মালিক-শ্রমিকদের পরিবহন ধর্মঘট
ঢাকা-বঙ্গবন্ধু মহাসড়কে চলছে পরিবহন
দফায় দফায় দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে পরিবহন মালিক-শ্রমিকদের পূর্ব ঘোষিত সারাদেশে অনির্দিষ্টকালের ধর্মঘটেও চলছে পণ্যবাহী ছোট-বড় ট্রাক। শুধু তাই নয়, ট্রাক ছাড়াও উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস চলাচল ছিল অসংখ্য। শুক্রবার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সরেজমিন ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু রেলস্টেশন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। এর আগে ভোরবেলায় যানবাহনের চাপ কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে পরিবহন চলাচলের চাপ বেড়েছে কয়েকগুণ।
বঙ্গবন্ধু সেতু রেলস্টেশন ছাড়াও ভূঞাপুর বাসস্ট্যান্ড, এলেঙ্গা বাসস্ট্যান্ড ও টাঙ্গাইল রাবনা বাইপাসে এমন চিত্রের খবর জানা যায়। এদিকে, বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড় থেকে টাঙ্গাইল যাতায়াতকারী আঞ্চলিক বাসগুলো বন্ধ রয়েছে। এর ফলে ভূঞাপুর, কালিহাতীসহ জেলার বিভিন্ন উপজেলার টাঙ্গাইলে আসা-যাওয়া করা লোকজন চরম ভোগান্তিতে পড়েছেন। এ সুযোগে সিএনজি-লেগুনাগুলোর মালিক-শ্রমিকরা দ্বিগুণ ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করছেন যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের বাস পরিবহন শ্রমিকরা জানান, কেন্দ্রীয়ভাবে পূর্ব ঘোষিত ধর্মঘটের ডাকে সাড়া দিয়ে তারা বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছেন। তারা দ্রুততম সময়ের মধ্য তেলের দাম কমানোর জোর দাবি জানান।
এদিকে, ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকেও সকাল থেকে ছেড়ে যায়নি ঢাকাগামী কোনো বাস। তারাকান্দি থেকেও আসেনি কোনো বাস। এ কারণে ছুটিতে আসা অনেক ঢাকাগামী যাত্রী পড়েন ভোগান্তিতে। বাস না পেয়ে অনেকেই বাড়ি ফিরে গেছেন আবার অনেকেই সিএনজিযোগে কর্মস্থলে ছুটছেন বাড়তি ভাড়ায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে আসা বগুড়াগামী ট্রাকচালক আব্দুর রহমান, পাবনাগামী মো. মহির উদ্দিন ও নাটোর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী ইসহাক গনী জানান, দফায় দফায় অস্বাভাবিক হারে অযৌক্তিকভাবে তেলের দাম বৃদ্ধি করে পরিবহন খ্যাতকে বিপাকে ফেলেছে। একদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি, আরেকদিকে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বাড়ানো হয়েছে। এ যেন মরার ওপর খাঁড়ার ঘা। তেলের দাম বৃদ্ধি না করে আরো কমানোর জোর দাবি করেছেন তারা। এভাবে দিন দিন বাড়লে পরিবহন খরচও বাড়াতে বাধ্য হবে বলে জানান শ্রমিকরা।
টাঙ্গাইল জেলা বাস-কোচ ও মিনিবাস মালিক-শ্রমিক ইউনিয়নের ভূঞাপুর উপ-কমিটির সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ জানান, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য সারাদেশের মতো ভূঞাপুরেও বাস-ট্রাক বন্ধ রাখা হয়েছে। আমরা চাই তেলের দাম হ্রাস করা হোক। যদি তেলের দাম না কমানো হয় তাহলে হলে অনির্দিষ্টকালের জন্য মালিক-শ্রমিকদের এ ধর্মঘট ও বাস চলাচল কার্যক্রম বন্ধসহ অঘোষিত কর্মসূচি চলমান থাকবে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি জানান, মহাসড়কে অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সদস্যরা সর্তক রয়েছেন।
এমএসএম / জামান
কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী
মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’
নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন
সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান
মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড
রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই
মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
বড়লেখায় র্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক
শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর
সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান
মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে
Link Copied