ঢাকা-নারায়ণগঞ্জ রুটে রাতারাতি ভাড়া বাড়ল ১৪ টাকা

পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী কয়েকটি পরিবহনের বাস ভাড়া টিকিটপ্রতি ১৪ টাকা বাড়ানো হয়েছে। এ নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। কেউ কেউ কাউন্টারে থাকা লোকদের সঙ্গে তর্কে জড়িয়েছেন। তবে পরিবহন মালিকরা বলছেন, তাদের কোনো উপায় নেই। সবকিছুর দাম বেড়েছে। বিশেষ করে হঠাৎ করেই তেলের (ডিজেল) মূল্যবৃদ্ধি তাদের মারাত্মক অসুবিধায় ফেলেছে। তাই তারা বাধ্য হয়েই ভাড়া বাড়িয়েছেন।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চাষাঢ়া বাসস্ট্যান্ডে গিয়ে মালিকপক্ষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বন্ধন পরিবহন, উৎসব পরিবহন, আনন্দ পরিবহন ও শীততাপ নিয়ন্ত্রিত শীতল পরিবহনের বাসের ভাড়া বাড়ানো হয়েছে। এর মধ্যে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া ৩৬ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা, আনন্দ পরিবহন ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা আর শীতল পরিবহনের ৫৫ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়েছে। তবে আগের ভাড়া ৩০ টাকায় চলাচল করছে বিআরটিসির দ্বিতল বাস।
কলেজছাত্রী হাফসা আক্তার বলেন, কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ করে ইচ্ছামতো বাসের ভাড়া বাড়িয়ে দিয়েছে মালিকরা। তাদের কিছু বলাও যাচ্ছে না। টিকিট ধরিয়ে দিয়ে বলছে, ভাড়া ৫০ টাকা। বেশি ভাড়ায় যাব না বললেও টিকিট ফেরতও নিচ্ছে না। আমাদের মতো শিক্ষার্থীদের কাছে প্রত্যেকদিন আসা-যাওয়ায় বাড়তি ২৮ টাকা মানে অনেক বেশি।
নারায়ণগঞ্জ থেকে ঢাকা গিয়ে একটি বেসরকারি অফিসে চাকরি করেন তাইজুল ইসলাম। তিনি বলেন, আমি রাতেও ঢাকা থেকে নারায়ণগঞ্জ এসেছি ৩৬ টাকায়। কিন্তু সকালে এসে শুনি ৫০ টাকা। কাকে কী বলব? আমাদের বলার কিছু নেই। যখন যা মনে করছে তখন তাই করছে মালিকপক্ষ।
বন্ধন পরিবহনের বাসচালক ফারুক বলেন, যন্ত্রপাতির দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে। এমনিভাবে যতকিছু আছে সবকিছুর দাম বেড়েছে। তাহলে আমরা কী করব? মালিকপক্ষ নিরুপায় হয়ে বাসের ভাড়া বাড়িয়েছে।
বন্ধন পরিবহনের চেয়ারম্যান মো. জুয়েল হোসেন বলেন, আমাকে সকালে মালিকরা ফোন দিয়ে বলল ডিজেলের দাম বাড়িয়েছে। যন্ত্রপাতির দাম আগেই বেড়েছে। তখন আমি তাদের বললাম, আপনারা কী করতে চান? তারা বলল, ভাড়া ৫০ টাকা করেছি। আসলে আমরা পরিবহন মালিকরা কেউই ভালো নেই। দেয়ালে পিঠ ঠেকে গেছে।
যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, গত রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে সকাল থেকেই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নন-এসি বাস ভাড়া ৩৬ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হয়েছে। এখানে বাসের ভাড়া বাড়ানোর কোনো নিয়ম-পদ্ধতি না থাকায় পরিবহন মালিকরা নিজেদের খেয়াল-খুশিমতো ভাড়া বাড়িয়ে নিচ্ছেন। তারা আগেও এটা বহুবার করেছেন।
তিনি আরো বলেন, জ্বালানি তেলে সরকারের বর্ধিত দাম অনুপাতেও যদি ভাড়া বৃদ্ধি করে তাহলে ৩৬ টাকার ২৩ শতাংশ বর্ধিত মূল্য ৮ টাকা, যেখানে মোট ভাড়া দাঁড়ায় ৪৪ টাকা। তাহলে ৫০ টাকা কেন?
এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, কেউ যদি অবৈধভাবে ভাড়া বেশি নেয় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান

বড়লেখায় ধর্ষণের অভিযোগে যুবক রাজেন রায় গ্রেফতার

লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতারে জাতিসংঘ মহাসচিব

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে দেহব্যবসা ব্ল্যাকমেইলিং কথিত ৩ সাংবাদিককে গণপিটুনী

ধামইরহাটে বিএনপির ইফতার মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিকারের জরিমানা

ফেসবুকে পোষ্ট দিয়ে সাতকানিয়ার তরুণের ট্রেনে ঝাপ দিয়ে মৃত্যু

কোনাবাড়ীতে মহানবীকে নিয়ে কটুক্তি,যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনতা

তামাক ক্ষেত থেকে মহিলার লাশ উদ্ধার করেছে নাগরপুর থানা পুলিশ

শেখ হাসিনা সেনানিবাসের নাম 'পটুয়াখালী সেনানিবাস‘ করার দাবীতে মানববন্ধন

ভাটা মালিকরা সরকারী কাজে ইট বিক্রি করবেন না

কুমিল্লায় ৩ কোটি টাকার ভারতীয় আতশবাজি জব্দ

হরিপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও ৭ দিনের মধ্যে ভেঙ্গে ফেলার নির্দেশ
