ঢাকা শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

কুড়িগ্রামে নারী ভোটাররা প্রার্থীদের কাছে তাদের বৈষম্যহীন অধিকার চায়


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৬ রাত ৮:৫৪
আর মাত্র দুই সপ্তাহ বাকী জাতীয় সংসদ নির্বাচনের। প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পযন্ত ছুটছে ভোটারদের বাড়ী বাড়ী। শহর,বন্দর, গ্রামের মাঠে ঘাটে হাট বাজারে চলছে ভোটের আলোচনা।এবারের জাতীয় নিবাচন খুবই গুরুত্বপূণ।নারী ভোটাররা একটা ফ্যাক্টর। নারী ভোটারদের কারণেই যে কোন আসনে জয়-পরাজয় নিধারিত হবে যে কোন প্রাথী। যদিও অধিকাংশ ক্ষেত্রে  নারী ভোটাররা তাদের স্বামীদের কথার উপর নিভর করে তাদের ভোট দেয়। এবার  নারীদের নিয়ে নতুন করে আশার আলো দেখা দিলেও স্থানীয় বিভিন্ন দলের প্রার্থীরা নারীদের নিয়ে তাদের উন্নয়নে কোন আলাদা চিন্তা ভাবনা নেই। এমনকি তাদের ইশতারে নারীদের নিয়ে  তেমন কোন কথা নেই। উত্তরের একেবারের শেষ প্রান্তের নদ-নদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম। জেলায় ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৭৬হাজার ৫শ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯লক্ষ ৩১ হাজার ৭শ ২৭জন নারী ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪৪ হাজার ৮শ ৭জন। পুরুষের চেয়ে নারী ভোটার ১৩ হাজার বেশী। সময় বদলিয়েছে। নারীরা তাদের স্বামীদের পাশাপাশি নিজেরাও তাদের অধিকারের মতামত দিচ্ছে। তারা চায় দেশ যেন বৈষম্যহীন,গন্ডোগল মুক্ত,এবং পুরুষ মহিলার সম অধিকার ভিত্তিক দেশ হয় এমনটি প্রত্যাশা করে।চর-দ্বীপচর বেষ্টিত কুড়িগ্রাম অঞ্চলের নারীরা মনে করে যেহেতু পশ্চাৎপদ জেলার নারীদের সরকার যেন একটু নজর দেয়। তারা পুরুষের পাশাপাশি সমানতালে দিনমজুরী,কৃষিকাজ করলেও তাদের মজুরী বৈষম্য অনেক। তারা সমান মজুরী চায়। এই দিক গুলো সরকার যেন নজর দেয় এ প্রত্যাশা তাদের। তারা মনে করে স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় সরকার বিরোধী সংসদ সদস্য এ জেলায় নিবাচিত হয়। এবার তার ব্যত্যয় চায় নারী ভোটাররা। 
 
হলোখানা গ্রামের নারী ভোটার কলি, হাবিবা, ময়না  জানায় আমরা নারী ভোটার। আমাদের সমাজে চলতে গেলে অনেক বৈষম্যের স্বীকার হই। এই বৈষম্যের জন্য আমরা যাদের দিকে চেয়ে থাকি আমাদের প্রতিনিধিরা সেভাবে কাজ করে না। আমি চাই এমন একজন মানুষ আসুক সবার জন্য কাজ করুক। নারীদের জন্যি বিশেষ ভুমিকা রাখে।
 
নারী উদ্যেগক্তা কাশফুল চাইনিজ রেষ্টুরেন্ট এর কণধার শামিমা আাখতার জেমিন  জানায় আগামীতে যারা সংসদ সদস্য নিবাচিত হবেন তারা আজ অবধি কোন প্রতিশ্রুতি শোনেননি নারী উন্নয়ন নিয়ে কথা হচ্ছে। সে ক্ষেত্রে নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে কি তাদের উন্নয়ন হবে। এই এলাকার কিভাবে উন্নয়ন হবে। আমি একজন নারী উদ্যেগতা। যারা রাজনীতি করছেন বা আগামীতে আসবেন তাদের নারীদের নিয়ে চিন্তা করা উচিত। পিছিয়ে পড়া নারীদের যেন উন্নয়ন করতে পারেন। 
 
লিগ্যাল এইড সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম শাখা ঝুমা ঘোষ জানায় সারা দেশে যে নির্বাচন হচ্ছে এটি কতটুকু নারী বান্ধব প্রতিশ্রতি দিচ্ছে প্রতিনিধিরা। সে ব্যাপারে আমাদের সচেতন এবং দাবীর জন্য সোচ্চার হওয়া উচিত। আমরা চাই নারীরা স্বাধীন ভাবে নির্বিগ্নে ভোট প্রদান করতে পারি।সেটা যেন সরকারের কাছে প্রতিশ্রুতি পাই। নারীদের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য আমরা খেয়াল করি। যেমন মজুরী বৈষম্য। ভোটের বেলায় পুরুষ নারী সমান।তারপর নারী বান্ধব প্রতিশ্রুতি আমরা পাচ্ছি না। নারী বান্ধব সরকার যেন প্রতিষ্ঠিত হয় এটাই চাই।

আরমান / আরমান

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

শান্তিগঞ্জে স্বপ্নের সড়কে অনিয়মের ছাপ, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে স্থানীয়দের ক্ষোভ

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ধানের শীষ বিজয়ী হলে কাপাসিয়ায় সকল মতের সমান মর্যাদা নিশ্চিত হবে--- শাহ রিয়াজুল হান্নান

কুমিল্লা-৯ নির্বাচনী জনসভায় জামায়াত আমীর দাঁড়িপাল্লা দেশের নিরাপত্তা দিতে পারে  ......ডাঃ শফিকুর রহমান

নিরাপদ কালিয়া গড়ার অঙ্গীকার দশ দলীয় জোট প্রার্থী ওবায়দুল্লাহ কায়সারের

নেছারাবাদের বিএনপির উঠান বৈঠকে  সনাতনীদের কাছে ভোট চাইলেন নেতারা 

নোয়াখালীতে বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১২

তাড়াশে ছাত্রদলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত 

কুড়িগ্রামে নারী ভোটাররা প্রার্থীদের কাছে তাদের বৈষম্যহীন অধিকার চায়

বিজিবির অভিযানে কুমিল্লায় ৮৮ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ির জব্দ

"নির্বাচনের প্রস্তুতি দেখে আমি খুব সন্তুষ্ট"_পটুয়াখালী নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।