গাজীপুরের কালিয়াকৈরে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে একযোগে সকল কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।
কালিয়াকৈর পৌরসভার ৪১টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হচ্ছে। পৌরসভায় পাঁচজন মেয়র প্রার্থী, ১১ জন সংরক্ষিত নারী কাউন্সিলর ও ৬২ জন কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৪০৫ জন।
এদিকে ৭টি ইউনিয়ন পরিষদের ৭৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৭ ইউনিয়ন পরিষদে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৭১৬ জন। ৭টি ইউনিয়নে ভোটকেন্দ্র ৭৫টি। এরমধ্যে ঝুঁকিপূর্ণ ৩৯টি। চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৭ জন এবং সাধারণ সদস্য পদে ২৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে, কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান চার দিন যাবৎ নিখোঁজ রয়েছেন।
এমএসএম / জামান