ঢাকা সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

বাউফলে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত উপজেলা প্রশাসন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ২:৩৫

পটুয়াখালীর বাউফলে সুপার সাইক্লোন ইয়াস মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সাইক্লোন শেল্টার, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য খোলা হয়েছে কন্টোল রুম, যার মোবাইল নাম্বার ০১৭০০৭১৭০৮৮। সোমবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া নদীঘেঁষা উপজেলাটি প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকা। সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্যোগ সিডর, আইলা, বুলবুল ও সর্বশেষ আম্পানের এক বছর যেতে না যেতেই নতুনভাবে ইয়াস মোকাবেলার আতংকে রয়েছে। বিগত সুপার সাইক্লোনগুলোতে অতিরিক্ত জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই। আজও ভুলতে পারেনি সেই দিনের আতংকের কথা। এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।

উপজেলার পৌর সদরসহ ১৫টি ইউনিয়নের নদীতীরবর্তী ইউনিয়নগুলো হচ্ছে নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া, বগা। এছাড়াও তেঁতুলিয়াঘেঁষা ইউনিয়নগুলোতে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে চন্দ্রদ্বীপ ইউনিয়ন।

এ সম্পর্কে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, সুপার সাইক্লোন ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পূর্ব মুহূর্তে মানুষ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না চুরির ভয়ে। এজন্য স্থানীয় চৌকিদার, দফাদার এলাকায় পাহারা দেবে। বৃদ্ধ, প্রতিবন্ধী, গর্ভবর্তী মা, শিশু ও গবাদিপশুকে আগেভাগেই আশ্রয় কেন্দ্রগুলোতে নেয়ার জন্য চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ নিজ নিজ এলাকায় জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার -রচারণা চালাবেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে। সাইক্লোন শ্লেটারগুলো খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে ‍এবং ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মনিটরিং সেল গঠন করা হয়েছে।

এমএসএম / জামান

বগুড়া-৬ তারেক রহমান ও বগুড়া -৭ এ খালেদ জিয়ার মনোনয়ন উত্তলোন

বগুড়া-৩ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

কালীগঞ্জে বিএনপিসহ তিন দলের মনোনয়নপত্র উত্তোলন

হাটহাজারীতে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

হাঁড় কাপানো শীতকে উপেক্ষা করে ইরি বোরো ধান রোপনে মাঠে চৌগাছার কৃষক

হাদির মৃত্যুতে তানোরে জামায়াতের আয়োজনে গায়েবানা জানাজা

মেহেরপুরে বিএনপির আরো ২ নেতার মনোনয়নপত্র উত্তোলন

রাণীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নবীনগরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

​সিংগাইরে শহীদ শরীফ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

৪৮ জেলায় যুব উন্নয়নের ফ্রিল্যান্সিং প্রকল্পে বদলাচ্ছে কর্মসংস্থানের চিত্র

রাণীনগরের আবাদপুকুর এলাকায় চুরির হিড়িক

বেড়ায় ধর্মীয়-সামাজিক সম্প্রীতির অনন্য উদাহরণ সৃষ্টি করল জামায়াতে ইসলামী