দোহারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করল প্রশাসন

ঢাকা জেলার দোহার উপজেলার প্রাণকেন্দ্র জয়পাড়া বাজার মসজিদের সামনে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। পরে সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনা করে দোহার উপজেলা প্রশাসন। সরকারি জমি দখল করে তোলা দোকানের পিলার ভেঙে জায়গা উদ্ধার করে দোহার উপজেলা প্রশাসন। দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বির নির্দেশে সোমবার সকালে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে জয়পাড়া বাজারের দোকানদার ও নিয়মিত মুসল্লি আবদুল মালেক বলেন, তারা এই স্থানে দোকান উঠানোর পরিকল্পনা আরো আগে থেকে করেছে যে, এই স্থানে তারা দোকান উঠাবে। আমরা যতদূর জানি এই জয়গাটা ফুলের বাগানের জন্য রাখা হয়েছিল কিন্তু সেই স্থানে তারা দোকান উঠাচ্ছিল ভাড়া দেয়া জন্য। দোহার উপজেলা প্রশাসন খবর পয়ে আজকে এই দখলকরা জায়গা উদ্ধার করে। সেজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।
এই জায়গার বিষয়ে জয়পাড়া বাজার মসজিদের ইমাম মো. হান্নানের সাথে কথা হলে তিনি বলেন, কোন জায়গা, কিসের জয়গা আমি এ বিষয়ে কিছুই জানি না। আমার দায়িত্ব শুধু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো। শুধু মসজিদের ভেতরে ইমামতির দায়িত্ব, বাইরে আমার কোনো দায়িত্ব নেই। পরে তার কাছে কমিটির ফোন নাম্বার চাইলে তিনি বলেন, মসজিদের কমিটিতে কে বা কারা তা আমি জানি না।
নাম প্রকাশে অনিচ্ছুক জয়পাড়া বাজারে আরেক মুসল্লি জানান, আমরা যখন মসজিদ কমিটির সদস্য ছিলাম তখন এ জায়গায় একটা ফুলের বাগান করার কথা ছিল। কিন্তু এখন মসজিদের কমিটি ভেঙে দেয়া হয়েছে। আমরা সেজন্য আর কোনো কথা বলতে পারি না। আর তারা এই জায়গায় যে দোকান উঠাচ্ছিল তাতে যেমন মুসল্লিদের অসুবিধা হতো, তেমনি এখানে বৃহস্পতিবার হাট বসত সেক্ষেত্রেও অনেক সমস্যা হতো।
দোহার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী বলেন, আমরা অভিযোগ পাই এবং আমি নিদেশনা দেই আমার সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ারকে উচ্ছেদ অভিযানে চালানো জন্য।
তিনি আরো বলেন, সরকারি জায়গা দখল করে কেউ কোনোকিছু করলে তাদের ছাড় দেয়া হবে না। মসজিদের সামনে এই জয়গাটা সরকারি জয়গা বিধায় আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করি।
উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন- ভূমি সহকারী কর্মকর্তা মো. হাসান আহাম্মেদ, সার্ভেয়ার কামাল হোসেন, কানন ঘোষ ও মোহাম্মদ মনিরুজ্জামান।
এমএসএম / জামান

টিসিবি'র কার্ডের কথা বলে নারী-পুরুষদের মানববন্ধনে দাঁড় করালেন প্যানেল চেয়ারম্যান, ক্ষিপ্ত এলাকাবাসী

শিবির কর্মী থেকে বিএনপি নেতা, কে এই জাকির হোসেন সরকার

রৌমারীতে বিয়ের প্রলোভনে তরুনীকে ধর্ষণের ঘটনায় মামলা

মান্দায় ছয় মাস ধরে এসিল্যান্ড শূন্য

পঞ্চগড়ে বিএনপির বিজয় র্যালি

প্রশাসনিক অনুমতিতে মরহুম বীর মুক্তিযোদ্ধা আমির হোসেনের দাফন সম্পন্ন

সড়ক দুর্ঘটনায় সুবিপ্রবি শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শোক

পটুয়াখালীতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে জেলা বিএনপির বিজয় র্যালি ও সমাবেশ

গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে ঠাকুরগাঁওয়ে বিজয় র্যালী

ঝিনাইদহে আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তিতে আনন্দ শোভাযাত্রা

ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে ফটিকছড়িতে বিজয় মিছিল-আলোচনা সভা

আর কোন স্বৈরাচারের জন্ম হতে দিবেনা বিএনপি
