কোনাবাড়ীতে নিটিং মূল্য বৃদ্ধি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা
গাজীপুরের কোনাবাড়ীতে নিটিং মূল্য বৃদ্ধি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে কোনাবাড়ী বিসিক এলাকায় বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন গাজীপুর জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা শাখার সভাপতি ও একতা নিট ফ্রেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু রায়হান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান স্বপন।
এ সময় বিকেওএ-এর সিনিয়র সহ-ভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া, বাবুল হোসাইন ও আনোয়ার হোসেনসহ বিভিন্ন নিট কারখানার ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন।
সভায় নিট কারখানাগুলো টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের এর উৎপাদন মূল্য বৃদ্ধি ও তা জরুরিভিত্তিতে বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
এমএসএম / জামান