মেহেরপুরে নৌকায় প্রকাশ্যে সিল, মেম্বার প্রার্থীর ওপর হামলা

মেহেরপুরে ছয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বাইরের পরিবেশ ভালো থাকলেও কেন্দ্রের ভেতরে নৌকায় প্রকাশ্যে সিল মারতে দেখা গেছে। গোপন বুথে ভোট দিলেও চেয়ারম্যান প্রার্থীর ব্যালটটি নৌকার এজেন্টদের দেখিয়ে বাক্সে ফেলতে দেখা গেছে। অনেক কক্ষে বিদ্রোহী বা স্বতন্ত্র কারো এজেন্ট দেখা যায়নি।
মেহেরপুর সদরের বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। তবে প্রশাসনের পক্ষে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উজলপুর গ্রামের ভোটার ইরাজ আলী (৬৪) বলেন, আমার ভোট আমি নিজে সিল মেরে দিতে পারিনি। আমার ভোট রুহুল আমিন নামের একজন সিল মেরে বাক্সে ঢুকিয়ে দিয়েছে।
উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, ওপেন সিল মারার অভিযোগে তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে কুতুবপুর ইউপির শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওপেন সিল মারার অভিযোগে প্রায় একঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকে।
কুতুবপুর ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী সেলিম হোসেন বলেন, শিবপুর, রামদাসপুর, উজলপুর, কুলবাড়িয়া ও সুবিদপুরে সরকারদলীয় কিছু ক্যাডার বাহিনী নৌকার পক্ষে জোর করে সিল মেরেছে। আমি প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছি। সুষ্ঠু তদন্তপূর্বক আমি এর সমাধান চাই। সঠিক নির্বাচন হলে জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা দাখিল মাদরাসার সামনের সড়কে নির্বাচনী বিধি লঙ্ঘন করায় চার মোটরসাইকেল চালককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম বলেন, কাদের হোসেন, রফিকুল ইসলাম, মুন্না ও ওবাইদুর রহমান নামের চারজনকে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
এদিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনকে কেন্দ্র করে জুগিন্দা গ্রামের মেম্বার প্রার্থী জাকির হোসেনের লোকজনের হামলায় অপর প্রার্থী (বর্তমান মেম্বার) মফিজুলসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে মোশারেফ ও আবুল হোসেনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। একই সময়ে তাদের বাড়িতেও হামলা চালিয়ে এক নারীর হাত ভেঙে দেয়া হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।
এমএসএম / জামান

মধুখালীতে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

ধামইরহাটে জামায়াতে ইসলামীর সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

জয়পুরহাটে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ইউডিআরটি প্রশিক্ষণের সমাপনী

বেনাপোল বন্দরে থামছেনা শুল্ক ফাঁকির মচ্ছব

ইতালিতে মাদারীপুরের প্রবাসী অভির খন্ডিত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরকে শান্তিপূর্ণ ও নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবেঃ নবাগত পুলিশ সুপার সিদ্দীকী

জলাবদ্ধতা নিরসনে সোনারগাঁয়ে পাঁচ গ্রামবাসীর মানববন্ধন

দোহারে বর্ণিল আয়োজনে আজকের দর্পণের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিমের নামে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

শিক্ষক সংকট ও হোস্টেলের অভাবে নবীনগর সরকারি কলেজের শিক্ষার মানে ধস

বিশ্ব চ্যাম্পিয়ন স্বর্ণপদক জয়ী বাক প্রতিবন্ধী স্মরণের পাশে টাঙ্গাইলের জেলা প্রশাসক
