ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

অযত্ন-অবহেলায় শহীদ মিনারটি এখন ময়লার ভাগাড়


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২২-১০-২০২১ বিকাল ৭:২৩

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস যথাযোগ্য মর্যাদায় সারাবিশ্বে পালন করা হলেও অযত্ন ও অবহেলায় পড়ে আছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শিশু পার্কের শহীদ মিনারটি। প্রতিবছর শহীদ দিবসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস আসলেই একটু ধোয়া মোছার কাজ হয় এ শহিদ মিনারে।

ভাষা শহিদদের স্মরণে শিশুপার্কে নির্মিত করা হয়েছিল একটি শহিদ মিনার। বিগত কয়েক বছর আগে শহিদ মিনারটি রক্ষণাবেক্ষণ করার জন্য প্রবেশ মুখে একটি গেট সহ শহীদ মিনারটি আধুনিকায়ন করা হয়। কিন্তু নির্মাণের পর থেকেই রক্ষণাবেক্ষণ আর অযত্ন-অবহেলায় শহিদ মিনারটি এখন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।স্থানীয়রা জানায়, প্রতি বছর ২১ ফেব্রুয়ারি এলে কোনো রকম পরিষ্কার করা হলেও পরদিন থেকেই বাজারের সমস্ত ময়লা আবর্জনা এখানে ফেলা শুরু হয়। ময়লা আবর্জনা ফেলার পাশাপাশি দিনের আলোতেও সব সময় মানুষ জন এখানে প্রশ্রাব করে থাকে। এছাড়াও প্রতিদিন এখানে গরু, ছাগল চড়ানো হয়। ময়লা আবর্জনা, গরু, ছাগল ও মানুষের প্রশ্রাবের গন্ধে শহীদ মিনারের আশেপাশের পরিবেশ এখন অনেকটাই দূষিত।

শহিদ মিনারের বেহাল দশা নিয়ে ক্ষোভ প্রকাশ ও দ্রুত রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন সাংস্কৃতিককর্মীসহ উপজেলার বিশিষ্টজনেরা।সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী কামিনীগঞ্জ বাজারের শিশুপার্কে নির্মাণ করা হয়েছে শহিদ মিনারটি। মিনারের চারপাশে ময়লা-আবর্জনার স্তূপ। নানা ধরনের ময়লা-আবর্জনার দুর্গন্ধে সাধারণ মানুষের চলাফেরা বিঘ্নিত হওয়ায় বেওয়ারিশ কুকুরের একমাত্র রাত্রিযাপনের স্থান হয়ে দাঁড়িয়েছে শহিদ মিনারটি।

কিছুদিন আগে এবিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন সমাজকর্মী জাহিদুল ইসলাম সপু। তার সাথে কথা হয় এই বিষয় নিয়ে। তিনি জানান, জুড়ী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এমন ময়লার ভাগাড় কোনভাবেই কাম্য নয়, এটি দুঃখজনক। পাশাপাশি তিনি এবিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া বলেন, ভাষা শহিদদের ত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষা বাংলা পেয়েছি। আর ভাষা শহীদদের স্মৃতি ও আত্মত্যাগের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে তুলে ধরতেই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসহ পাড়া-মহল্লায় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শহিদ মিনার তৈরি করা হয়। শহিদ মিনারে শুধু একদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য নয়। শহিদ মিনার এভাবে ময়লার ভাগাড়ে পরিণত হলে এ প্রজন্মের কাছে শহীদ মিনারের গুরুত্ব কমে যাবে।উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, 'বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। শহিদ মিনার রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এমএসএম / এমএসএম

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা

ভোলাহাটে বাগান নষ্ট ও হুমকির ঘটনা: প্রশাসন তদন্তে, উদ্বিগ্ন এলাকাবাসী

জিয়া পরিবারের কষ্টের তুলনায় আমাদের কষ্ট কিছুই না - আবুল কালাম

যমুনা নদীতে চাঁদাবাজির দায়ে গ্রেপ্তার ১০

নবীনগরে চার গ্রামের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিএনপির মতবিনিময় সভা

কবিরহাটে ফখরুল ইসলাম: ধানের শীষে বিজয় হলে বন্ধ হবে দুর্নীতি, চাঁদাবাজি

কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে নাঃ আইজিপি

নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

বাঘা-চারঘাট জামায়াতের এমপি প্রার্থী মোটরসাইকেল রেলি অনুষ্ঠিত

দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কাপাসিয়ায় সালাহউদ্দিন আইউবী‘র দাঁড়িপাল্লার সমর্থনে বিশাল মিছিল

গজারিয়ায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

পরিবর্তনের স্বপ্ন পূরণ করবে জাতীয় নাগরিক পার্টি : আসাদুল ইসলাম মুকুল