কোনাবাড়ীতে রংধনু প্রিমিয়ার ক্রিকেটলীগের উদ্বোধন
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে প্রথম বারের মতো ক্রিকেট খেলার আসর রংধনু প্রিমিয়ারলীগের (RPL) উদ্বোধন করা হয়েছে। রংধনু স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গতকাল শুক্রবার সকাল ১০ টায় কোনাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আর পি এল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রংধনু ক্লাবের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ৮ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন আহমেদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ আশিকুর রহমান জিয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী রেজাউল করিম,সিরাজুল ইসলাম সিরাজ,গিয়াস উদ্দিন, রংধনু স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দেওয়ালিয়াবাড়ী সূর্যসেনা ক্লাব সভাপতি ফরহাদ হোসেন,কোনাবাড়ী আইডিয়াল কলেজের পরিচালক রাশেদুল ইসলামসহ অনান্য নেতৃবৃন্দ। এ টু্র্নামেন্টে মোট ২৪ দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে তেলিরচালা ইলিভেন স্টারকে ১৯৬ রানের টার্গেট দেয় দেওয়ালিয়াবাড়ী সূর্যসেনা ক্লাব। ব্যাট করতে নেমে ৬৭ রানেই গুটিয়ে যায় তেলিরচালা ইলিভেন স্টার। উদ্বোধনী ম্যাচে ১২৯ রানের বিশাল জয় পায় দেওয়ালিয়াবাড়ী সূর্যসেনা ক্লাব। ২৪ বলে ৬৭ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ সেরা পুরস্কার পান রাশেদুল ইসলাম।
এমএসএম / এমএসএম