ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শিক্ষকদের দ্বন্দ্বে ডুবতে বসেছে উপজেলার শ্রেষ্ঠ স্কুল


হাতীবান্ধা প্রতিনিধি  photo হাতীবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ২৩-১১-২০২১ বিকাল ৫:৮

নামুড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ। ১৯৪০ সালে প্রতিষ্ঠা পাওয়া স্কুলটি ২০২১ সালে ডুবতে বসেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনাপ্রবাহে হারাচ্ছে নিজস্ব জৌলুস। এ সবকিছুই ঘটছে শিক্ষকদের মধ্যকার দ্বন্দ্বে। এযাব‍ৎকালের শেষ কুড়ালটি মারা হয়েছে গত ১৫ নভেম্বর। ওই দিন সকালে সহকারী শিক্ষক ভুপতি রঞ্জন আর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলামের নাক ফেটে রক্ত বের হয়। এ কারণে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন শিক্ষক নজরুল ইসলাম।

শিক্ষকদের এমন আচরণে ফিরে যেতে হয় কয়েক বছর আগে। প্রধান শিক্ষক এন্তাজুল হক পক্ষাঘাতের কারণে দায়িত্ব ছেড়ে দেন। কমিটি সহকারী প্রধান শিক্ষককে দায়িত্ব দেয়। সহকারী প্রধান শিক্ষক কাজী আবদুর সাত্তার ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেন। কমিটি ২০১৮ সালে নজরুল ইসলামকে প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়। এরপর থেকেই শুরু হয় শিক্ষকদের মধ্যকার দ্বন্দ্ব-লড়াই, যা পরবর্তী সময়ে থানা পুলিশ এবং আদালত পর্যন্ত গড়ায়। প্রতিষ্ঠানটির শিক্ষকদের মধ্যকার এমন দ্বন্দ্বে স্থানীয় অবিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মধ্যে বিরাজ করছে তীব্র অসন্তোষ এবং হতাশ।

শিক্ষার্থীরা জানায়, আমরা প্রতিষ্ঠানটির শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানের মধ্যে এমন দ্বন্দ্ব আমাদের জন্য হতাশার। সাবেক শিক্ষার্থী রানা বলেন, আমার দাদার বাবা এই প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা। আমি নিজেও এখানকার ছাত্র ছিলাম। করোনাপরবর্তী সময়ে বাড়ি এসেছি। তারপর শুনছি নানারকম ঘটনা। সবার কাছে আমাদের একটাই আবেদন, আমাদের প্রিয় প্রতিষ্ঠানটিকে বাঁচান।

এলাকাবাসী জানান, এই স্কুল থেকে ২০১৯ সালে ১৯ জন শিক্ষার্থী এ-প্লাস পায়। এমন প্রতিষ্ঠানে এরকম ঘটনা কাম্য নয়। খোকা মিয়া নামে একজন বলেন, আমরা এলাকার বাসিন্দা। আমাদের প্রতিষ্ঠানে শিক্ষকদের মধ্যে এমন ঘটনা আমরা মেনে নেব না। এর প্রতিকার হওয়া প্রয়োজন।

সায়েম নামে একজন অবিভাবক বলেন, আমার শ্বশুর মুক্তিযোদ্ধা হামিদ মোল্লা তখন সভাপতি। এন্তাজুল স্যার প্যারালাইজড হয়ে অবসরে যান। পরে কমিটি সহকারী প্রধান শিক্ষক কাজী সাত্তারকে প্রধানের দায়িত্ব দেয়। কাজী সাত্তার কিছুদিন দায়িত্ব পালনের পর দায়িত্ব ছেড়ে দেন। তখন আমার শ্বশুর তাকে অনেকবার বুঝিয়েছেন। আমরাও বুঝিয়েছি। আমার শ্বশুর তাকে বলেছিলেন, এটা একটা দায়িত্ব। এভাবে দায়িত্ব গ্রহণ বা ছেড়ে দেয়া ঠিক নয়। তখন তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেন। পরে কমিটি নজরুল স্যারকে দায়িত্ব দেয়। তার কিছুদিন পরই শুরু হয় দ্বন্দ্ব। এমন একটি প্রতিষ্ঠানে এমন মারামারি, হামলা-মামলা ভালো লাগে না।

