ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

জনবল সংকটে জুড়ীতে স্বাস্থ্যসেবা ব্যাহত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৮-১১-২০২১ দুপুর ৩:৪১

মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-নার্সসহ বিভিন্ন পদে লোকবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। উপজেলার ৬টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০১৮ সালে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালটি উদ্বোধন করা হলেও জনবলও সংকটে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০১৮ সালে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধন করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভবন নির্মাণকাজ বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ‍এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। উদ্বোধনের পর থেকে হাসপাতালটি উপজেলার সকল মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছে। কিন্তু লোকবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার ফলে বারবার সংবাদের শিরোনাম হচ্ছে হাসপাতালটি।

বর্তমানে উপজেলায় এক লাখেরও বেশি মানুষের চিকিৎসার জন্য হাসপাতালে চিকিৎসকের পদ আছে মাত্র ৯টি। নয়জন মেডিকেল অফিসার পদের মধ্যে বর্তমানে পাঁচজন কর্মরত। হাসপাতালে স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি ব্যাহত হচ্ছে সিনিয়র স্টাফ নার্স সঙ্কটের কারণে‌। ২৫ জন সিনিয়র স্টাফ নার্সের বিপরীতে আছেন মাত্র তিনজন। উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছয়জন থাকার কথা থাকলেও আছেন মাত্র দুজন। ফার্মাসিস্ট পদে একজন কর্মরত থাকার কথা থাকলেও পদটি এখনো শূন্য রয়েছে। অফিস সহায়ক দুজন কর্মরত থাকার কথা থাকলেও আছেন একজন, ওয়ার্ডবয় দুজন কর্মরত থাকার কথা কিন্তু কর্মরত আছেন একজন, পরিচ্ছন্নকর্মী পাঁচজনের স্থলে কর্মরত মাত্র দুজন। এছাড়াও জুনিয়র মেকানিক, আয়া ও বাবুর্চি পদটি শূন্য রয়েছে।

স্বল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে প্রতিদিন ২০০-৩০০ রোগীর স্বাভাবিক চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়ছে। ভোগান্তি পোহাতে হয় রোগী ও অভিভাবকদের। লোকবল সঙ্কট এভাবে চলতে থাকলে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা হারিয়ে ফেলবেন বলে অনেকে মনে করছেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগী নিয়ে গেলে লোকবল সংকটে তাদের জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। লোকবল সংকটের ফলে হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগে ঠিকমতো চিকিৎসাসেবা দিতে কর্তব্যরত চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে অনেকেই বাধ্য হয়ে রোগী নিয়ে অনেকে সদর হাসপাতালে চলে যান।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগী  জানান, লোকবল সংকটে হাসপাতালের সেবার মান মারাত্মক ব্যাহত হচ্ছে। লোকবল সংকটের কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পেতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। এখানে সরকারি ওষুধ বিনামূল্যে পেলেও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না হওয়ায় অনেকে বাধ্য হয়ে অন্য হাসপাতালে রোগী নিয়ে যেতে বাধ্য হন।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগের চেয়ে স্বাস্থ্যসেবার মান বেড়েছে। যেসব রোগীকে সেবার আওতায় আনা যায় না, শুধু তাদের রেফার করা হচ্ছে। ইমার্জেন্সিতে যে সাপোর্ট আছে তা দিয়ে যাদের চিকিৎসা দেয়া সম্ভব, তাদের দেয়া হচ্ছে। তবে চিকিৎসক সংকটের কারণে চিকিৎসাসেবায় কিছুটা সমস্যা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ৩০০ রোগী দেখা হচ্ছে। অন্তঃবিভাগে ২০-২৫ জনের মতো রোগী  ভর্তি থাকেন। লোকবল যা আছে তা দিয়েই আমরা স্বাস্থ্যসেবা চালিয়ে যাচ্ছি।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সের লোকবল সংকটের তথ্য বিভাগীয় অফিসে প্রেরণ করা হয়েছে। ‌ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত  লোকবল থাকলে আমরা জনসাধারণকে উপযুক্ত সেবা প্রদান করতে পারব।

এমএসএম / জামান

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ওয়ার্ল্ড প্ল্যানিং ডে উদযাপন

হাটহাজারীতে সমবায় দপ্তরের ঋণের চেক বিতরণ সম্পন্ন

শেরপুরে পুলিশ কর্মকর্তাদের মামলা ও সাজা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম-১৪ আসনে শফিকুল ইসলাম রাহীর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ

রাজশাহী-১ আসনে বিএনপি প্রার্থীর ইশতেহার ঘোষণা

নোয়াখালীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা

ঈশ্বরদী-আটঘরিয়া বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদারের

নরসিংদী পৌর এলাকায় অটোরিকশা–সিএনজি–ইজিবাইক তালিকাভুক্তি শুরু

৩১ দফাতেই বাংলাদেশের নবজাগরণ ঘটবে: শাহেদ

চন্দ্রঘোনায় মনোরম পরিবেশে "সীমান্ত রেষ্টুরেন্টের" উদ্বোধন

মোহনগঞ্জে ‘জিনিয়াস স্কলারশিপ এসোসিয়েশন’ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বাংলাদেশকে বাঁচাতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নাই, মনোয়ার হোসেন খান

গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে জিয়া পরিবারের অবদান অপরিসীম : এ্যাড. আজিজ মোল্লা