বড়লেখায় ৫৫ ঘণ্টা পর অপহৃত ব্যবসায়ী উদ্ধার : গ্রেপ্তার ৩

অপহরণের প্রায় ৫৫ ঘণ্টা পর মৌলভীবাজারের বড়লেখার ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে (৫৮) উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৬ জুন) রাত দেড়টার দিকে পুলিশ, ডিবি ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বাহাদুরপুর চা বাগানের নির্জন জঙ্গল থেকে তাকে উদ্ধার করে। এ সময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার মূল পরিকল্পনাকারীর মধ্যে একজনকে সোমবার (৭ জুন) দুপুরে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চণ্ডীনগর গ্রামের সবুজ হোসেন, ইব্রাহিম আলীর ছেলে ইসমাইল আহমদ ওরফে হারুন এবং বোবারথল গ্রামের আব্দুল খালিকের ছেলে জুলমান আহমেদ। সোমবার দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
শশাংক কুমার দত্ত বড়লেখা পৌরসভার বারইগ্রাম এলাকার সতেন্দ্র কুমার দত্তের ছেলে। বড়লেখা পৌর শহরে তার রড-সিমেন্টের একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গত শুক্রবার (৪ জুন) সন্ধ্যার দিকে তিনি নিখোঁজ হন। এরপর মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, ব্যবসায়ী শশাংক কুমার দত্ত গত ৪ জুন সন্ধ্যায় সিলেটের টিলাগড়স্থ ভাড়া বাসায় যাওয়ার উদ্দেশে বড়লেখা ডাকঘরের সামনে থেকে একটি সিএনজি অটোরিকসায় উঠে রওনা দেন। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পৌঁছে সেখানে সিএনজি অটোরিকসা পরিবর্তন করে অন্য আরেকটি অটোরিকসায় ওঠেন। ওই সিএনজি অটোরিকসাযোগে তিনি বারইগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর রাস্তায় একটি মাইক্রোবাস শশাংক কুমার দত্তকে বহণকারী অটোরিকসার গতিরোধ করে অপরহরণকারীরা। পরে তাকে জোরপূর্বক মাইক্রোবাসটিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তিনি আরো বলেন, অপহরণকারী চক্র শশাংককে অজ্ঞাত স্থানে রেখে বিভিন্ন ভিওআইপি নম্বর থেকে তার ছোট ভাই সুবোধ কুমার দত্তের মোবাইলে কল করে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। সুবোধ কুমার দত্ত বড়লেখা থানা পুলিশকে বিষয়টি জানান। পরে থানা পুলিশের বিশেষ টিম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শশাংককে উদ্ধারে নেমে অভিযান অব্যাহত রাখে। রোববার রাত দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীরের নেতৃত্বে পুলিশ, ডিবি ও র্যাবের একটি দল যৌথভাবে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপির বাহাদুরপুর চা বাগানের নির্জন জঙ্গল থেকে অপহৃত ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে উদ্ধার এবং অপহরণকারী ইসমাইল আহমদ হারুন ও জুলমান আহমদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে ওই সময় কয়েকজন অপহরণকারী পালিয়ে যায়। অভিযানে অংশ নেন বড়লেখা থানার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ।
বড়লেখা থানার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার সোমবার দুপুরে বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান

গোদাগাড়ীতে পৌর আন্ত:ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালিখায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চাহিদার তুলনায় বাজেট বরাদ্দ কম হওয়ায় প্রয়োজনীয় পরিমাণ সাপোর্ট দিতে পারছিনাঃ রেল সচিব

সুবর্ণচরে স্বেচ্ছাসেবকদল জাহাজমারা ইউনিয়ন কর্মি সম্মেলন অনুষ্ঠিত

নরসিংদীতে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি প্রতিবাদে প্রবাসীর সংবাদ সন্মেলন

জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১২-৩০ অক্টোবর ১ লাখ ৩৫ হাজার ১২৭ শিশুকে টাইফয়েড টিকা দেবে রাসিক

আটোয়ারীর সেই আলোচিত অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি

কুড়িগ্রামে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মুকসুদপুরে মৃত্যুপথযাত্রী বাবার চিকিৎসার সময় চাচার হুমকি

দোহারে বেগম আয়েশা স্কুলে ছাত্রীদের বিক্ষোভ: অনুপস্থিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবিতে উত্তাল বিদ্যালয়

পূর্বধলায় ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বড়লেখায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
Link Copied