ভুপতি রঞ্জন রায়ের বিরুদ্ধে নানা অভিযোগ গভর্নিং বডি, শিক্ষক, অভিভাবক এবং অফিসারদের। নথি তালাশে দেখা গেছে, ভুপতি রঞ্জন রায়ের বিরুদ্ধে গভর্নিং বডি মিটিং করে। ওই মিটিংয়ে ভুপতি রঞ্জনের বেতন স্কেল এক ধাপ নিচে নামনোর সিদ্ধান্ত হয়। ওই সীদ্ধান্ত মেনে ৪ লাখ ৮২ হাজার ৬৪৪ টাকা সরবারি কোষাগারে ফেরত দিতে বলা হয়। টাকা ফেরত না দিলে দুদকে মামলা করার জন্য সুপারিশ করা হয়েছে। সহকারী প্রধান শিক্ষক কাজী আব্দুস সাত্তারের উত্তোলন করা ১ লাখ ৮৮ হাজার ৩০৪ টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে বলা হয় এবং তার বেতনও স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় কমিটি। এছাড়াও আছে মেয়েদের বিরক্ত করার অভিযোগ। একটি নথিতে দেখা যায়, ভুপতি রঞ্জনের স্বাক্ষর করা স্ট্যাম্পে ভুপতি একটি মেয়েকে বিরক্ত না করার অঙ্গীকার করেছেন এবং স্ট্যাম্পটি ভুপতির নামেই তোলা। সেখানে স্বাক্ষর করেছেন ৪ জন। তার মধ্যে নজরুল ইসলামও রয়েছেন। 

শিক্ষক ভুপতি রঞ্জন বলেন, নিয়ম মোতাবেক প্রধান শিক্ষকের দায়িত্ব সহকারী প্রধান শিক্ষক পায়। নজরুল স্যার প্রধান শিক্ষকের দায়িত্ব নিলে আমি এর প্রতিবাদ করি। এরই পরিপ্রেক্ষিতে আমাকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে সাময়িক বহিষ্কার করে। নতুন কমিটিতে কোনো শিক্ষিত মানুষকে রাখা হয়নি। আমার বিরুদ্ধে যে মেয়ে অভিযোগ করেছে, সে অভিযোগ করতে চায়নি। এরা জোর করে অভিযোগ করিয়েছে। আমি তখন আমার মামা ও সভাপতি ভব রঞ্জনকে বলি প্রধান শিক্ষক গাধার গাধা। আপনি নজরুলকে প্রধানের দায়িত্ব না দিয়ে সহকারী প্রধান কাজী সাত্তারকে দায়িত্ব দেন। তিনি কথা শুনলেন না। এখন যে ঘটনাগুলো ঘটছে এতে মাধ্যমিক ও জেলা শিক্ষা অফিসের অবহেলা দায়ী। আমি তাদের লিখিতভাবে বিষয়গুলো জানিয়েছি। তারা কোনো ব্যবস্থা নেয়নি। আমার মামলা ছাড়াও আরো ১১টি মামলা চলমান। মারামারির দিনও আমি সঠিক সময়ে গিয়েছি। আমি দেখলাম আমাকে অনুপস্থিত দেখানো হয়েছে। সহকারী প্রধান শিক্ষক কাজী সাত্তার স্যারকে বললে তিনি অনুপস্থিত লেখার ওপরই সই করতে বলেন। আমি তাই করি। এতে দ্বন্দ্ব বাধে প্রধানের সাথে। একপর্যায়ে আমি প্রধান স্যারকে ধাক্কা দেই। আমি যদি আবার মামলা করি তাহলে ১০ বছর বসে বেতন নিতে পারব। আদিতমারী উপজেলার একটি শ্রেষ্ঠ স্কুলকে ধ্বংস করা হচ্ছে। স্কুলটিকে বাঁচাতে হবে।

সভাপতি ভব রঞ্জন রায় বলেন, মারামারির ঘটনাসহ যা ঘটছে সেগুলো সব আপত্তিকর ঘটনা। এভাবে চলতে পারে না। ভুপতি রঞ্জনই শুধু সমস্যা করছে, আমরা মারামারির ঘটনার পর কোনো সিদ্ধান্ত নেইনি। প্রধান শিক্ষক আইনের আশ্রয় নিয়েছেন। আইনের মাধ্যমে যা ভালো হয় করবেন। বেতনের টাকা ফেরত দিতে রেজুলেশন করা হয়েছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইমলাম বলেন, গত চার বছর থেকে আমি দায়িত্ব পালন করছি। শিক্ষক, গভর্নিং বডির আন্তরিকতায় স্কুলটি উপজেলার শ্রেষ্ঠ স্কুল হিসাবে পরিচিতি পেয়েছে। সকলের সুদৃষ্টি কামনা করছি।

জেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ স্কুলটির চলমান ঘটনা সম্পর্কে বলেন, আজও একটা তদন্ত হওয়ার কথা। এর আগে একটি তদন্ত করা হয়েছে। ওই তদন্ত রিপোর্ট ঢাকায় ফরওয়ার্ড করেছি। স্কুলটিতে স্থায়ী একজন প্রধান শিক্ষক নিয়োগ করলে হয়তো সমস্যার সমাধান হবে। সাম্প্রতিক ঘটনায় আমি নিজে হাসপাতালে গিয়েছিলাম। ওই স্কুলটির বিষয়ে আমার অফিসের কোনো দোষ নেই। প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর কাজী সাত্তারকে দায়িত্ব দেয় কমিটি। সে তখন ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছেড়ে দেয়। কমিটি তখন নজরুল ইমলামকে দায়িত্ব দেয়। ভুপতি রঞ্জন যদি আমার অফিসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণসহ আনতে পারেন, তাহলে মাথা পেতে নেব। আমার অফিসের বিরুদ্ধে করা অভিযোগ ভিত্তিহীন। আমি এতে অসম্মতি জানাচ্ছি। কাজী সাত্তার দায়িত্ব ছেড়ে আবার দায়িত্ব পালন করতে চাচ্ছেন। আমাদের বিষয়টি জানিয়েছিলেন। কাজী সাত্তার এরপর আদালতে যান। আদালতের রায় কাজী সাত্তারের বিপক্ষে যায়। স্বাভাবিকভাবেই নজরুল ইসলাম দায়িত্ব পালন করছেন।

জেলা প্রশাসক আবু জাফর বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ কেউ করেনি। তাই জেলা প্রশাসনের মন্তব্য নেই। থানায় একটি ফৌজদারি মামলা হয়েছে, সেটা পুলিশ দেখবে।

এমএসএম / জামান

বড়লেখায় জীবননাশ ও গুমের আশঙ্কায় আতংকিত ব্যবসায়ী

নাসা গ্রুপের কর্মরত শ্রমিকদের পাওনা বেতন প্রাপ্তির লক্ষ্যে যৌথ আলোচনা সভা

অ্যাকুয়াকালচার নীতির প্রয়োজনীয়তা বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

মোরেলগঞ্জে চার লাখ মানুষের সুপেয় খাবার পানির অভাব

রৌমারী উপজেল্ াস্বাস্থ্য কমপ্লেক্সেও ছের গাছের কি দোশ

দুর্গাপূজায় কোন ঝুকি নাই, নিরাপত্তা আমরা দিব, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির সম্প্রীতি ও মহোৎসব

টেকনাফে যৌথ অভিযানে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

হাটহাজারী সাব রেজিস্টার অফিসে মূল দলিলের পাতা গায়েব করে ভুয়া পাতা সংযুক্ত

রাঙামাটিতে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

বিশ্ব পর্যটন দিবসে পরিচ্ছন্ন অষ্টগ্রাম গড়ার শপথ

কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ নিহত-৪, আহত-৩

কেশবপুরের সাংবাদিক কন্যা সোনালী মল্লিক পেলেন ইয়েস কার্ড'

আত্রাইয়ে রবীন্দ্র গবেষণা ইনস্টিটিউটের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন