অনলাইনে রিভিউ ক্লাস, সামাজিক যোগাযোগমাধ্যমে জবি শিক্ষার্থীদের ক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সশরীরে পরীক্ষা নেয়ার আগে অনলাইনে রিভিউ ক্লাস নেয়া হবে। তবে অনলাইনে রিভিউ ক্লাসের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা সশরীরে রিভিউ ক্লাস করতে চান।
জানা গেছে, গতকাল মঙ্গলবার (৮ জুন) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে জানা গেছে, ১৩ জুন পরীক্ষার তারিখের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে আর পরীক্ষা নেয়ার আগে দুই সপ্তাহ অনলাইনে রিভিউ ক্লাস হবে।
শিক্ষার্থীরা বলছেন, অনলাইন ক্লাসের ঘাটতি পোষাতে যে রিভিউ ক্লাস, সেই রিভিউ ক্লাসই অনলাইনে হলে শিক্ষার্থীদের ঘাটতি পূরণ হবে না। এছাড়াও করোনাকালীন শিক্ষার্থীদের সিংহভাগই গ্রামে থাকায় ইন্টারনেট সংযোগ ও ডিভাইসের সমস্যার কারণে অনেকে অনলাইন ক্লাসগুলোতে নিয়মিত হতে পারেনি।
এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ফেসবুক গ্রুপে অনলাইনে রিভিউ ক্লাস সংক্রান্ত এক জরিপে দেখা যায়, ৯৫১ ভোটের মধ্যে ৯৩% শিক্ষার্থী সশরীরে রিভিউ ক্লাস করতে চান। এছাড়া বিশ্ববিদ্যালয় সম্পর্কিত বিভিন্ন গ্রুপের জরিপে দেখা যায়, ১৩৬৫ জন শিক্ষার্থী সশরীরে রিভিউ ক্লাসের পক্ষে এবং ২৬ জন অনলাইন রিভিউ ক্লাসের পক্ষে।
অপর একটি ফেসবুক গ্রুপ 'করোনা মোকাবেলায় জবিয়ানের পাশে জবিয়ান'-এ চালানো জরিপেও একই অবস্থা দেখা গেছে। সেখানে সশরীরে রিভিউ ক্লাসের পক্ষে মতামত দিয়েছেন ৬০৮ জন। অনলাইনে রিভিউ ক্লাসের ১১ জন মতামত দিয়েছেন। এছাড়াও বিক্ষিপ্ত আরো কয়েকটি জরিপেও উল্লিখিত জরিপগুলোর ফলাফলই দৃশ্যমান।
শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, যে অনলাইন ক্লাসে মোট শিক্ষার্থীর অর্ধেকেরও কম উপস্থিত থাকত, সে অনলাইনেই রিভিউ ক্লাস। তাহলে রিভিউ ক্লাস না নিয়ে সরাসরি পরীক্ষা নেয়াই উচিত। তাছাড়া অনলাইন ক্লাসে বিভিন্ন ধরনের সমস্যা থাকার কারণেই তো রিভিউ ক্লাস নেয়া।
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তৌহিদ আহমেদ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, রিভিউ ক্লাস অনলাইনে হলে এটা ফলপ্রসূ হবে না। অনলাইনে ক্লাস-ই আমি বুঝিনি ভালোভাবে, সেখানে রিভিউ ক্লাস কিভাবে বুঝব? রিভিউ ক্লাস তো অবশ্যই অনেক তাড়াহুড়ো করে পড়ানো হবে। যখন অনলাইনে ক্লাস শুরু হয়েছিল তখন ক্লাসে কিছুই বুঝতাম না। ভাবলাম হয়তো আমার মনোযোগের ঘাটতি কিন্তু পরে কয়েকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে করেছি কিন্তু যা পড়ানো হয় তা একবারে পুরোপুরি বুঝতে পারিনি। খাতায় যা নোট করতে পেরেছি তাও এক্সামে আসা প্রশ্ন লেখার জন্য যথেষ্ট হবে না মে বি। তাছাড়া নেট সমস্যা তো ছিলই। আগে যা-ই পড়ানো হয়েছে যেমনই বুঝেছি এখন রিভিউ ক্লাসগুলো সশরীরে নিলে খুবই ভালো হতো।
বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মাহমুদুল বলেন, রিভিউ ক্লাসগুলা অফলাইনে হলে পরীক্ষায় স্টুডেন্টদের আত্মবিশ্বাস বাড়বে। পরীক্ষা যদি সশরীরে হয় তাহলে রিভিউ ক্লাসও সশরীরে নেয়া দরকার।
গত বছরের ২ জুলাই সাবেক উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমানের সভাপতিত্বে ট্রেজারার, অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক ও লাইব্রেরিয়ানের সমন্বয়ে এক অনলাইন মিটিংয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়ার বিষয়ে নয়টি সিদ্ধান্ত নেয়া হয়। এরমধ্যে একটি ছিল ক্যাম্পাসে ক্লাস শুরু হলে রিফ্রেশমেন্ট ক্লাসের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হবে। এ সময় ব্যবহারিক ক্লাসও নেয়া হবে।
এমএসএম / এমএসএম

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতির ওপর ছাত্রদলের হামলা

বুয়েটের ধর্ষক শ্রীশান্ত রায়ের বিচারের দাবিতে জাবিতে মানববন্ধন

সব লোকে কয় কী জাত সংসারে: গবিতে লালনের স্মরণোৎসব

বিশ্ব ডিম দিবসে বাকৃবিতে ১০ হাজার ডিম বিতরণ

আলোর মেলা গণ বিশ্ববিদ্যালয়ে: দীপাবলির রাতে প্রদীপের গল্প

২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা-মাহির

জবি ছাত্রদল নেতা খুনে ক্ষোভ, বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত ও দুই দিনের শোক ঘোষণা

অগ্নি দুর্ঘটনা: শিক্ষক-কর্মচারীদের সতর্ক থাকতে বলল মাউশি

বর্ষা মাহিরের প্রেমের বলি জবি ছাত্রদল নেতা জোবায়েদ

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক

'ফিজিক্যালি চ্যালেঞ্জড' শিক্ষার্থীদের বৃত্তি ও উপহার সামগ্রী দিল জবি শিবির

মতামতবিহীন মতবিনিময় সভায় পবিপ্রবিতে ইউজিসি চেয়ারম্যান: সাংবাদিকদের প্রশ্নে বাধা

‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগানে শিক্ষকদের পতাকা মিছিল
Link Copied