অনলাইনে রিভিউ ক্লাস, সামাজিক যোগাযোগমাধ্যমে জবি শিক্ষার্থীদের ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে পরীক্ষা নেয়ার আগে অনলাইনে রিভিউ ক্লাস নেয়া হবে। তবে অনলাইনে রিভিউ ক্লাসের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সশরীরে রিভিউ ক্লাস করতে চান।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ জুন) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা গেছে, ১৩ জুন পরীক্ষার তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আর পরীক্ষা নেয়ার আগে দুই সপ্তাহ অনলাইনে রিভিউ ক্লাস হবে।
শিক্ষার্থীরা বলছেন, অনলাইন ক্লাসের ঘাটতি পোষাতে যে রিভিউ ক্লাস, সেই রিভিউ ক্লাসই অনলাইনে হলে শিক্ষার্থীদের ঘাটতি পূরণ হবে না। এছাড়াও করোনাকালীন শিক্ষার্থীদের সিংহভাগই গ্রামে থাকায় ইন্টারনেট সংযোগ ও ডিভাইসের সমস্যার কারণে অনেকে অনলাইন ক্লাসগুলোতে নিয়মিত হতে পারেনি।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক গ্রুপে অনলাইনে রিভিউ ক্লাস সংক্রান্ত এক জরিপে দেখা যায়, ৯৫১ ভোটের মধ্যে ৯৩% শিক্ষার্থী সশরীরে রিভিউ ক্লাস করতে চান। এছাড়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন গ্রুপের জরিপে দেখা যায়, ১৩৬৫ জন শিক্ষার্থী সশরীরে রিভিউ ক্লাসের পক্ষে এবং ২৬ জন অনলাইন রিভিউ ক্লাসের পক্ষে।
অপর একটি ফেসবুক গ্রুপ 'করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান'-এ চালানো জরিপেও একই অবস্থা দেখা গেছে। সেখানে সশরীরে রিভিউ ক্লাসের পক্ষে মতামত দিয়েছেন ৬০৮ জন। অনলাইনে রিভিউ ক্লাসের ১১ জন মতামত দিয়েছেন। এছাড়াও বিক্ষিপ্ত আরো কয়েকটি জরিপেও উল্লিখিত জরিপগুলোর ফলাফলই দৃশ্যমান।
শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, যে অনলাইন ক্লাসে মোট শিক্ষার্থীর অর্ধেকেরও কম উপস্থিত থাকত, সে অনলাইনেই রিভিউ ক্লাস। তাহলে রিভিউ ক্লাস না নিয়ে সরাসরি পরীক্ষা নেয়াই উচিত। তাছাড়া অনলাইন ক্লাসে বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণেই তো রিভিউ ক্লাস নেয়া।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তৌহিদ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, রিভিউ ক্লাস অনলাইনে হলে এটা ফলপ্রসূ হবে না। অনলাইনে ক্লাস-ই আমি বুঝিনি ভালোভাবে, সেখানে রিভিউ ক্লাস কিভাবে বুঝব? রিভিউ ক্লাস তো অবশ্যই অনেক তাড়াহুড়ো করে পড়ানো হবে। যখন অনলাইনে ক্লাস শুরু হয়েছিল তখন ক্লাসে কিছুই বুঝতাম না। ভাবলাম হয়তো আমার মনোযোগের ঘাটতি কিন্তু পরে কয়েকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছি কিন্তু যা পড়ানো হয় তা একবারে পুরোপুরি বুঝতে পারিনি। খাতায় যা নোট করতে পেরেছি তাও এক্সামে আসা প্রশ্ন লেখার জন্য যথেষ্ট হবে না মে বি। তাছাড়া নেট সমস্যা তো ছিলই। আগে যা-ই পড়ানো হয়েছে যেমনই বুঝেছি এখন রিভিউ ক্লাসগুলো সশরীরে নিলে খুবই ভালো হতো।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহমুদুল বলেন, রিভিউ ক্লাসগুলা অফলাইনে হলে পরীক্ষায় স্টুডেন্টদের আত্মবিশ্বাস বাড়বে। পরীক্ষা যদি সশরীরে হয় তাহলে রিভিউ ক্লাসও সশরীরে নেয়া দরকার।
গত বছরের ২ জুলাই সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ট্রেজারার, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও লাইব্রেরিয়ানের সমন্বয়ে এক অনলাইন মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে নয়টি সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে একটি ছিল ক্যাম্পাসে ক্লাস শুরু হলে রিফ্রেশমেন্ট ক্লাসের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে। এ সময় ব্যবহারিক ক্লাসও নেয়া হবে।
এমএসএম / এমএসএম

জাবিতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শহীদ পরিবারদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৯ সেপ্টেম্বর

শেকৃবিতে শিক্ষার্থীদের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে দেয়া হবে ল্যাপটপ

ইউজিসি'র হিট প্রকল্পের গবেষণা ফান্ডে নাম নেই জবির

চবিতে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার,মৃত্যু ঘিরে রহস্য

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জুলাই ৩৬ কর্ণার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পবিপ্রবি সাংবাদিক সমিতির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যুক্ত হচ্ছে লিখিত ও প্রেজেন্টেশন পরীক্ষা

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

গবিতে বিতর্ক উৎসব: চার ধারার যুক্তিযুদ্ধ

দাবায় চবির ৯ অনুষদের লড়াই, শেষ হলো ‘চেস ফেস্ট

ইবিতে নিহত সাজিদের শেষ ফোনকল নিয়ে রহস্য

তরুয়াকে হারানোর এক বছর
Link Copied