বিজয় নিশ্চিত করে বাড়ি ফিরতে হবে-কুমিল্লায় তারেক রহমান

ভূরুঙ্গামারীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের অধিকাংশ মানুষ জানেই না আগামী সংসদ নিবাচনে হ্যাঁ না গণভোটের কথা

মধুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত