ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

জুড়ীতে আসুকের পরেই আলো ছড়াবেন আনফর চেয়ারম্যান


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-১১-২০২১ দুপুর ৩:৩

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইতিহাসে যার নাম চিরদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হচ্ছেন দেশসেরা সাবেক উপজেলা চেয়ারম্যান এমএ মুহিত আসুক। উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তার আলোয় আলোকিত হতে থাকে পুরো উপজেলা। সাবেক এই উপজেলা চেয়ারম্যান এমএ মুমীত আসুকের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলে তিনি উপজেলা, জেলা ও  বিভাগের গণ্ডি পেরিয়ে দেশসেরা উপজেলা চেয়ারম্যান হিসেবে পদক লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে। সফল সাবেক এই উপজেলা চেয়ারম্যান ১৯৮৮ সালে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর মৃত্যুর আগ পর্যন্ত জনপ্রতিনিধি ও একজন সফল রাজনীতিবিদ হিসেবে জনগণের কল্যাণে কাজ করেন যান।

পশ্চিমজুড়ী ইউনিয়নের ইতিহাসে এমএ মুমীত আসুকের পর আর কোনো নেতা বা জনপ্রতিনিধি তার মতো দূরদর্শী ও জনপ্রিয় হতে পারেননি। তবে সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে এ ইউনিয়নে এমন একজন মানুষ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যার সাহস, সততা, মেধা, প্রজ্ঞা, জ্ঞান ও বিচারিক ক্ষমতার বিষয়ে এতই‌ এগিয়ে, যা ইতোমধ্যে স্থানীয় জনগণের নজর কেড়েছে। নির্বাচন চলাকালীন সময়েই এই বিষয়গুলো নিয়ে হাটে, মাঠে, ঘাটে ভোটারদের মুখে মুখে শোনা গিয়েছিল, যা ১১ নভেম্বরের নির্বাচনে আনফর আলীর ঘোড়া প্রতীকে জনগণের রায় ভোটের মাধ্যমে প্রমাণিত হয়েছে।

স্থানীয় বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, আসুক চেয়ারম্যান ছিলেন আমাদের অভিভাবক। জুড়ী উপজেলার যে কোনো সমস্যা একমাত্র তিনিই সমাধান করতে পারতেন। কিন্তু তার মৃত্যুর পর জুড়ী উপজেলা হয়ে পড়ে অভিভাবকশূন্য। আজ পর্যন্ত আসুক চেয়ারম্যানের শূন্যতা কেউ পূরণ করতে পারেননি। তবে আনফর আলীর মতো জনদরদী  মানুষ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়  আমরা আশার আলো দেখছি।

তারা আরো বলেন, আনফর আলীর মধ্যে যেমনি আছে সাহস, তেমনি আছে বিচারিক ক্ষমতা। শুধু তাই নয়, যে কোনো বড় সমস্যা সমাধানে তিনি রাখতে পারেন কার্যকরী ভূমিকা। আমরা আশা করছি, আনফর আলী এই পাঁচ বছরের মধ্যে পশ্চিমজুড়ী ইউনিয়নকে পুরো উপজেলার মধ্যে একটি মডেল, আধুনিক ও  ব্যতিক্রমী ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন। আনফর আলী শুধু জুড়ী নয়, পুরো জেলাতেই আলো ছড়াবেন‌।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর ইউপি নির্বাচনে উপজেলার পশ্চিমজুড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাশকে ৪৩৬৬ ভোট পেয়ে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন আনফর আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৩৯৩৮ ভোট।

এক প্রতিক্রিয়ায় পশ্চিমজুড়ী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আনফর আলী বলেন, অনেক আশা ও ভরসা নিয়ে পশ্চিমজুড়ী ইউনিয়নের মানুষ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ইউনিয়নবাসীর কল্যাণে আজীবন কাজ করে যাব। এই ইউনিয়নকে সারাদেশের মধ্যে একটি আধুনিক, ডিজিটাল ও ব্যতিক্রমী ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে কাজ করে যাব।

এমএসএম / জামান

বারহাট্টার বাজারে শীতকালীন সবজি এলেও চড়া দামে হতাশ ক্রেতারা

দোহাজারী রেলস্টেশনে প্রান্তিক কৃষকদের কৃষিপণ্য পরিবহনে লাগেজ কোচ চলাচলের উদ্বোধন

কেশবপুরে কালিয়ারই এস.বি.এল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের নতুন বই বিতরণ

জনজীবন চরম দুর্ভোগ: তাপমাত্রা নেমেছে ৯.৬ ডিগ্রি সেলসিয়াসে

তাড়াশে বেগম জিয়ার আত্মার শান্তি কামনা করে প্রার্থনা

তারাগঞ্জে আলহাজ্ব আতিয়ার রহমানের জানাজা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিলেন বিএনপি ও জিয়া পরিষদ নেতা অধ্যাপক বি.এম নাগিব হোসেন

ভূরুঙ্গামারীতে বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সপ্তাহব্যাপী কর্মসূচি

তানোর ও গোদাগাড়ীতে টমেটোর ফলন বিপর্যয়, কৃষকের মাথায় হাত

ধোপাছড়িতে বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে বিজিবির টহলে ২টি ভারতীয় গরু আটক

শীতবস্ত্রহীন ঘুমন্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন চট্টগ্রামের মানবিক ডিসি