ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জুড়ীতে ৫ ইউপি নির্বাচনে নৌকা চান দুই ডজন প্রার্থী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ৩:১৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বইছে ভোটের হাওয়া। সারা দেশের ২য় ধাপের ৮৪৮ টি ইউপি নির্বাচনের সাথে এ উপজেলার ৫ ইউনিয়নে ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। এ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা চালাচ্ছেন জোর প্রচার-প্রচারণা।

উপজেলার ৫ ইউনিয়নের ইউপি নির্বাচনে নৌকার হাল ধরতে মরিয়া দুই ডজন আওয়ামীলীগ নেতা। দলীয় মনোনয়ন পেতে জেলা ও উপজেলা নেতাদের কাছে ধরনা দিচ্ছেন সম্ভাব্য নৌকার প্রার্থীরা। এসব প্রার্থীদের বেশিরভাগই মনে করছেন ক্ষমতাসীন দল হিসেবে দলীয় প্রতীক নৌকা পেলে নির্বাচনে জয়ী হওয়া অনেকটাই সহজ হবে। তাই অনেকেই দলীয় প্রতীক নৌকা পাওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। যেকোনো মূল্যে দলীয় প্রতীক নৌকা পেতে অনেকে কেন্দ্রীয় নেতাদের সাথেও যোগাযোগ রক্ষা করছেন।দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে জীবন বৃত্তান্ত উপজেলা আওয়ামীলীগের মাধ্যমে জেলা আওয়ামীলীগের কাছে জমা দিয়েছেন। জেলা আওয়ামীলীগ দলীয় একক প্রার্থী মনোনয়নে কেন্দ্রীয় আওয়ামীলীগের কাছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রেরণ করবেন।

উপজেলার ৫ ইউনিয়নে দলীয় মনোনয়ন নৌকা পেতে প্রায় দুই ডজন প্রার্থীর আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শরদেন্দু দাস শেখু।

উপজেলার ৫ ইউনিয়নে দলীয় মনোনয়ন পেতে একাধিক প্রার্থী থাকলেও ব্যতিক্রম শুধু গোয়ালবাড়ী ইউনিয়ন। এ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন ছাড়া আর কেউ দলীয় মনোনয়ন পেতে আবেদন করেন নি। তাই এ ইউনিয়নে বর্তমান ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমনের নৌকা পাওয়া এখন নিশ্চিত।

উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নে নৌকা চান ৮ জন আওয়ামীলীগ নেতা। তারা হলেন- আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম অফিকুল, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আহমদ ফয়ছল নাহিদ, সহ সভাপতি জাকির হোসেন কালা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন, আব্দুল লতিফ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল রানা, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ওয়ারিস আহমদ।

পশ্চিমজুড়ী ইউনিয়নে নৌকার প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান শ্রীকান্ত দাস, সাধারণ সম্পাদক জুবায়ের হাসান জেবলু, উপজেলা আওয়ামীলীগের সদস্য আনফর আলী, এম এ কাইয়ুম, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এমএ সালাম।

পূর্বজুড়ী ইউনিয়নে নৌকা চান বর্তমান চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ রহমত আলী, ফ্রান্স আওয়ামীলীগ সদস্য ওবায়দুল ইসলাম রুহেল, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ।

সাগরনাল ইউনিয়নে নৌকার প্রার্থী হতে আবেদন করেছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর নূর, উপজেলা ওলামালীগের সভাপতি রোস্তম আলী, উপজেলা আওয়ামীলীগের সদস্য এখলাছুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সদস্য ছিদ্দিকুর রহমান সুমন।


দলীয় মনোনয়ন প্রার্থীর ব্যাপারে কেমন প্রার্থীরা নৌকা প্রতীক পাবে, জানতে চাইলে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদরুল ইসলাম বলেন, দলের জন্য যারা নিবেদিত, ত্যাগী ও জনপ্রিয় তাদেরকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক কোনো হাইব্রিড, অনুপ্রবেশকারী, সুবিধাবাদী এবং নৌকার বিরোধিতাকারী ব্যক্তিরা মনোনয়ন কখনোই পাবে না এব্যাপার আমি নিশ্চিত।

এমএসএম / এমএসএম

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল