ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে সাবেক ৩ মেয়র
টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন সাবেক তিন মেয়র। এদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র শহিদুজ্জামান খান (ভিপি শহীদ), স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু এবং নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়ছেন আরেক সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া। উৎসবমুখর পরিবেশে তিন মেয়র প্রার্থী বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের অলিগলি, চায়ের দোকান ও বাসাবাড়িতে গিয়ে ভোট চাইছেন।
নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করাসহ বিভিন্ন কৌশলে মাঠঘাট চষে বেড়াচ্ছেন। কেউ উন্নয়নের কথা বলে চলমান কাজকে এগিয়ে নিতে ভোট প্রার্থনা করছেন আবার কেউ সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সুখ-দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন ও আধুনিক বাসযোগ্য মডেল পৌরসভা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন। কেউ আবার পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের কথা বলছেন।
বর্তমান মেয়র শহিদুজ্জামান খান শহীদ বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে লড়ছেন সাবেক মেয়র মঞ্জুরুল হক মঞ্জু। তিনি তার সময়ে ঘাটাইল পৌরসভায় দৃশ্যমান ব্যাপক উন্নয়ন হয় বলে দাবি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। পৌর এলাকার সুধীজন ও কর্মীরা স্বতঃস্ফূর্ত ভোটারদের কাছে গিয়ে সাবেক মেয়র মঞ্জুরুল হকের জন্য ভোট প্রার্থনা করছেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়ছেন আরেক সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়া। তিনিও তার কর্মী-সমর্থকদের নিয়ে ভোটের মাধ্যমে জয়ের বিষয়ে আশাবাদী। ঘাটাইল পৌর নির্বাচনের দামামা বেজে ওঠার পরপরই সাবেক ৩ মেয়র প্রার্থিতা ঘোষণা করায় ভোটারদের মধ্যে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে।
সরজমিন দেখা যায়, ব্যানার-পোস্টারে ছেয়ে গেছে ঘাটাইলের পৌর এলাকা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের কাছে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করছেন প্রার্থীরা। এতে ভোট উৎসবের আমেজ বিরাজ করছে।
মেয়র শহিদুজ্জামান খান শহীদের কর্মী-সমর্থকরা ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করছেন। স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মঞ্জুরুল হকের অতীতের সকল উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে জগ মার্কায় ভোট চাইছেন পৌর এলাকার সুধীজন ও কর্মী সমর্থকরা। আরেক সাবেক মেয়র আব্দুর রশিদ মিয়ার কর্মী-সমর্থকরাও মানুষের দ্বারে দ্বারে গিয়ে নারিকেল গাছ মার্কায় ভোট প্রার্থনা করছেন। ঘোষিত তফসিল অনুযায়ী ঘাটাইল পৌরসভায় ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর।
এমএসএম / জামান
তানোরে চোরাইপথে আসা সারে বাজার সয়লাব,কৃষি কর্মকর্তা নীরব
মেহেরপুর-২ (গাংনী) আসনে এনসিপি থেকে মনোনয়নপত্র জমা দিলেন অ্যাডভোকেট সাকিল
কুমিল্লার নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান
মানিকগঞ্জে মধ্যরাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ
আলফাডাঙ্গার দ্বীন ইসলাম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে
তৃণমূলের দাবিতে মুখর কুমিল্লা বিএনপি, ইয়াছিনের পক্ষে অবস্থান কর্মসূচি
সিংড়ায় সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রহমতপুরে যুবদলের বিক্ষোভ
কুমিল্লা নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে রাজপথে সমমনা ৮দলের অবস্থান
নেত্রকোণার দুর্গাপুরে নাশকতার অভিযোগে আ লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
নরসিংদী জেলা প্রশাসনের অফিস সহায়কসহ ৩৯টি পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো
দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্দ্বীপে বিএনপির প্রতিবাদ সভা
Link Copied