ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

শপথ গ্রহণ করলেন টাঙ্গাইলের প্রথম নারী উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ২:৪১
বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত টাঙ্গাইলে ১২টি উপজেলার মধ্যে ভূঞাপুর উপজেলা থেকে প্রথম নারী উপজেলা চেয়ারম্যান হিসেবে মোছা. নার্গিস বেগম শপথ গ্রহণ করেছেন। রোববার (২১ নভেম্বর) দুপুরে রাজধানীর ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ অনুষ্ঠানে তিনি এ শপথ গ্রহণ করেন। ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান তাকে শপথবাক্য পাঠ করান।
 
নবনির্বাচিত চেয়ারম্যান নার্গিস বেগম টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে অংশ নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। নার্গিস বেগম প্রয়াত উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের সহধর্মিণী। এছাড়াও উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও নারী কল্যাণ সংস্থার চেয়ারম্যান নার্গিস বেগম। এদিকে, শপথ গ্রহণ শেষে ফুলেল শুভেচ্ছা জানান অনেকে।
 
গত ১৮ অক্টোবর সোমবার রাতে ভূঞাপুর উপজেলা উপ-নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নার্গিস বেগমকে বিজয়ী ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল ইসলাম। এর আগে গত ২৭ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে আওয়ামী লীগের ৪ জন ও বিএনপির একজন প্রার্থী মনোনয়নপত্র কেনেন। গত ৯ অক্টোবর মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন আওয়ীমী লীগ থেকে নার্গিস ছাড়া আর কেউ ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র জমা দেননি। ১১ অক্টোবর যাচাই-বাছাই শেষে একমাত্র নৌকার প্রার্থী নার্গিসের মনোনয়ন বৈধতা ঘোষণা করেন রিটার্নিং ও জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান।
 
তার আগে ১০ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের যৌথসভা হয়। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী ভূঞাপুর উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নার্গিস বেগম তার মনোনয়নপত্র দাখিল করেন। এতে অন্যান্য ৪ মনোনয়নপত্র নেয়া প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেননি।
 
এছাড়াও বিএনপির প্রার্থীও মনোনয়নপত্র জমা দেননি। পরে গত ১১ অক্টোবর মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করতে হলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়। পরে ১৭ অক্টোবর প্রত্যাহারের শেষ দিন ছিল। এতে একমাত্র নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে নার্গিস বেগম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
 
এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল ইসলাম বলেন, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মারা যাওয়ায় চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। পরে উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। ওই দিন একমাত্র প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় ১৮ অক্টোবর নার্গিস বেগমকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
 
প্রসঙ্গত, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদের দুই বারের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেট করোনায় আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই মারা যান। পরে নির্বাচন কমিশন চেয়ারম্যান পদটি শূণ্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ২ নভেম্বর ভূঞাপুর উপজেলা পরিষদের নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ছিল। কিন্তু নার্গিস বেগম আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে একক প্রার্থী থাকায় তিনি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন।

এমএসএম / জামান

কেশবপুরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

নওগাঁয় মশার উপদ্রবে অতিষ্ঠ পৌরবাসী

মান্দায় নারী উন্নয়ন ফোরামের নামে ১০ লাখ টাকা ‘গায়েব’

নেত্রকোণা-১ খেলাফত মজলিশের এমপি প্রার্থী গোলাম রব্বানী বিশাল মোটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন

সিংড়ার চলনবিলে নৌকায় কাটছেন আমন ধান

মধুখালীতে ভেজাল কীটনাশক কারখানায় অভিযান ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

রোগী বাড়ছে মেহেরপুর হাসপাতালে, কিন্তু অধিকাংশ ওষুধ নেই

মান্দায় বিজয় ও শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

বড়লেখায় র‍্যাবের অভিযানে সাড়ে সাতাশ লক্ষ টাকার ইয়াবা জব্দ; গ্রেফতার যুবক

শ্রীমঙ্গলে ঝোপ কাটতে গিয়ে ধরা পড়ল ১২ ফুটের অজগর

সন্দ্বীপে জলবায়ু উদ্বাস্তু ব্যবস্থাপনা ও পুনর্বাসন শক্তিশালীকরণে সেমিনার অনুষ্ঠিত

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনডিএফের ইসিজি মেশিন প্রদান

মনপুরায় এতিমের হক আত্মসাৎ করার অভিযোগ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক এর বিরুদ্ধে