শৈলকুপায় মামলায় পরাজিত হয়ে বিবাদীকে ভয়ভীতি প্রদশর্ন ও হত্যার হুমকি

শৈলকুপা উপজেলার ১৪নং মির্জাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাদী মনোয়ার হোসেন বিশ্বাস ঝিনাইদহ সিনিয়র সহকারী জজ আদালত,
শৈলকুপা বিচারিক আদালতের দেওয়ানী মামলা নং ৬৭/২০১৩ পরাজিত হয়ে বিবাদী সামসুদ্দিন বিশ্বাস ও তার পরিবারের সদস্যদের জোরপূর্বক বশতবাড়ি থেকে উচেছদের চেষ্টা ও হত্যার হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছে বাদী মনোয়ার হোসেন অরফে মন্টু ও তার সনত্রাসী বাহিনী। গত ১৪/০৯/২০২১ তারিখে উক্ত মামলার রায় ঘোষনায় বাদী মনোয়ার হোসেন মন্টু ,পিতা আইজউদ্দিন বিশ্বাস পরাজিত হয়।বিবাদী সামসুদ্দিন বিশ্বাস মামলায় জেতার পরথেকেই বাদীপক্ষ প্রতিনিয়ত ভয়ভীতি প্রদর্শন এমনকি প্রাননাশের হুমকি বাড়ি না ছাড়লে নয়তো তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করার হুমকি দেওয়া হয়েছে৷
এ অভিযোগে বুধবার বিবাদী সামসুদ্দিন বিশ্বাস জীবনের নিরাপত্তা চেয়ে এ ঘটনায় শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।জিডি নং ৬৫৯,তারিখ-১৩/১০/২০২১।
জানা গেছে,মির্জাপুর মৌজার শ্রীরামপুর গ্রামের এস.এ ৮৭৭নং খতিয়ানের নালিশী ১৫৮ দাগ এবং ১৫৯দাগের জমিজমা গোলাম হোসেন বিশ্বাস,রিয়াজউদ্দিন বিশ্বাস, সামসুদ্দিন বিশ্বাস এবং মনোয়ার হোসেন অরফে মন্টু বিশ্বাসের সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে গত ১৪/০৯/২০২১ তারিখের পরথেকে
গভীর রাতে বসতবাড়িতে এসে লাঠিসোটা নিয়ে অশ্লীল ভাষায় গালি গালাজসহ ভয়ভীতি, হত্যার হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিচেছ। এ ঘটনার পর থেকে পরিবার ও স্বজন নিয়ে বিবাদী সামসুদ্দিন বিশ্বাস নিরাপত্তাহীনতায় এবং আতঙ্কে আছেন৷
বিবাদী সামসুদ্দিন বিশ্বাস চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর এবং বেসরকারী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ন পদে আসীন ছিলেন এবং শরিকদের সাথে পৃথকভাবে বসবাস করতেন। বাদী মনোয়ার হোসেন মন্টুর নিজের খরিদকৃত জমাজমি এবং পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমাজমি বাদী এবং বিবাদী গন ১৯৮৬সালে তাহাদের অংশ পৃথক করিয়া ভোগদখল করতেন। বিবাদী সামসুদ্দিন বিশ্বাস মাঠের ও বাড়ির জমি পৃথক করিয়া ভোগদখল করিতে থাকাবস্থায় ২০০৯সালে বসতবাড়ি নিজের অংশের ভাগকরা সমান তিন অংশের জমিতে গ্রামে বসবাসের উদ্দেশে প্লান পাশ করাইয়া একতলা বিল্ডিং নির্মান করে বসবাস করে আসছেন।
আরো জানা গেছে,বাদী মনোয়ার হোসন মন্টুর কোন আয়-রোজগার ছিল না। বাদী বিভিন্ন তারিখে আয়েশার নিকট,পাতাহারের নিকট সোওরাবের নিকট,জান্নাতুল নেছার নিকট,সামছুন্নাহারের নিকট,হারুনের নিকট,জমারত,আমিরুলসহ বিভিন্ন ব্যক্তির নিকট পৈত্রিক জমাজমি ও মাঠের জমাজমিসহ মোট ১৭৬শতক জমি বিক্রয় করিয়াছেন। বিবাদী একজন উচচ শিখিত এবং প্রভাসক ।তিনি বাদীর সাথে কখনো গোলোযোগ করেন নাই বরং বাদীর সন্তানদের পড়াশুনা বাবদ আর্থিক সহযোগিতা করিয়াছেন।
ভয়ভীতি প্রদর্শন এমনকি প্রাননাশের হুমকি বাড়ি থেকে উচেছদ নয়তো তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যা করার হুমকির ব্যাপারে বাদী মনোয়ার বিশ্বাসের বক্তব্য জানতে তাঁদের মুঠোফোনে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া গেছে৷
এ ব্যাপারে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীল আলম বলেন,একটি জিডি যাহার নাম্বার ৬৫৯ তারিখ-১৩.১০.২০২১ পাওয়া গেছে।তদনত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

চেয়ারম্যান থেকে সাধারণ সম্পাদক জনআস্থার প্রতীক সাইফুল আলম মৃধা

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণ এর উদ্বোধন

রাণীশংকৈলে প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেই চলেছে

নড়াইলে গণঅধিকার পরিষদের উদ্যোগে তুলারামপুর ব্রিজের সৌন্দর্যবর্ধন উদ্বোধন

রাণীনগরে রাইডো ব্রেইন ব্যাটল কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

অভয়নগরে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন, অব্যবস্থাপনার অভিযোগ

নোয়াখালী জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম, অভিযানে ৭ দালালের কারাদন্ড

শিবচরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাতকানিয়া কেরানীহাটের মাছ বাবুল গ্রেফতার

কোটালীপাড়ায় শরীরে আগুন দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ী আটক

সিংড়ায় যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক দোকান দখলের অভিযোগ
