মান্দায় ইউপি চেয়ারম্যান ইয়াছিন আলীর পূজামন্ডপ পরিদর্শন
নওগাঁর মান্দায় মৈনম ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সাবেক সদস্য ইয়াছিন আলী রাজা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার বিকেলে প্রায় পাঁচ শতাধিক মটরসাইকেলের দীর্ঘ বহরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার মৈনম ইউপির ৯ টি পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় প্রত্যেক মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ ৩ হাজার করে টাকা তুলে দেন তিনি।
প্রত্যেক মন্দিরে গিয়ে সনাতন ধর্মালম্বীদের সুখ শান্তি কামনা করে ইয়াছিন আলী রাজা বলেন, "ধর্ম যার যার উৎসব সবার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ মুহা.ইমাজ উদ্দিন প্রামাণিকের জন্য দোয়া চেয়ে আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে ভোট প্রার্থনা করেন। সেই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স পরিধান করে উৎসব পালনের তাগিদ দেন তিনি।
এমএসএম / এমএসএম