ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

বাউফলে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুত উপজেলা প্রশাসন


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ২:৩৫

পটুয়াখালীর বাউফলে সুপার সাইক্লোন ইয়াস মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সাইক্লোন শেল্টার, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস, স্বেচ্ছাসেবক টিম প্রস্তুত রাখা হয়েছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য খোলা হয়েছে কন্টোল রুম, যার মোবাইল নাম্বার ০১৭০০৭১৭০৮৮। সোমবার (২৪ মে) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

তেঁতুলিয়া নদীঘেঁষা উপজেলাটি প্রাকৃতিক দুর্যোগকবলিত এলাকা। সাধারণ মানুষ প্রতিনিয়ত দুর্যোগ সিডর, আইলা, বুলবুল ও সর্বশেষ আম্পানের এক বছর যেতে না যেতেই নতুনভাবে ইয়াস মোকাবেলার আতংকে রয়েছে। বিগত সুপার সাইক্লোনগুলোতে অতিরিক্ত জলোচ্ছাসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকেই। আজও ভুলতে পারেনি সেই দিনের আতংকের কথা। এখনো ঘুরে দাঁড়াতে পারেনি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ।

উপজেলার পৌর সদরসহ ১৫টি ইউনিয়নের নদীতীরবর্তী ইউনিয়নগুলো হচ্ছে নাজিরপুর, কালাইয়া, চন্দ্রদ্বীপ, কেশবপুর, ধুলিয়া, বগা। এছাড়াও তেঁতুলিয়াঘেঁষা ইউনিয়নগুলোতে প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়। সবচেয়ে বেশি হুমকির মুখে রয়েছে চন্দ্রদ্বীপ ইউনিয়ন।

এ সম্পর্কে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার বলেন, সুপার সাইক্লোন ইয়াস মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পূর্ব মুহূর্তে মানুষ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না চুরির ভয়ে। এজন্য স্থানীয় চৌকিদার, দফাদার এলাকায় পাহারা দেবে। বৃদ্ধ, প্রতিবন্ধী, গর্ভবর্তী মা, শিশু ও গবাদিপশুকে আগেভাগেই আশ্রয় কেন্দ্রগুলোতে নেয়ার জন্য চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে।

ঘূর্ণিঝড় মোকাবেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগণ নিজ নিজ এলাকায় জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার -রচারণা চালাবেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবীদের প্রস্তুত রাখা হয়েছে। সাইক্লোন শ্লেটারগুলো খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে ‍এবং ফায়ার সার্ভিস ও পুলিশ প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় মনিটরিং সেল গঠন করা হয়েছে।

এমএসএম / জামান

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

নারী ও শিশুদের জন্য নিরাপদ সাইবারস্পেস নিশ্চিত করতে কর্মশালা

বাউফল রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে সভাপতি সিদ্দিক ও সাধারণ সম্পাদক মিলন

নাঙ্গলকোটে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন

মেহেরপুরে অ্যাডভোকেট কামরুল হাসানের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাবিপ্রবিতে ‘ইনটেলেকচুয়াল প্রোপার্টি রাইটস’ শীর্ষক কর্মশালা

বেনাপোল চেকপোষ্টে কুলি শ্রমিকদের বিক্ষোভ ও মানববন্ধন

নেত্রকোনায় জেলা প্রশাসক ও পৌর প্রশাসকের উদ্যোগে ধলাই নদী পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

সিনেমা হলের শেষ গল্প: তাজ সিনেমা হল থেকে স্মৃতি হারাচ্ছে দর্শক

হাটহাজারীতে শারদীয় দূর্গা পূজার ১১৮টি মন্ডপে শেষ মুহূর্তে প্রস্তুতি

মাদারীপুরে মানব কল্যাণ সংগঠনের ফ্রি মেডিকেল ক্যাম্প

শালিখায় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

লাকসামে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক ও কুইজ পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত