উন্নয়নে পাল্টে গেছে ভারশোঁ

বর্তমান সরকারের আমলে উন্নয়নে পাল্টে গেছে নওগাঁ জেলার মান্দা উপজেলার ১নং ভারশোঁ ইউনিয়নের চিত্র। দৃশ্যমান উন্নয়নে এগিয়ে গেছে ইউনিয়নটি। তাকালে দেখা যায় উন্নয়নের ছোঁয়া। গ্রামকে শহরে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার যেন বাস্তবে রূপ নিয়েছে উপজেলার এই ইউনিয়নে।
উন্নয়নে এগিয়ে যাওয়ায় এই ইউনিয়নটি জেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মোস্তাফিজুর রহমান সুমন সম্মাননা পেয়েছেন। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সরকারিভাবে বিদেশ ভ্রমণের সুযোগ হয়েছে তার।
উন্নয়নমূলক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে ৩ কোটি ৩৮ লক্ষ টাকা ব্যয় করে চৌবাড়িয়া গরু হাটের জন্য জমি ক্রয় করেছেন তিনি। জনদুর্ভোগ লাঘব করতে ৪০ লাখ টাকা বরাদ্দের ২৫টি ব্রিজ ৪ থেকে ৫ লাথ টাকা বরাদ্দের ৭টি কালভার্ট, ৩ হাজার ৫০০ ফুট ড্রেন নির্মাণসহ ২ হাজার ফুট আরসিসি ড্রেনের কাজ করেন।
ইউনিয়নকে আলোকিত করতে ৩০০টি স্ট্রিট লাইট স্থাপনসহ সাড়ে ৪ হাজার পরিবারে বিদ্যুতায়নের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। চলাচলের দুর্ভোগ লাঘবে ২৫ কি.মি এইচবিবি রাস্তা, ৭ কি.মি সোলিং রাস্তা এবং ৫ কি.মি সিসি রাস্তার কাজ করেন। পানির সংকট দূরীকরণে ১৮টি গ্রামে ৫০০ টিউবয়েল স্থাপন ও সাপ্লাই পানির ব্যবস্থা করেছেন। গ্রামীণ জনদুর্ভোগ দূর করতে প্রায় ৩০ কি.মি. কাঁচা রাস্তা তৈরি করেন।
বোরো মৌসুমের সেচ কাজে সুবিধার্থে ২০ কি.মি খাল সংস্কার, মাঠ থেকে সহজে আসার জন্য বিলের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ, পানি পানের জন্য টিউবওয়েল স্থাপন, বিশ্রামের জন্য শেড নির্মাণ করে দিয়েছেন। প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে ৩০ হাজার তালের আঁটি রোপণ করে দৃষ্টান্ত স্থাপন করেন। বেকারত্ব দূরীকরণে শতাধিক বেকার যুবক-যুবতীকে ট্রেনিংয়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে দিয়েছেন।
কৃষি খাতের উন্নয়নে সেচ প্রকল্পে ১৮টি এসটিডব্লিউ ও ১২টিডিটিডব্লিউ স্থাপন করে বিদ্যুৎ সংযোগের মাধ্যমে প্রায় দেড় হাজার বিঘা জমি সেচের আওতায় এনেছেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৩০০ পরিবারকে স্যানিটেশনের ব্যবস্থা করে দিয়েছেন। মৎস্যজীবীদের জন্য ৪টি পুকুর সংস্কারসহ
ইউনিয়নে দুটি হাট-বাজার মনিটরিংয়ের জন্য সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়াও শিক্ষা খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন।
এই ইউনিয়নের মোট ভাতাভোগীর মধ্যে ১৮০০ বয়স্ক, ৯০০ বিধবা, ৫৫০ জন প্রতিবন্ধী, খাদ্যবান্ধব তালিকার আওতায় ১৪৬৪, দুস্থ মাতা ৬০০, মাতৃকালীন ভাতা ৩০০ ও হরিজন ৩০ জন সুবিধাভোগী রয়েছে।
এ ব্যাপারে ভারশোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, বর্তমান সরকারের উন্নয়নকে ত্বরান্বিত করতে এবং স্থানীয় সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সার্বিক সহযোগিতায় এই ইউনিয়নে উন্নয়ন করা সম্ভব হয়েছে। আমি ফের নির্বাচিত হলে পরিকল্পনা অনুযায়ী ইউনিয়নকে এগিয়ে নিতে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।
এমএসএম / জামান

কুমিল্লায় নাগরিক সমাজের প্রতিবাদ সমাবেশ

ধামইরহাটে ওয়ার্ড কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মিরসরাইয়ে বিএনপির কর্মসূচিতে সাংবাদিক হেনস্তার শিকার

পটুয়াখালীতে আলোচি লামিয়া ধর্ষণ ও আত্মহত্যা মামলা: তিন আসামির ১০ বছরের কারাদণ্ড

দোহারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন

হাটহাজারী মডেল থানা চত্বরে পুলিশের উপর আক্রমণ করে গ্রেফতার হল শিবির নেতা

তজুমদ্দিনে যৌথ বাহিনীর অভিযানে দুইজন আটক

টাঙ্গাইলের নাগরপুরে ব্রিজের ব্লক নির্মাণে এলজিইডির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে যুবককে কুপিয়ে যখম

জয়পুরহাটে ফুটবল ও সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁওয়ে সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ
