ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বাসি ভাত দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন ফ্রায়েড রাইস ‍আর রাইস বল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ১:৪

আগের দিনের বেঁচে যাওয়া ভাত দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারেন মজাদার ফ্রায়েড রাইস। পছন্দের সবজি ছোট ছোট করে কেটে নিন। চাইলে অল্প চিংড়ি ও চিকেন সেদ্ধ করে দিতে পারেন। ডিম ভেজে সেটা কুচিয়ে নিন। এবার তেল গরম করে ভাতের সঙ্গে সবজি ও অন্যান্য জিনিস দিয়ে নেড়ে নিন।

এছাড়া বিকেলের নাস্তায় সসের সঙ্গে মজাদার এই পদটি পরিবেশন করতে পারেন। ৩ কাপ ভাতের সঙ্গে আধা কাপ মোজারেলা চিজ, ২টি ডিম, পেঁয়াজ কুচি, ১ কাপ ব্রেড ক্রাম্ব, স্বাদ মতো লবণ দিয়ে গোলাকৃতির বল বানিয়ে নিন। চাইলে আলুও মিশিয়ে নিতে পারেন। এবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডুবো তেলে ভেজে নিন।

জামান / জামান