ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে দূরপাল্লার বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৯-১১-২০২১ দুপুর ৪:২৪

ঠাকুরগাঁওয়ে গণপরিবহনে বাড়তি ভাড়া কার্যকরের প্রথম দিনেই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে দূরপাল্লার বাস কাউন্টারগুলোর বিরুদ্ধে। বাড়তি ভাড়ার নতুন তালিকা ছাড়াই টিকিট কাউন্টারগুলোতে ইচ্ছামতো অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তবে এসব অভিযোগ অস্বীকার করে টিকিট কাউন্টারগুলো বলছে, সরকারের নির্ধারিত দামে তারা টিকেট বিক্রি করছেন। যদিও এখনো বিআরটিএ থেকে নতুন ভাড়ার চার্ট তারা পাননি। শুধুমাত্র পরিবহন মালিকদের নির্দেশে ঢাকাগামী টিকিটে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত বর্ধিত ভাড়া নেয়া হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ নভেম্বর) শহরের বিভিন্ন পরিবহনের কাউন্টার ঘুরে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রেক্ষাপটে নতুন বাসভাড়া নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে বাস মালিকরা এখনো ভাড়ার তালিকা করেননি। এ সময় নতুন নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী ও টিকিট বিক্রেতাদের মধ্যে বাকবিতণ্ডা হচ্ছে। তবে নিরুপায় হয়ে যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিয়েই গন্তব্যে যাত্রা করছেন।

সস্ত্রীক ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে নাবিল কাউন্টারে দুটি টিকিট কেটেছেন ডালিম কুমার রায়। তিনি জানান, আগে যেখানে দুজন মিলে ১ হাজার ২০০ টাকা দিয়ে যেতে পারতাম, এখন ১ হাজার ৮০০ টাকা দিয়ে টিকেট নিতে হলো। ক্ষোভ প্রকাশ করে এই যাত্রী বলেন, এটি আমাদের ওপর জুলুম করা হচ্ছে।

চট্টগ্রাম যাওয়ার জন্য শহরের নরেশ চৌহানে অবস্থিত হানিফ এন্টারপ্রাইজে টিকেট কিনতে এসেছেন সায়দুল। তিনিও ক্ষোভ জানিয়ে বলেন, হঠাৎই ডিজেলের দাম বৃদ্ধি আর বাড়তি ভাড়ার বোঝা আমাদের জনগণের ওপর। যা যায় সবকিছু আমাদের জনগণের ওপর দিয়েই যায়। আগে যেখানে ৯০০ টাকা দিয়ে যেতাম, এখন ১১০০ টাকা দিয়ে যেতে হচ্ছে। ২০০ থেকে আড়াইশ টাকা পর্যন্ত বেশি চাওয়া হচ্ছে।

একাধিক যাত্রী অভিযোগ করেন, আন্তঃজেলার বাসের ভাড়া খুব একটা বেশি নেয়া হচ্ছে না। কিন্তু দূরপাল্লার বাসে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে।

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার সাইফুর রহমান বলেন, ঢাকাগামী টিকিট ১ হাজার টাকা বিক্রির নির্দেশ ‍এলেও আমরা ৯০০ টাকা করে বিক্রি করছি। তবে নতুন ভাড়ার চার্ট এখনো আসেনি। সরকার যেহেতু ভাড়া বাড়িয়েছে, তাই আগের চেয়ে কিছুটা বেশি নেয়া হচ্ছে।

পরিবহন মালিকের নির্দেশে ভাড়া বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন নাবিল পরিবহনের টিকিট বিক্রেতা বাবু। তিনি বলেন, নতুন ভাড়ার তালিকা না পেলেও মালিক কর্তৃপক্ষের নির্দেশে ঢাকাগামী প্রতি টিকিটে ৩০০ টাকা বাড়তি ভাড়া নেয়া হচ্ছে। নতুন তালিকা এলে সে অনুযায়ী ভাড়া আদায় করা হবে।

এ বিষয়ে জেলা মোটর পরিবহন ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাহাদাত হোসেন বলেন, বিআরটিএ থেকে আজ-কালের মধ্যে নতুন ভাড়ার চার্ট পেয়ে যাব। তখন আর কেউ বাড়তি ভাড়া আদায় করার সুযোগ পাবে না। এছাড়াও যাত্রীদের কাছ থেকে এখন বর্ধিত ভাড়া ব্যতীত অতিরিক্ত ভাড়া যেন কেউ না নিতে পারে এ নিয়ে পরিবহনের মালিকদের সংগঠনের সঙ্গে আলোচনা করা হবে।

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে ওই কাউন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান। তিনি বলেন, যাত্রীদের কাছ থেকে কোনোভাবেই যেন নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি না নেয়া হয়, এ বিষয়ে প্রয়োজনীয় মনিটরিং করা হচ্ছে।

এমএসএম / জামান

নড়াইল-২ আসনে গণঅধিকার পরিষদের মতবিনিময় ও নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ-৪ আজাদকে প্রার্থী দিলে বিপুল ভোটের ব্যবধানে জিতবে ধানের শীষ

নোয়াখালীতে সাড়ে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত উদয় বৃত্তি পরীক্ষা–২০২৫

‎গাইবান্ধা সাঘাটায় ৭ নভেম্বর: বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাটুরিয়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বালিয়াকান্দিতে মিষ্টি কুমড়া চাষ করে লাক্ষপতি বেকার যুবক রিপন

ভূরুঙ্গামারীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে গ্রেফতার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাটে র‍্যালী ও আলোচনা সভা

অভয়নগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন এক হাজার মানুষ

মনপুরায় গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি'র ঐক্যের প্রত্যয়।বিপ্লব ও সংহতি দিবস পালিত

মোরেলগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে র‌্যালী ও আলোচনা

রায়পুরে জামায়াত প্রার্থীর মটরসাইকেল শোভাযাত্রা

চন্দনাইশে এলডিপিতে যোগ দিলেন চেম্বার অব কর্মাসের ভাইচ প্রেসিডেন্ট এম মাহাবুব চৌধুরী