ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বিএনপির মামলায় ৬ মাস জেল খাটা আনফর আলী চান নৌকা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২-১০-২০২১ দুপুর ১:৪৬

ইতোমধ্যে নির্বাচন কমিশন সারাদেশে দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী ১১ নভেম্বর হবে দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। ইউনিয়ন পরিষদের এ নির্বাচনকে ঘিরে সারাদেশের মতো মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। নৌকার মনোনয়ন পেতে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ।

জুড়ী উপজেলার ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নে নৌকার প্রার্থী হতে চান উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিএনপির ২৩ মামলায় বিভিন্ন সময়ে ৬ মাস জেল খাটা আওয়ামী লীগ নেতা আনফর আলী। এ ইউনিয়নে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য তিনি অবিরত কাজ করে যাচ্ছেন। সরকারের উন্নয়নকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে গ্রামপর্যায়ে আরো শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগকে সংগঠিত করে পুরো উপজেলায় ৩নং পশ্চিম জুড়ীকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তৃণমূল আওয়ামী লীগসহ সাধারণ জনগণের সাথে সুসম্পর্ক থাকার কারণে ইতোমধ্যেই তিনি দুবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে ১০ বছর জনগণের সেবক হিসেবে কাজ করেন।

ইউনিয়নবাসীর সাথে কথা বলে জানা যায়, রাজনীতির শুরু থেকে এ পর্যন্ত আনফর আলী আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে অনেকবার বিএনপি-জামায়াতের আক্রমণের শিকারও হয়েছেন তিনি। ২০০১ সালে ১ অক্টোবর জামায়াত-বিএনপি ক্ষমতায় আসার পর তার ওপর শারীরিক নির্যাতনের পাশাপাশি অসংখ্য মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়। বিএনপি জোট সরকারের আমলে তার ওপর ২৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা করা হয়। এসব মামলায় তিনি ৪০ বারেরও বেশি গ্রেফতার হন। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে জামায়াত-বিএনপির বিভিন্ন হয়রানিমূলক মামলায় তিনি ১৮৭ দিন জেল খেটেছেন। ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জাতীয় নির্বাচনে ইউনিয়ন নির্বাচন পরিচালনায় দক্ষতার সহিত দায়িত্ব পালন করে নৌকার বিজয় সুনিশ্চিত করেছেন। বিগত জেলা পরিষদ চেয়ারম্যন উপনির্বাচনে তার ভূমিকা ছিল অনন্য।

ইউনিয়নের অবহেলিত কৃষ্ণনগর গ্রামে শিক্ষার বিস্তারের লক্ষ্যে তিনি নিজ অর্থায়নে গড়ে তুলেছেন কৃষ্ণনগর বাছিরপুর মাধ্যমিক বিদ্যালয়। এছাড়াও তিনি জুড়ী উপজেলা সদরে অবস্থিত জুড়ী মডেল একাডেমি ও কৃষ্ণনগর (মোহাম্মদপুর) হাফিজিয়া মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন অনেক দিন। চা অধ্যুষিত ইউনিয়নের সাধারণ চা শ্রমিকদের উন্নয়নে কাজ করেছেন ব্যাপকভাবে। সাধারণ শ্রমিকদের ছেলে-মেয়েদের লেখাপড়ার ক্ষেত্রে অনেক সময় বাড়িয়ে দিয়েছেন মানবতার হাত। এই ইউনিয়নে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন, চা জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করাসহ তৃণমূল আওয়ামী লীগের সাথে সব সময় সুসম্পর্ক থাকার ফলে গত ইউপি নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগ তাকে নৌকা মার্কা দেয়ার জোর দাবি জানায়। কিন্তু অদৃশ্য হাতের ইশারায় তৃণমূল আওয়ামী লীগকে পাশ কাটিয়ে নৌকার প্রার্থী করা হয় ভিন্ন আরেকজনকে। এবার তৃণমূল আওয়ামী লীগের একটাই দাবি, ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নে নৌকার মাঝি যেন আনফর আলীকে করা হয়।

৩নং পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আতাউর রহমান আতিক বলেন, আমার চাচা আনফর আলী ও আমরা আওয়ামী লীগ করার কারণে বারবার বিএনপি-জামায়াতের হাতে নির্যাতিত হয়েছি। ২০০১ সালের নির্বাচনের পর আমার চাচার ওপর ২৩টি মামলাসহ আমার ওপর সাতটি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে আমরা একদিনও বাড়িতে শান্তিতে ঘুমাতে পারিনি। আমাদের একটাই অপরাধ ছিল- আমরা আওয়ামী পরিবারের সন্তান। ২০০২ সালের ৩ সেপ্টেম্বর আমাকে হত্যার উদ্দেশ্যে ভবানীগঞ্জ বাজারে বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবে হামলা করে। তারা আমাকে মৃত ভেবে ফেলে গেলে সিলেট উসমানী মেডিকেল কলেজে ২১ দিন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরি।

এ ইউনিয়নের তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আলাপকালে তারা বলেন, ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নে নৌকার প্রার্থী হিসেবে আনফর আলীর কোনো বিকল্প নেই।

আনফর আলীর সাথে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতির সাথে পুরোপুরিভাবে জড়িত আছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের কল্যাণে ও জননেত্রী মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এবার তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে এবং অবহেলিত আমার ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসাবে রূপান্ত্রিত করতে নৌকার মাঝি হতে মাঠে নেমেছি। মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও জুড়ী উপজেলা সভাপতি, সাধারণ সম্পাদকের হাতকে শক্তিশালী করে তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি। আমাকে নৌকার প্রার্থী করা হলে জুড়ী ও বড়লেখার মাটি ও মানুষের নেতা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিনের হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব।

এমএসএম / জামান

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল